নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

সামু কৃতপক্ষের কাছে বিশেষ আবেদন জানালাম মঞ্জুর করলে হয় !

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯


বরাবর,
প্রিয় সামু ব্লগের মহাদয় কৃতপক্ষ
বিশ্বের সর্ব বৃহত্তর জনপ্রিয় বাংলা ব্লগ
বাংলাদেশ গুলশান কার্যকলয় ঢাকা ১২১২ ।

বিষয়ঃ রাইট বাটন ক্লিক বন্ধ করায় সমস্যা নিয়ে ।

জনাব বা জনাবা সবিনয় নিবেদন এই যে লেখাচুরির বন্ধের লক্ষ্যে এবং খুবই মহৎ উদ্ধেশে আপনারা একটি পদক্ষেপ গ্রহন
করেছেন,আর তা হল লেখা যাতে কেউ অন্যযায়গা থেকে কপি করে ব্লগে পেস্ট না করতে পারে এবং ব্লগ থেকেও যাতে কেউ
কপি না করে অন্য যায়গায় পেস্ট না করতে পারে,সে জন্য আপনারা পদক্ষেপ হিসেবে রাইট বাটনের ক্ষমতা রোধ করেছেন ।
কিন্তু অতি দুঃখের সাথে বলতে হচ্ছে এতে করে সমস্যা আরো বেশি হচ্ছে । বিশেষ করে আমরা যারা ব্লগে অল্প আকটু সময়
দিয়ে থাকি এবং সময়ের ব্যস্ততার কারনে একবারে পোস্ট লিখে প্রকাশ করতে পারিনা,সে জন্য বিকল্প পথ হিসেবে হয়ত অফিস
ওয়ার্ড বা অন্য কোন ফাইলে একটু একটু করে কয়েক দিন ধরে লিখে তার পর হয়ত কপি করে ব্লগে পেস্ট করি,কিন্ত এখন সেটা করা
যাচ্ছেনা ।শুধু তাই না অনেক সময় বানান জনিত সমস্যার কারনেও এবং নেট জনিত সমস্যার কারনেও আমাদেরকে অফিস ওয়াডে লিখে তার পর ব্লগে পেস্ট করতে হয় কিন্ত এখন সেটা সম্ভব হচ্ছে না । আরো বিশেষ সমস্যা তাদের যে সকল ব্লগার ভাইরা সঙ্কলন ব্লগ
লিখেন তাদেরও, তাই যদি রাইট বাটন ক্লিক বা কপি পেস্টের উপর থেকে আপনারা
আপনাদের পদক্ষেপটি তুলে নিতেন তাহলে আমাদের সাধারন ক্ষুদে লেখকদে জন্য ভালো হত।
এই বিষয়গুলোর ওপর নজর দেয়ার জন্য আপনাদের কাছে আন্তরিক আবেদন থাকল।


নামঃ :):):)(:(:(:হাসু মামা
বর্তমান ঠিকানাঃ বাংলাদেশ
ওয়েব অ্যাড্রেসঃ পারলাম না দিতে ।
বুঝে নেন তাহলে কি অবস্থা ।

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রথম আজ এসে ব্লগে খুব খুশি লাগতেছে যে কপি পেস্ট অপশন বন্ধ। আলহামদুলিল্লাহ
তবে রাইট ক্লিকটা একটু অসুবিধা হচ্ছে মনে হচ্ছে।

যাই হোক সুন্দর পদক্ষেপের জন্য সামু কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। এবার কপি করো বাচাধনরা হাহাহাহাহ

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো কথা বলেছেন আপু কিন্ত সমস্যাও আছে বেশ জটিল যেমন বিশেষ করে যারা সঙ্কল পোস্ট দিয়ে থাকেন তারা কিভাবে লিং
যোগ করবে ?

২| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা মামা সমস্যাটা গুরুতরই হবে মনে হচ্ছে।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেখা যাক কি হয় ?

