নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

নারায়ণগঞ্জ শহরই না শুধু ঢাকা সিটি সহ বাংলাদেশের সব শহরে হকার্স থাকবে

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৯


এক দল রাজনৈতিকবিধ চাইছেন নারায়ণগঞ্জ শহরে হকার থাকুক আর অন্যদিকে আরেক দল চাইছেন নারায়নগঞ্জ শহর হকারস মুক্ক।
আর এ নিয়েই বেশ লড়াই হয়েছে গত কালকে । নারায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের মধ্যে সংঘর্ষের ঘটনায় মেয়র সেলিনা হায়াৎ আইভী আহত হয়েছেন। ঘটনা স্থলে আরো শতাধিক মানুষ আহত হয়েছেনও বলে জানা যায়।

আমার ব্যাক্তিগত মতে হকার ভাইয়েরা যদি হকারি করে না খেতে পারেন বা সরকারও যদি চান যে শহরে
কোনও হকার থাকবে না তাহলে আমার প্রশ্ন হকার ভাইয়েরা কি করে খাবে ? আমাদের দেশের সরকারি বেসরকারি কর্ম সংস্থানের যে অবস্থা
তাতে হকাররা কোনও কর্ম স্থানেই সুযোগ পাবেন না। আর যখন তারা হকারিও করতে পারবেন না এবং কোনও চাকুরিও পাবেন না তখন তারা বেকার হয়ে যাবেন।আর আমরা জানি বেকার মানুষ বা বেকারগ্রষ্ঠ লোকদের কাঁধে সব সময় শয়তান বাসা বাঁধে।আর সেই শয়তানের
কুমন্ত্রণায় ওইসব বেকার যুবক হকার ছিলেন যারা তারা বেকার হওয়ার পর এখন শুরু করবেন হয় পকেট মার নয়ত ঠেকবাঁজী ।কেননা তাদেরও খেয়ে পড়ে বাঁচতে হবেতো ।তাছাড়াও তাদের সংসার আছে মা বাবার দেখপাল ও যাদের ছোট ভাই বোন আছে তাদের লেখা পড়ার খরচ যোগাতে হবে এবং শ্ত্রী সন্তান থাকলে তাদের লালন পালনের খরচ।রাস্তার পাশে বসে হকারি না করতে পারলে পকেট মেরে
না হলে ছিঁনতাই করে ওসব রচ যোগার কররতে হববে।তাই আআমার মতে হকারদের শুধু নারায়ণগঞ্জ শহরই না, ঢাকা সিটি সহ বাংলাদেশের সব শহরে হকার্স থাকবে ।তাদেরকে তাদের ভালো এবং আমাদের জান মালের নিরাপদের জন্যই হকারি করতে
দেয়া হোক।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩২

চাঁদগাজী বলেছেন:


হকার্সদের থেকে চাঁদা করে পাচ্ছে, কার পাওয়া উচিত, কে পাচ্ছে না?

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মনে হয় এমনই হবে । হয়ত একজনের ভাগের চাঁদা আরেকজনের ভোগে যাচ্ছে । সেই যাই হোক
চাাঁঁদগাজী ভাই আমি কিন্তু হকারদের পক্ষে।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪১

কুকরা বলেছেন: সহমত +

১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই। হকার ছাড়া ঢাকা হবে ফাকা।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৪

কামরুননাহার কলি বলেছেন: হকার থাকলে হয় এক সমস্যা না থাকলে হয় অন্য সমস্যা। তাই হকারদের এই সমস্যা সমাধান করে তারপর তাদের উচ্ছেদ করা ভালো।

১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হকার ছাড়া ঢাকা মনে হবে ভূতুরে ভূতুরে।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৮

একে৪৭ বলেছেন: চোরদের যদি চুরি না করতে দেন, তারা কি করে খাবে??? আজ চুরি না করতে দিলে কাল ছিনতাই করবে।

চলাচলের রাস্তা দখলে নিয়ে ব্যবসা করার মধ্যে মানবিকতা খোজা বোকামি।
একটা অন্যায় আরেকটা অন্যায়ের জন্ম দেয়।
কোন অন্যায় দিয়ে কোন কিছুর সমাধান খোজা ভুল।

মানুষ আটকে থাকে না।
ফুটপাথ না থাকলে যেমন মানুষ মেইন রোডে নেমে চলাচল করে, তেমনি রাস্তায় হকার বসতে না পারলে তারাও অন্য কোন পথ খুজে নিবে।
(তাদের মধ্যে কেউ চোর ডাকাত হতে পারে, সেটাকে ঠেকানোরও পথ প্রশাসনকেই নিতে হবে, তারাও বিকল্প খুজে নিবে।)

