নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

হাই স্কুলের টিচার সাহেবরা সাধারণ মানুষের পকেটের টাকা দিয়ে গাড়ি বাড়ি গড়ার স্বপ্ন দেখা বন্ধ করেন

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২


গত কাল সকালে আমার মেয়েকে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি করানোর জন্য এক স্কুলে নিয়ে যাই,
কিন্তু অতি দুঃখের সাথে বলতে হচ্ছে আমি আমার মেয়েকে সেই স্কুলে ভর্তি করাতে পারি
নাই। অনেকে প্রশ্ন করতে পারেন কেন ভর্তি করতে পারলাম না ? মেয়েকি ভর্তি পরীক্ষাায়
এলাও হয়নি ? না ওরকম কিছুুুই না। মেয়েকে স্কুলে ভর্তি না করাতে পারার কারন একটাই
আর তা হল ভর্তি ফি । স্কুল কৃতপক্ষের একজন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র বা ছাত্রী ভর্তি ফি'র যে চাহিদা
ওরকম অ্যামাউন্টের চাহিদায় শুুধু আমিই না আমার মত সাধারন কর্ম করা বা ছোটখাটো ব্যবসাহী
অনেক বাবা মা'ই তাদের সন্তানকে হয়ত ক্লাস ফাইভের পরে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি করাতে সক্ষম হবেন
না। তাহলে এর পরেও আমরা জাতির কাছে সুশিক্ষা আশা করি । একটা স্কুলে যদি ৬ষ্ঠ শ্রেণীর একজন
ছাত্র বা ছাত্রীকে ভর্তির ফিই দিতে হয় সর্বনিম্ন ৮ থেকে ১০ হাজার টাকা এর পর বই খাটা কলম আবার
নতুন স্কুুল অনুযায়ী পোশাাক বানানো । সেই হিসেবে ভর্তিি বই খাতা সহ সব মিলিয়েে প্রায় ২০ থেকে
২৫হাজার টাকা লাগবেে । এর পর মাসিক ভেতনতো আছেই । এই সর্বনিম্ন খরচটি একজন ৬ষ্ঠ শ্রেণী থেকে
শুরু করে এস এস সি পরীক্ষার প্রস্তুতি নেয়ার আগ পযন্ত ।সো এত টাাকা খরচ করে অনেকেরি হয়ত সম্ভব
হবে না তার ছেলে মেয়ে লেখা পড়া করানো ।আর এতেই বোঝা যায় কোনও ভাবেই বাংলাদেশের মানুষ সুশিক্ষায়
শিক্ষিত হতে পারবে বলে মনে হয়না ।যতদিন না পযন্ত হাই স্কুলের টিচার সাহেবরা সাধারণ মানুষের পকেটের টাকা দিয়ে
গাড়ি বাড়ি গড়ার স্বপ্ন দেখা বন্ধ করেন।সুশিক্ষিত একটা জাতি গড়তে হলে আগে আমাদের হাই স্কুলের টিচার সাহেবদের
সাধারণ মানুষের পকেটের টাকা দিয়ে গাড়ি বাড়ি গড়ার স্বপ্ন দেখা বন্ধ করতে হবে।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

তারেক_মাহমুদ বলেছেন: শুধু হাই স্কুল না প্রাইভেট প্রাইমারী স্কুলের মালিকরা বাসা ভাড়া করে স্কুল খুলে কোটিপতি হচ্ছে।

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই মাথা নস্ট হইয়া যাওয়ার মত যত সব কারবার ।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের এলাকার ফেনী গার্লস হাই স্কুলে এইজন ছাত্রী ভর্তি করাতে তদবির খরচ ই লাগে এক লাখ টাকা!!!

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবই কি ঘুষের টাকা :P হা হা হা প্রায় দীর্ঘ ১৯ দিন পর প্রতি উত্তর ।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হায় কি অবস্থ্যা এতো শিক্ষাদান নয় যেনো চড়ালাভের ব্যাবসা।

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আর এতেই সকলে ভালো সফলও অর্জন করছেন শুধু মাত্র আমাদের সরকারি ব্যবস্থাপনার জন্য।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


১৯৭২ সালের ১০ই জানুয়ারী যদি শেখ সাহেব ঘোষনা করে যেতেন যে, বাংলাদেশে শিক্ষা ফ্রি, আজকে এই অবস্হার সৃস্টি হতো না; তারেক জিয়া ও কোকোও শিক্ষিত হবার সুযোগ পেতো।

