নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

২০১৭ সালের সমাপনী পরীক্ষা দেয়া ছোট ছোট কচি কচি হাতে শেষ পযন্ত শিক্ষা মন্ত্রণালয় মুলা ধরাইয়া দিলেন ! :(

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৩


আগেই বলে নিই অনেকদিন পরে লিখলাম আর আমি বেশি বড় লিখা লিখতে পারি না,তাই যত দুর সম্ভব ছোট করেই লিখলাম ।
এ বছর অর্থাত ২০১৭ সালের পিএসসি আর জিএসসি পরীক্ষা দেয়া ছোট ছোট কচি কচি ছেলে মেয়ে গুলোর ওপরে কি না চাপটাই গেছে,সকাল ৬টা হতে
রাত ১০টা কি ১১টা অবদি স্কুল আর কোচিং এবং বাসায় টিচারদের কাছে পড়া ।সব মিলিয়ে বলা চলে বেশ ঝড় গেছে ঐ কচি কচি মুখগুলোর মাথার ওপর
দিয়ে ।অথচ শেষ পযন্ত সব চেস্টা আশা ভরসা মাটি হয়ে জীবনের প্রথম ধাপেই তাদেরকে দূর্ণীটির কাছে হারাতে হলো নিজেদের মেধা ।
আর এতেই আমাদের দেশের নোংরা রাজনীতির নেতারা প্রমান করলেন তারা মনে প্রাণে কখনো চান না যে দেশের মানুষ ভালো শিক্ষা এবং মেধা অর্জন করুক ।
না হলে আমার ব্যাক্তিগত ভাবে যাচাই করে দেখা বেশ কিছু ছেলে,মেয়ে,শুধু A+ই না বরং জিপিএ ফাইভ বা গ্লোডেন পাওয়া উপযুক্ত বা মেধা ছিল তাদের,অথচ
আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের হারামীপানার জন্য সব কিছুই মাটি।
শিক্ষামন্ত্রণালয়ের এমন ভন্ডামী মার্কা কান্ড কারখানায় মনে হচ্ছে দেশের সবাই যদি গোল্ডেন বা জিপিএ ফাইভ পায় তাহলে গ্রামে চাষাবাদ করবে কে ?
না হলে তারা কোন ভাবেই এমন ভাবে অন্তত ২০১৭ সালের সমাপনী পরীক্ষা দেয়া ছোট ছোট কচি কচি হাতে শেষ পযন্ত শিক্ষা মন্ত্রণালয় মুলা ধরাইয়া দিতে পারতেননা !

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৫

প্রামানিক বলেছেন: বাচ্চাদের খাওয়া নাওয়া পর্যন্ত প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল।

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অথচ শেষ পযন্ত সব ছাই করে দিলো দেশের মেরুদন্ডহীন কিছু প্রাণী ।

২| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৭

আবু তালেব শেখ বলেছেন: বাচ্চাদের নিয়েও রাজনিতি শুরু হল নাকি?

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটা ছাড়া আর কি ।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:



আপনার লেখা থেকে তো বুঝার উপায় নেই, কি ঘটেছে? পরীক্ষার রেজাল্ট নিয়ে কি সমস্যা?

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এবার প্লাস আর জিপিএ ফাইভের অবস্থা করুন। নাই বললেই চলে।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:



নাকি নাহিদ সাহেব প্রশ্নফাঁস বন্ধ করে দিয়েছেন?

১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:৫৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :)

৫| ১২ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই জাতীয় পরীক্ষা পৃথিবীর কোন সভ্য দেশ নেই। আমাদের দেশে কেন থাকবে?

১৩ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৪:০০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই ধরনের অমানবিক পরীক্ষা আমাগো দেশ থেকে বন্ধ করা উচিত।

৬| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৬

আটলান্টিক বলেছেন: এটা সোনার বাংলা।এখানে সব সম্ভব।কিছুদিন পরে রাস্তায় হাটার জন্য ফি দিতে হবে

১৩ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৪:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হয়ত হতে পারে অস্বাভাবিক বলে আমাদের কিছু নেই।

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৩

বাকরখানি বলেছেন: আফনের শিক্ষাগত যোগ্যতা কি?

১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি কোনও মতে এক ঘর দুই ঘর পা রেখেছিলাম।আপনার দাদা দাদির কি অবস্থা ? :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.