৩| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৪

কুঁড়ের_বাদশা বলেছেন:
দোস্ত.,
বড় কষ্ট আছি কপি-পেষ্ট। =p~ :)

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কোন ব্যাপার না সময়সাময়িক কষ্ট এই আর কি । :)

৪| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: নিশ্চয় এরও একটা সমাধান হবে।

ধৈর্য ধরুন................................................................................................................. কতক্ষণ তা কিন্তু জানিনা।

হা.হা.হ.......................................................................................................................ধন্যবাদ।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু মালুম ................................কতক্ষণ পড়ে ফলাফল প্রকাশ হবে ? :)

৫| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৩

কামরুননাহার কলি বলেছেন: হুম আমিও বড় কষ্টে আছি। অনেক লেখা ওয়ার্ড ফাইলে লেখে রেখেছি কিন্তু কপি পেস্ট করতে পারছি না। যদি মহোদয়গণ এই সুবিধা দিতে তাইলে ভালোই হইতো।

১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেখা যাক আশা করি ধীরে সুস্থে সব ঠিক হয়ে যাবে।

৬| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৮

এম আর তালুকদার বলেছেন: মামারে কি যে কষ্ট হইতেছে বুঝাইতে পারুম না। চোর ঠেকাতে গিয়ে নিজের ঘরেই অবরুদ্ধ হয়ে গেছি।

৭| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৬

শায়মা বলেছেন: যদিও মনে হয় আমিই সবার আগে বলেছিলাম কপি অপশন বন্ধ করে দিলে চোরেরা আর চুরি করতে পারবেনা তবে কপি অপশন বন্ধ মানে লেখা, মন্তব্য, নতুন ব্লগ লেখা সব খান থেকেই সেই অপশন উঠিয়ে নেওয়া হতে পারে না।

আমার কাছে সল্যুশন-

১। শুধুমাত্র মূল লেখা কপি করা যাবে না।
২। মন্তব্য কপি করা যাবে এবং পেস্টও করা যাবে।
৩। নতুন ব্লগ লিখুন বা নতুন লেখার সময় কপি পেস্ট অপশন থাকতে হবে যেন আমরা ওয়ার্ড বা যে কোনোখান থেকেই যে কোনো লাইন বা অংশ কোট করে আনতে পারি।
৪। লিঙ্ক কপি কপি পেস্ট করা যাবে।
৫। শুধুমাত্র কবিতা পোস্টে কপি অপশন বন্ধ করে দেওয়া হোক।


সবচেয়ে ভালো অপশন পোস্ট বা লেখা কেউ কপি করতে পারবে কিনা সেই ক্ষমতা দেওয়া হবে লেখকের হাতে। মানে এমনই এক অপশন যা লেখক চাইলে পোস্টের সময় সিলেক্ট করে দেবে যাতে কেউ কপি না করতে পারে আর না চাইলে লেখক সেটা এমনিতেই ছেড়ে দেবে।

৮| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৪

কালীদাস বলেছেন: শায়মা আপার সাথে সহমত। যদিও ওনার বলা ৩ নাম্বারটা খানিকটা খোলা সুযোগ রেখেই দেবে ব্লগের ভেতরের চোরদের জন্য।

৯| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:








প্রিয় হাসু মামু ভাই, :D

চিন্তার কোন কারণ নাই, মেশিন নষ্ট হয়ে গেছে ।। :) শুধুমাত্র লেখা চোরদের জন্য এই ব্যবস্থা।। :D
এবার কষ্ট করিলে কেষ্ট মিলিবে ।।আসুন আমরা সবাই কষ্ট করে লিখি । :)
ইতি,
শিশু কবি করীব
( সবার সুপরিচিত বড় ভাই। :P)

১০| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬

শফিউল আলম চৌধূরী বলেছেন: আমি সাধারণত কপি পেষ্ট করি না; তাই খুব একটা সমস্যা ফিল করতেছি না। কিন্তু সমস্যা অন্য খানে লাগতেছে।

আমি পড়বার সময় ২/৩ লাইন সিলেক্ট করে পড়ি; এটা আমার সেই ২০০২ সাল থেকে অভ্যাস। সে দুনিয়ার যাই হোক না কেন, অনলাইনে সব সিলেক্ট করেই পড়তে হবে, না হলে পড়তে পারি না। সেইটা আর পারতেছি না!

আমি বাংলা বই গুলির স্ক্যান করা পিডিএফ কপিও এ কারণেই পড়তে পারি না যে সিলেক্ট করা যায় না। সামুও এখন সেই অবস্থায় চলে আসলো!