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম মারাক্ত ধরনের ভুল করেছিলেন প্রিয় নেতা ।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৬

সুমন কর বলেছেন: তারা জমি-বাড়ি-গাড়ি করার স্বপ্ন দেখা কখনো বন্ধ করবে না। বর্তমানে তারাই কোটিপতি !!!! আর বর্তমানে দেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

বলতে বাধ্য হচ্ছি, যারা কিছু পড়াতে পারতো না, তারাও আজ কয়েকটি ফ্লাটের মালিক !! X((

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৮

শাহিন-৯৯ বলেছেন: ব্যাবসা, শুধু ব্যাবসা, চারিদিকে ব্যাবসা।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৪

একটি বালুকণা বলেছেন: এদেশে শিক্ষা বলতে কিছু কি আছে?
সবখানেই চোরাকারবারের ছড়াছড়ি।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: শিক্ষা এখন পণ্য!

যত বেশি টাকা তত ভাল মানের (কথিত) প্রতিষ্ঠান! তত চকচকে সনদ!

কোথাও কেউ নেই!!!!!!!!!!!!!!!!!!!!

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫১

তার ছিড়া আমি বলেছেন: শিক্ষা নয়, বানিজ্য।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৮

আশিক হাসান বলেছেন: আমার জানা এবং দেখা ঘাটাইলের মত জায়গায় একজন শিক্ষকের আয় ছিলো মাসে ১ লাখেরও বেশী । তাহলে অন্যান্য জেলা শহরে বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রমের মত রাজধানী বা বিভাগীয় শহরগুলোর কি অবস্থা ! অচিরেই দুদকের এই শিক্ষাখাতেও নজর দেয়া উচিত বলে মনে করি । এই দেশকে অতিদ্রুত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে একদিকে অসাধু শিক্ষকরা অন্যদিকে সুকৌশলে বাচ্চাদের উপর একে একে এক্সপেরিমেন্টের নামে বিভিন্ন আজেবাজে শিক্ষাপদ্ধতি প্রয়োগের মধ্যমে একশ্রেনীর রাজনীতিবিদ এবং অসাধু সরকারী কর্মচারীদের যোগসাজসে আসলে ধ্বংস করে ফেলা হচ্ছে একটি জাতির ভবিষৎ মেধা এবং মনন দুটোই ।

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২০

মামুন ইসলাম বলেছেন: কিছু বলার নাই।

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দিন দিন খরুচে হয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমার বাচ্চাকেও আর ২ বছর পর ভর্তি করাতে হবে। জানি না, সামনে কী আছে...

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ভূমি অফিসে,সাবরেজিস্ট্রী অফিসে, বি,আর,টি এ অফিসে কোথায় নেই ঘুষ নামক ব্যবসা? টিচাররা যখন বিভিন্ন যায়গায় কাজ করতে যাচ্ছে তখন টাকা দিয়ে কাজ করিয়ে নিচ্ছে তারপর নিজেও টাকা কামানোর ফাঁদ পেতে নিচ্ছে।
অধিকাংশই যখন করছে উনারাও শুরু করে দিয়েছে।

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: চার নম্বর মন্তব্যটা অসম্ভব ভালো লেগেছে।

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৪৭

সোহানী বলেছেন: বলেন কি??????

এরপর তো সবাই মাদ্রাসায় ভর্তি হতে বাধ্য হবে...........

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৫৯

কালীদাস বলেছেন: প্রচুর বানান ভুলে লেখা আরেকটা মিসলিডিং পোস্ট। এবং সেটাকে ফলো করে আরও অনেকে যেভাবে শিক্ষকদের ব্যাপারে বিষোদগার করছেন সেটা দেখা খুব দুঃখজনক। এদের সবাইকে বা আমাকে বা আপনাকে আরেকজন শিক্ষকই পড়িয়েছেন স্কুল লেভেলে।

