নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

শান্তিতে শুধু দুইবেলা খাবারের জন্য রোহিঙ্গারা বাংলাদেশে থেকে মরতেও চায়

২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৮


রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত যাওয়া নিয়ে মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে চুক্তি হয়।
কিন্ত যে সকল রোহিঙ্গা আমাদের দেশে পালিয়ে এসেছেন তারা কোনও ভাবেই আর ফেরত যেতে চাচ্ছেন না মিয়ানমার।
রোহিঙ্গাদের মতে সেখানে তাদের জান মালের কোনও নিরাপত্তা নাই তাই তারা সেখানে যদি যথেষ্ট নিরাপত্তা ও নাগরিকত্ব এবং তাদের যে ক্ষতি হয়েছে মিয়ানমার সরকার যদি সে ক্ষতিপূরণ দেয় তাহলে রোহিঙ্গারা মিয়ানমার যাবে আর না হলে ফিরবেন না বলে জানিয়ে দিচ্ছে শরণার্থীশিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গারা ।নব্বইয়ের দশকে মিয়ানমারে নির্যাতনের মুখে যখন তখনও বাংলাদেশে পালিয়ে এসেছিলেন অনেক রোহিঙ্গারা।আর ১৯৯২ সালে যখন বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে একটা দ্বিপক্ষীয় চুক্তি হয় তখন ২০০৩ সালে দেশে ফিরে যান
অনেক রোহিঙ্গারা। আর বার্মায় ফেরার কিছুদিন পর থেকেই ওই সকল রোহিঙ্গাদের ওপর শুরু হয় অমানবিক নির্যাতন ।এমনকি পুনর্বাসনের জন্য ফেরত রোহিঙ্গাদের যে টাকা দেয়া হয়েছিল সেই টাকাও কেড়ে নিয়েছিলো বার্মা সেনাবাহিনীরা। এমনও শোনা যায় সে সময় মিলিটারিরা রোহিঙ্গাদের বাড়ি যেয়ে সেখানে নারীদের ওপরে অমানবিক নির্যাতন চালাতো। আর বাধ্যতামূলক কাজ করতে হত মিলিটারিক্যাম্পে ।এসব কথা ভেবেই রোহিঙ্গাদের অনেকে দেশে ফিরতে চান কি চান না এমন প্রশ্নে রীতিমতো আঁতকে উঠছেন।
আর সেজন্যই রোহিঙ্গাদের একটাই কথা ওরা যতোই চুক্তি করুক ওরা আমাদের নির্যাতন করবেই।এখানে অন্তত দুইবেলা খাবার খেয়ে শান্তিতে থাকতে পারি। তাই মরলে আমরা বাংলাদেশেই মরতে চাই।আর ওদেশ মুখি হতে চাইনা।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন বাংলাদেশ, ১০ লাখ নতুন মুখ পেয়েছে!

আপনাকেও অভিনন্দন, বাংগালী জাতি একটি জাতির প্রাণ রক্ষা করেছে, আপনি সেই জাতির একজন।

২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকেও অভিনন্দন চাঁদগাজী ভাই আপনিও সেই জাতি থেকে দূরে নন এবং সেই জাতিকে নিয়ে কিছু ভাবছেন। :)

২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, অনেকদিন কোন কিছুর জন্য অভিনন্দন ইত্যাদি পাইনি; এই সুযোগে (রোহিংগারা থেকে যাবার সুবাদে) আপনার দেয়া অভিনন্দন পেলাম।

আমাদের স্হানীয় ৩/৪ কোটিও রোনিংগাদের মতো, এদেরও কিছু নেই; তার সাথে ১০ লাখ যোগ হলে শেখ হাসিনা, বা মুহিত টেরও পাবে না; টের পেলেও কিছু করবে না।

সরকার অনেক বছর যাবত রিলিফের টাকা পেতে থাকবে; চলেন, সরকারকে সেজন্য অভিনন্দন জানাই!

২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খারাপ কিছু কন নাই ওস্তাদ। ;)

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৫

হাঙ্গামা বলেছেন: এদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে দেয়া হোক।
আশা করি সবাই আওয়ামিলীগকে ভোট দিয়ে আগামীবার জয়যুক্ত করবে।

২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ১০০ তে ১০০ ;)

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮

রাজীব নুর বলেছেন: রোহিংগাঁরা যেতে চায়- জীবনের নিরাপত্তা পেলে তারা হাসি মুখে চলে যেতে রাজী।

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মনে হয়না মনে তারা মিয়ানমার যেতে চাইছে।।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৬

ব্লগ মাস্টার বলেছেন: রোহিঙ্গাদের নিয়ে সকলের ভাবতে হবে।

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জি ভাবতে হবে।

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১১

আটলান্টিক বলেছেন: রোহিঙ্গারা যদি চিরকাল এখানে থেকে যায় তাহলে?

