নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

আজকের এই বাংলা ব্লগ দিবসে সেই সকল বাংলা ভাষার জন্য যুদ্ধ করা এবং রক্তদানকারী বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাই

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৮


শুভ সকাল। সকল বাংলা ব্লগের দেশে ও দেশের বাহিরে থাকা ব্লগার ভাইবোন এবং পাঠকদের বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
সেই সাথে নিয়মিত মুক্তমত প্রকাশ বা ব্লগ লেখা ও পড়ার জন্য যারা এই সকল মুক্ত প্লাটফর্মে সর্ব সময় ছায়ার মতো লেগে
আছেন এবং ব্লগারদের পাশে থেকে ব্লগারদের ব্লগ লেখায় উৎসাহ অনুপেরনা ও সেবাদান করছেন সেই সকল কৃতপক্ষদেরও
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ।

ব্লগ হল একটি উন্মুক্ত মত প্রকাশের প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আপনি এবং আমি খুব সহজেই আপনার ও আমার ব্যক্তিগত বা
একান্ত নিজেস্ব মতামত প্রকাশ করতে পারি। তবে ইদানিং কিছু চক্রবাজ স্বার্থধারী ব্যক্তিদের জন্য ব্লগ লেখা দায়ী হয়ে পরেছে।
আমরা ইতিহাসের দিকে পিছু ফিরে তাকালে আমাদের মনে পরে একমাত্র বাংলা ভাষার জন্য আমাদের বীর শহিদদের বহু রক্ত
দিতে হয়েছে । ১৯৪৮ সালে পাকিস্তান সরকার যখন ঘোষণা করে যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তখন সে ঘোষণার প্রেক্ষাপটে পূর্ব পাকিস্তানে অবস্থানকারী বাংলাভাষী সাধারণ জনগণের মনে গভীর ক্ষোভের জন্ম হয় এবং বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। আর সে বিরূপ প্রতিক্রিয়া ও ক্ষোভ থেকেই আজকের বাংলা ভাষা বাংলাদেশের রাষ্ট্র ভাষা করা সম্ভব হয়েছে ।

আমরাও আশা করি সেই ভাবে একটা সময় বাংলা ব্লগও সর্বত্র মহলে স্থান করে নিবে । স্থান করে নিবে সকলের মনের কুটিরে।
তাই আজকের এই বাংলা ব্লগ দিবসে সেই সকল বাংলা ভাষার জন্য যুদ্ধ করা এবং রক্তদানকারী বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাই।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৮

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: শুভ সকাল

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবাইকে এক যোগে ৯ম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩২

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: শুভ হোক বাংলা ব্লগ দিবস। যাঁদের ত্যাগে পেয়েছি স্বাধীনতা সেই হব রক্তদানকারী বীর শহীদদের জানাই বিনন্র শ্রদ্ধা।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবাইকে ৯ম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: সবাইকে শুভেচ্ছা।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবাইকে এক যোগে ৯ম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৮

খায়রুল আহসান বলেছেন: বাংলা ভাষার জন্য প্রাণ বিসর্জনকারী, রক্তদানকারী বীর শহীদদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি এবং ত্যাগ স্বীকারকারী আপামর জনসধারণকে ধন্যবাদ এবং অভিনন্দন!

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই। সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সহ সকল ব্লগার ভাইবোনদের ৯ম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা জানাই।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৩

চাঁদগাজী বলেছেন:



জাতি আধুনিক বিশ্ব থেকে বরাবরই পেছনে পড়েছিল; ব্লগিং আলোচনার মাধ্যমে বিশ্বকে জানতে, বুঝাতে সাহায্য করছে; আলোচনা ও ফিডব্যাকের মাধ্যমে নিজকে রিফাইন করার সুযোগ দিচ্ছে।

অগ্রজদের ঋণের কথা আমরা ভুলবো না।
শুভেচ্ছা রলো

১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই। সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সহ সকল ব্লগার ভাইবোনদের ৯ম বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা জানাই।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ সকাল ।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আজ কোন আয়োজন নাই ?
৯ম বাংলা ব্লগ দিবস উপলক্ষে ব্লগ কর্তৃপক্ষকে আন্তরিক শুভেচ্ছা।
শুভেচ্ছা জানাই সকল গুণী সহব্লগারদের।

২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ নূরু ভাই এবার না হলেও আশা রাখী আগামীতে হবে ইনশাল্লাহ ।
শুভ সকাল।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: সব ব্লগার ভাল থাকুন।

হ্যাপি ব্লগদিবস।

২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ সকাল ।শুভেচ্ছা রইল।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪

প্রামানিক বলেছেন: ব্লগ দিবসে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ সকাল প্রামানিক ভাই। শুভেচ্ছা রইল।

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১১

আহমেদ জী এস বলেছেন: :):):)(:(:(:হাসু মামা ,




ঠিকই বলেছেন। ব্লগ হলো আমাদের লেখার হাতেখড়ির শ্লেটখানি । এটা যতোই পরিষ্কার ও নির্মল থাকবে আমাদের মুখের আসল ছবিটাই তাতে খোদিত হবে ।
আমাদের মুখের ভাষার জন্য প্রাণ বিসর্জনকারী সকল বীর শহীদদের প্রতি রইলো আন্তরিক শ্রদ্ধাঞ্জলি ।

২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ সকাল আহমেদ জী এস ভাই।আগামী দিনগুলো শুভ হোক। শুভেচ্ছা রইল।

১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০২

ঠ্যঠা মফিজ বলেছেন: পোস্টের জন্য অনেক ধন্যবাদ হাসু ভাই।

২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ সকাল মফিজ ভাই।

১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩

ঠ্যঠা মফিজ বলেছেন: সকলকে ব্লগ দিবসের শুভেচ্ছা।

২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকেও শুভ সকাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.