আমি আপনার লেখার সাথে একেবারেই একমত না। একতরফা টিচারদের উপর দোষ দেয়ার আগে খোঁজ নিন এই স্কুলগুলো টিচারদের কত টাকা বেতন দেয় মাস শেষে। ভর্তি ফি বা মাসিক বেতন কত হবে সেটা নির্ধারণ করে গভর্ণিং বডি, যেখানে শিক্ষক প্রতিনিধি থাকে কয়েকজন। এই মোটা টাকা পুরাটাই জমা হয় স্কুল ফান্ডে। হ্যাঁ, টিচাররা মোটা টাকা কামায়; কিন্তু সেটা এই ভর্তি ফি থেকে না, সেটা বাসায় প্রাইভেট পড়িয়ে। এই ব্লগে আরও অনেক হাইস্কুলের টিচার আছে তাদের প্রশ্ন করে দেখতে পারেন ডাউট লাগলে। আরেকটা বড় লজিক দেখিয়ে যাই: টিচাররা এরকম মোটা বেতন পেলে নতুন পাস করা গ্রাজুয়েটরা হাইস্কুলের মাস্টারিতে ঢুকে না কেন? মাসের পর মাস, বছরের পর বছর বেকার থাকে কেন "কম বেতনে" অন্য চাকরি পাওয়ার জন্য?

১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই নিয়ে ৫ম বার আসলাম, বাট মন্তব্যের রিপ্লাই নাই । এই সেস বার X( X(

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শরীর অসুস্থ থাকায় আমি অন্তত দুঃখীত । অন্যদিকে নেট সমস্যায় ভুগছি । মন খারাপের কিছু নাই ।

১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৬

তারেক ফাহিম বলেছেন: মন্তব্যের প্রত্যিত্তর দেখি না, মন্তব্য করবো কী করবো না, ভাবতে ভাবতে দিয়ে দিলাম।

১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: টুক করে পোস্ট দিয়ে মনে হয় লম্বা ঘুমে আছেন। মন্তব্যের প্রত্যিত্তর দেখি না।

২০| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১

নতুন নকিব বলেছেন:



বিদ্রোহী ভৃগু বলেছেন: শিক্ষা এখন পণ্য!

যত বেশি টাকা তত ভাল মানের (কথিত) প্রতিষ্ঠান! তত চকচকে সনদ!

কোথাও কেউ নেই!!!!!!!!!!!!!!!!!!!!


-সহমত। দু:সময়ের কাছে যেন আমরা সবাই জিম্মি।

২১| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩

আল ইফরান বলেছেন: কালীদাস ভাইয়ের মন্তব্যের সাথে সম্পুর্ণ একমত।
সুশিক্ষিত জাতি গঠনের জন্য শিক্ষকের চাইতে বেশী ভুমিকা রাখে পরিবার, মানে আপনি ও আপনার পার্টনার।
শিক্ষকদের দিকে আঙ্গুল তোলার আগে, আয়নাতে নিজের চেহারা দেখে নেয়াটা মনে হয় বাঞ্চনীয়।
আর আজকে দেখেছেন নিশ্চয়ই আমাদের প্রাথমিকের শিক্ষকরা নিজেদের ন্যায্য প্রাপ্য আর্থিক সুবিধাটুকু আদায়ের জন্য অনশনে নেমেছেন। তারপরেও শিক্ষকদেরই দোষ, তাই না ? ? ?

২২| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৫

তাসবীর হক বলেছেন: আপনার ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করছি।তবে শিক্ষকদের সম্পর্কে আরো ভালোভাবে আপনার খোঁজ নেওয়া উচিৎ।শিক্ষকদের কাজ পাঠদান করা, ভর্তি ফি পকেট ভরা নয়।বিদ্যালয় পরিচালনা করে কমিটি।আমার বাবা হাইস্কুলের শিক্ষক এবং আমাদের আর্থিক অবস্থা আপনার বর্ণনার সাথে সঙ্গতিপূর্ণ নয়।তিনি নিজে গাড়ি কেনা দূরে থাক আমার সাইকেলের শখ পূরণ করতে পারেননি।সঙ্গত কারণে আর বিশদ বিবরণ দিচ্ছিনা। আশাকরি শিক্ষকদের ব্যপারে এবার আপনার এবং অনেকের ভুল ধারণা ভাঙবে।(আমি উনিশশো কটকটি আমলের গল্প শোনাচ্ছিনা।আমার এখনো সাইকেল চড়ার বয়স আছে)

২৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৩

জাহিদ অনিক বলেছেন:


দেশের মাথারা কেন যে বোঝে না শিক্ষায় ভর্তুকি দেয়া সবচেয়ে বেশি দরকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.