২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালই হবে । কি আর করার আমাদের সকলে ভাগ থেকে কিছু অংশ ছেড়ে দিতে হবে তাদের জন্য ।
কথায় আছে না ভাই দশের লাঠি একের বোঝা।

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৩

দিলের্‌ আড্ডা বলেছেন: রোহিঙ্গাদের তাদের দেশে নিরাপত্তার গ্যারান্টিসহ যত দ্রুত সম্ভব পাঠিয়ে দেয়া উচিত।

২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিন্তু কেউতো গ্যারান্টি দিচ্ছে না।

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২

তারেক ফাহিম বলেছেন: রোহিঙ্গারা থাকতে চাইলে থাকতে পারবে?

২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হু হতে পারে।

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৬

প্রামানিক বলেছেন: তাদের জীবনের নিরাপত্তা না থাকায় তারা যেতে চায় না।

২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এখনো নিশ্চত নিরাপত্তা করতে পারে নাই।

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

জাহিদ হাসান বলেছেন: অবস্থা ভাল না

২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই দেখছি।

১১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৫

পলাতক মুর্গ বলেছেন: নিরাপত্তা সবার আগে, মিয়ানমারের অবশিষ্ট রোহিংগাদেরও বাংলাদেশে নিয়ে আসা হোক। আরাকান নিয়ে মগরা মরুকগে।

২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এখনো নিশ্চত কোনও নিরাপত্তা করতে পারে নাই তারা।

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১২

ইফতেখার ভূইয়া বলেছেন: রোহিঙ্গা ইস্যুতে আমি বরাবরই সরকারের সিদ্ধান্তের বিপক্ষে। এতগুলো মানুষকে আশ্রয় দেয়া মানবিক হলেও তা ভীষণভাবে সামাজিক নিরাপত্তার বিষয়গুলোকে বিঘ্নিত করবে। বর্তমান সময়ে ভূয়া পরিচয় দিয়ে বাংলাদেশের পাসপোর্ট নেয়া, ঘুষ দিয়ে আশ্রয় কেন্দ্র ছেড়ে লোকালয়ে বসবাস, বাংলাদেশীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নাগরিকত্বের পথ বের করা এগুলো সবই সমস্যার নির্দশন। মায়ানমারের অনৈতিক আর বর্বর আচরণের সমুচিত জবাব না দেয় হলে তারা ভবিষ্যতেও এ ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে আর এর মূল্য দিবে বাংলাদেশের মানুষ। আমার ব্যক্তিগত অভিমত, মায়ানমার রোহিঙ্গাদের ফেরত নেবে না। ১০০ জন ফেরত নিলেও কোন ঘটনার জের ধরে ১০০০ জনকে বাংলাদেশে পাঠাবে। বিশ্বপ্রতিনিধি বাংলাদেশের প্রশংসা করলেও এর কোন শান্তিপূর্ণ সমাধানে আশু কোন পদক্ষেপ গ্রহণ করবেনা।

সমাধান একটাই, মায়ানমার রোহিঙ্গাদের না রাখতে চাইলে স্বাধীন আরাকান রাজ্য প্রতিষ্ঠায় বাংলাদেশ কাজ করুক। রোহিঙ্গাদের ভাগ্যের দিক তাদেরই পরিবর্তন করতে হবে। সংগ্রাম করেই তাদের স্থান তাদের নিজের করে নিতে হবে। বাংলাদেশে কোনভাবেই তাদের দীর্ঘদিন রাখা ঠিক হবেনা।

২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ইফতেখার ভাই আপনার মন্তব্যের সাথে আমি সহমত।

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৪:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
বিহারীরাও এদেশ ছেড়ে যেতে চায়না।
৭১ এর পর কিছু বিহারী পাকিস্তান ও ভারতে চলে গিয়েছিল। পরে তারা সবাই ফিরে আসে।

২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ভাই।

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লিখে রাখেন, আগামী ৫০০০ বছরেও তারা বাংলাদেশ ছেড়ে যাবে না। ১৯৯১ সালের গুলোর ই যাবার খবর নাই।

২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন ভাই।

১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৮

কামরুননাহার কলি বলেছেন: এদের কে এই ভাবে যদি রাখা হয় বাংলাদেশে তাহলে তো বাংলাদেশের অবস্তা আরো করুন হবে। এদের কে তো পাঠাতে হবে যে ভাবে ভালো থাকতে পারে সেই ভাবে পাঠানো উচিত । বাংলাদেশে অনেক গরিব আছে তারাই তো খেতে পারেনা ভালো ভাবে।
যদি বলেন বিদেশিরা ওদের খাবার দেয়। হা দেয় তবে কতদিন ১০ বছর ২০ বছর বেশি বললাম। এর পর এদের কে খাওয়াবে। কোথায় পাবে বাংলাদেশ এদের জন্য এতো খাবার এতো জায়গা জমিন। আমি বলি না তাদের মেরে পাঠাবে বা ওদের দেশের সেনাবাহীনিদের হাতে তুলে দিবে নির্যাতন করার জন্য। আমি বলতে চাই এর একটি সমাধান করা উচিত বাংলাদেশ সরকারের।

২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটা মনে হয় সম্ভব হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.