১১| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৫

জাহিদ হাসান বলেছেন: আমার কোন অসুবিধে হচ্ছে না। বরং ভালই লাগছে।

১২| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪

কামরুননাহার কলি বলেছেন: চোরদের কে পুলিশে দিয়ে দিবেন ভাইয়েরা তবুও আমাদের সাধারণ পাবলিকদের কষ্ট দিয়েন না।

১৩| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬

শায়মা বলেছেন: কালীদাসভাইয়া আমি অনেক বুদ্ধিমতী না বলো??? :) আমার দেওয়া বুদ্ধির উপরে আর বুদ্ধি নাই।:) ৩নং উপদেশবাণী না হলে হোক। কে তার লেখা ওপেন রাখতে চায় আর কে চুরি ব্লক করতে চায় এই অপশন দিলে মানে ব্লক কপি পেস্ট এটা ব্লগারের হাতে থাকবে এটা করে দিলেই কারো লেখা চুরি হলেও কেউ কিছু বলতে পারবে না। ব্লগের ও দায় কমবে। কারণ তোমার বাড়ির জিনিস ইচ্ছা হলে দোর দিয়ে সামলাও নইলে খোলা রেখেছো এখন বোঝো এতে তো ব্লগের কোনো দায় থাকবে না।

আর ৩ নং দেবার কারণ আর্টিকেল টাইপ কিছু লিখতে গেলে রেফারেন্স অতি আবশ্যকীয়। রেফারেন্স ছাড়া কিছু বললে মানুষ তো পাত্তাও দেবে না! এখন কপি পেস্ট না করতে পারলে রেফারেন্স দেবো কেমনে! :(


আরও আছে। মনে করো নতুন ব্লগ লিখুন এ গিয়ে আমি একটা লেখা শুরু করলাম বিকাল ৪ টায়। এই কবিতা শেষ হতে যদি আমার ৫/৬ টা বাজে আর আমি ৬ টায় পোস্ট দিলে মানে আমি যখন সেটা পোস্ট করবো লেখাটা চলে যাবে ৪টায় মানে পিছে যখন লেখা শুরু করেছিলাম আমি তখন। এটা সামুর একটা সমস্যা। যদিও এ সকল সমস্যা সাথে নিয়েই নিত্য নতুন বুদ্ধি নিয়ে আমরা সামুতে প্রতিকূল পরিবেশে লড়াই করে টিকে থাকি।


এই কারণে আজকে লেখা শেষ না হলেও কাল শেষ করলে আমি সেটা সেই মাত্র কপি করে নতুন পেইজ থেকে পোস্ট করতাম। সেটার আর বালাই থাকবেনা। আর আজকের লেখাটাও আমার আর পোস্ট করা হবে না ! :(

১৪| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০১

মেহের নেগার বলেছেন: আমাগো লাইগা সমস্যা নাই কারন আমরা নতুন ব্লগার।

১৫| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬

নিয়াজ সুমন বলেছেন: আশারাখি িএই চলমান সমস্যা খুব দ্রুত সমাধান করবে আমাদের সবার প্রিয় সামু।

১৬| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯

Bangladeshi Moinul বলেছেন: মাথা ব্যথা দেখে মাথাটাই কেটে ফেলল সামু। কি আর হবে, হয়ত সামুতে না লিখে অন্য কোথাও লিখব। এর বেশি তো আর কিছু হবে না। মোবাইলের নোট প্যাড এ যা লিখা আছে, তা অন্য কোনো এক জায়গার জন্য তোলা থাকল।

১৭| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৪

করুণাধারা বলেছেন: বিরক্তিকর ব্যবস্থা।

১৮| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫

কালীদাস বলেছেন:

@শায়মা আপা: :D
আপনার ৫ নাম্বার পয়েন্টটা বা পরের কমেন্টে বলা সলভটাই আমার সবচেয়ে পছন্দ হয়েছে আসলে। আমার সাজেশনও এটাই: ব্লগারদের অপশন দেয়া হোক পোস্ট কপি করার জন্য ওপেন রাখবে কি রাখবে না। মেইন সাফারার কিন্তু কবিরাই, বেশি বড় পোস্ট ইনফরমেটিভ হলেও চুরি সবাই করে না।