মানবিকতা সবসময়ই দূর্বল। ওটার প্রয়োগ কেবল সত্যিকারের প্রপ‌্যদের জন্যই করা উচিৎ। (যেমন পাগল, ডিজ্যাবলড, রিফিউজিস কিংবা দূর্গত মানুষজন।)
এটার মধ্যমে যেন কেউ ফায়দা লুটতে না পারে।
কি ঘটে আমরা জানি। এও জানি আমার আপনার কথায় কিছু হবে না। তবে যা উচিৎ, তার পক্ষেই তাকা উচিৎ।

১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন।

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৮

আটলান্টিক বলেছেন: ;) ;)

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২২

এম. হাবীব বলেছেন: ব্যাবসা করার যেখানে সুযোগ আছে সে জায়গায় করতে হবে। ফুটপাথ হাঁটার জন্য উন্মুক্ত থাকতে হবে।

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২

ঠ্যঠা মফিজ বলেছেন: হকার থাকলে যেমন ভালো তেমন খারপও।

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৫

মিথী_মারজান বলেছেন: হকার্সদের জন্য নারায়ণগঞ্জে দুইটা হকার্স মার্কেট আছে জানেন নিশ্চয়ই।
তাছাড়া কোন খালি মাঠ বা সুবিধাজনক জায়গায় তাদের পুণ:সংস্হান করা যেতে পারে।
কিন্তু শুধু ফুটপাত বা রাস্তায় কেন???
নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন রাস্তায় জ্যামে পরেছেন কখনো? কখনো খেয়াল করে দেখেছেন হকারদের ফুটপাথ আর রাস্তা দখলের কারণে রাস্তা কতটা সংকীর্ণ হয়ে যায়!
মেয়র আইভি নারায়ণগঞ্জের রাস্তা জ্যামমুক্ত করার যে উদ্যোগ নিয়েছেন সে প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে ফুটপাথ হকারমুক্ত করা ছাড়া সম্ভবনা।

একটা (অবৈধভাবে রাখা) পণ্য রাস্তায় যেটা সহজেই খুঁজে পাই আমরা,সেটা সেখানে না পাওয়ার সামান্য কষ্ট নাকি ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে সময় নষ্ট করাকটা বেশি ক্ষতিকর?
বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর কিছু স্বার্থ ত্যাগ করতেই হয়।

নোংরা রাজনীতি হল এখানে মূল সমস্যা।
আফসোস,সদিচ্ছা থাকা স্বত্বেও আইভির মত মেয়র উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারছেন না।


৯| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: তবে ফুটপাতে হকার না থাকলেই বেশি ভালো।

১০| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৩

সাইন বোর্ড বলেছেন: হকার থাকলে তাদের লাভ যারা ওদের কাছ নিয়মিত চাঁদা পায়....

১১| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হকারদের জন্য মার্কেট বানিয়ে দেয়া হোক। পথ মানুষের চলার জন্য । বাজার বসানোর জন্য নয়। বড় বড় শহরে প্রকৃত হকারদের মার্কেট বানিয়ে দেয়া হোক। ফুটপাতকে চাদাবাজ মুক্ত করা হোক।

১২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যারা সত্যিকারের চোর, ছাচোর, চাদাবাজ তারা কখনোই হকারগিরি করবে না। তারা সহজ আয়ের পথ ছেড়ে কাজ করে খাবে না।

১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হকাররা রাজনৈতিক নেতাদের আয়ের অন্যতম প্রধান উৎস। তো এই হালুয়া রুটির ভাগ নিয়েই আসলে সমস্যা। হকারদের প্রতি সহানুভূতি বা কুম্ভীরাশ্রু বর্ষণ একটা ভালো অভিনয়।

১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৪

নতুন বিচারক বলেছেন: ভালো বিষয় তুলে ধরেছেন।

১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫০

সামিউল ইসলাম বাবু বলেছেন: খারাপ বলেননি

১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ সামিউল ইসলাম ভাই।

১৬| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৭

জিয়া ৬৩৫১ বলেছেন: হকার্সমুক্ত ঢাকা হলে রাজধানী ঢাকা কতটা জ্যাম মূক্ত হবে,কতটা পরিচ্ছন্ন হবে সেটা কখনো ভেবে দেখেছেন?

১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হ্যা আমি ভেবে দেখেছি হকার্সমুক্ত ঢাকা হলে রাজধানী ঢাকার ওলিগলি মেন রাস্তা সহ অনেক বড় মার্কেটগুলো ফাকা ফাকা ও ভূতরে
লাগবে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.