তারপরও কথা থাকে। মাঝে মাঝে নিজের লেখা নিজেরই কপি করা প্রয়োজন হয়। সেটার সুযোগ পাচ্ছি না এখন।

আপনার মত আমিও সাফারার হব এটলিস্ট রাইটিং প্যানেলে কপিপেস্টের অপশন ফিরিয়ে না আনলে। এটা নিয়ে আমার আর বলা উচিত না, আমার বিশ্বাস ডেভেলপাররা এটা নিয়ে কাজ করছে, কাল রাতেই জানা আপা বলেছিলেন বিলিয়ারের পোস্টে। ওটা না আনলে লেখক অনেক ঝরে যেতে পারে; যারা ইনস্ট্যান্টলি লেখার পক্ষে রায় দিয়ে খুশিতে হেডব্যাং করছে তাদের আরেকটু খতিয়ে দেখা দরকার লং রানের সমস্যাগুলো। স্টিকি পোস্টে বলা সমাধান সব জলে যাবে ক্রিয়েটিভ ব্লগার কমে গেলে।

১৯| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৭

সুমন কর বলেছেন: সমাধান চাই..........

২০| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: আমি সিস্টেমেটিক্যাললি ন্যাচারাল ব্লগিং করতে পারছি আমার কোন সমস্যা হচ্ছে না !!:)

একই মন্তব্য আবার করলাম!!! আইমিন কমেন্ট কপি করে রাখা যাচ্ছে!! পেস্টও করা যাচ্ছে!! ব্লগ পোস্টের ক্ষেত্রেও একই কথা বলা যায়!! আপনার কেবল সিস্টেমটা জানতে হবে এই আরকি!!:)

হ্যাপি ব্লগিং

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি সিস্টেমেটিক্যাললি ন্যাচারাল ব্লগিং করতে পারছি আমার কোন সমস্যা হচ্ছে না !!:)

একই মন্তব্য আবার করলাম!!! আইমিন কমেন্ট কপি করে রাখা যাচ্ছে!! পেস্টও করা যাচ্ছে!! ব্লগ পোস্টের ক্ষেত্রেও একই কথা বলা যায়!! আপনার কেবল সিস্টেমটা জানতে হবে এই আরকি!!:)

হ্যাপি ব্লগিং

আমি বোধয় সিস্টেমটা জানতে পেরেছি ।:)

২১| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সমস্যাটা আমার জন্য গুরুতর মনে হচ্ছে, আমার সময় একটু কমই। কর্মব্যস্ততার ফাঁকেফাঁকে অল্প অল্প লেখা জড়ো করে পোষ্ট করে থাকি আমি। এখন আর সেটা হবে বলে মনে হচ্ছে না।

লেখা চোরেরা নতুনভাবে চুরি করবে, স্ক্রিনশট নিয়ে ধীরেসুস্থে লিখে নিবে নিজের মতো করে। তাতে মাঝেমধ্যে নিজেদের শব্দ ব্যবহার করবে। তখন আর সার্চদিয়ে আমার লেখার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবেনা।

কি যে করি ....!!

২২| ১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: সবাই খালি লেখা কপি পেষ্ট নিয়া কথা বলছে, আমি যে ছবির লোকেশনও খুজে পাচ্ছিনা সেটা তো কেউই বলছে না। আমি মনে করি কপি পেষ্টের বিষয়টা ব্লগারদের উপর ছেড়ে দিলেই ভালো হয়। মানে এমন কোন বাটন থাকুক যেখান থেকে ব্লগাররা স্বাধীন ভাবে কপি পেষ্ট চালু কিংবা বন্ধ রাখতে পারে।

২৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: একটা কথা আছেনা চোরের ভয়ে কি ন্যাংটা হয়ে থাকবো আমাদেরও সেই অবস্থা হয়েছে। চোর চুরি করবে বলে নানা বিধিনিষেধ তাহলে স্বাধীনতা থাকলো কই!?

২৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২২

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাচ্ছা মন্জুর করলাম। লিখতে থাহেন। কুনু সামিসস্যা হুবিনানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.