নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

তবে কি ৮ই ফেব্রয়ারির পর দেশ আবার গরম হবে ?

২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১


সঠিক ভাবে এখনো কিছু বলা অসম্ভব।কেননা শক্তিহীন একটা দল বি এন পি রাজনীতির মাঠ বা রাজনীতি অঙ্গন চাঙ্গা করে তুলবে
সেটা স্বপ্নের বিষয়।আমরা আগে পরে দেখেছি যদি বাংলাদেশের রাজনীতি মাঠ গরম করার মত কোনও দল
থেকে থাকে তাহলে সেটা এক মাত্র আওয়ামীলিগ,সে ক্ষমতায় থেকে বা ক্ষমতায় নাই থাকুক । দেশ যদি
গরম করতে হয় তাহলে শুধু তারাই পারবে ।বিএনপির মত ভিতু ঘোড়াডিম নেতা কর্মীরা কখনই পারবে না
দেশ গরম করতে, সে তারা যতই বড় বড় কথা বলুক। এত পারলে তাদের সামনে দিয়ে বহু সুযোগ গেছে
আওয়ামীলিগকে ক্ষমতা ছাড়া করবার।তখনই কিছু করতে পারে নাই আর এখন কি পারবে ?
একটা ঘটনা একটু ভাবলেই আমাদের মাথা অনেক ক্লিয়ার হয়ে ২১শে আগষ্টের বোমা বা গ্রেন্ড যাই বিষ্ফরন
হলো বা হামলা হলো আর সেই দূর্ঘটনায় আওয়ামীলিগের আইভি রহমান সহ অনেক ভালো ভালো নেতা কর্মী নিহত আহত
হয়েছেন,অথচ আল্লাহুর রহমতে তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার শরীরে একটা সুতার দাগও লাগতে দেননি।
আর পাথরও না সিমেন্টের বস্তাও না সামান্য বালু ভর্তি ট্রাক সরিয়ে বেগম খালেদা জিয়াকে বিএনপির নেতা কর্মীরা
রাজপথে নামাতে পারলো না।এই হল বি এন পি দল দরদী।তারাই নাকি আবার ৮ই ফেব্রয়ারি আদালতের
রায় ঘোষনার পরে হাতে কর্ম সূচি নিবেন।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৭

আটলান্টিক বলেছেন: চাঁদগাজী সাহেব কি বলেন?

২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এখনো হয়ত পোস্ট চোখে পরে নাই ।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৮

বিজন রয় বলেছেন: ??

২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আজকে এক পত্রিকায় দেখলাম।

অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। সর্বত্রই আলোচনা হচ্ছে কি হবে বেগম জিয়ার?।৮ ফেব্রুয়ারি রায়ের দিন কর্মসূচি দিতে পারে বিএনপি। আর এ রায়কে সামনে রেখেই শনিবার রাতে স্থয়ী কমিটির বৈঠক ডেকেছেন বেগম জিয়া। হরতাল-গণকারাবরণের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। অরাজকতা প্রতিরোধ মাঠে থাকবে আওয়ামী লীগ। মামলার রায় কি হবে তা জানে আদালত- তবে এনিয়ে পাল্টাপাল্টি বক্তব্য চলছে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মধ্যে। সাজা হলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথের সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন দলের নেতা-কর্মীরা। রাজপথে তাত্ক্ষণিক বড় মাত্রায় প্রতিক্রিয়া দেখানোর পাশাপাশি স্বেচ্ছায় কারাবরণ, হরতাল-অবরোধসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে দলটির মধ্যে চলছে আলোচনা। সাংগঠনিক, নির্বাচনী প্রস্তুতিসহ যাবতীয় কার্যক্রম আপতত বন্ধ রেখে এখন আন্দোলনের প্রস্তুতি চলছে দলটির ভিতরে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বলেন, খালেদা জিয়ার রায় নিয়ে আদালতের কর্মকান্ডে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। খালেদা জিয়ার সাজা হলেও তাদের কিছু করার নেই। এক্ষেত্রে রাজনীতির প্রতিহিংসার কোনো যোগসূত্র নেই । আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। তবে দুর্নীতির মামলায় খালেদা জিয়ার কারাগারে যাওয়ার প্রেক্ষিতে কিংবা আলাদলের মাধ্যমে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনায় আগুন জ্বালালে সেই আগুনে তাদের নিজেদেরই পুড়তে হবে। অতীতেও তারা আগুন জ্বালিয়ে সেই আগুনে তারাই জ্বলেছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে ইতিমধ্যে তৃণমূলে বার্তা পাঠিয়ে বলা হয়েছে, খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে সব ধরনের অরাজকতা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করতে হবে। এ জন্য সারাদেশের মাঠ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দখলে রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। দলীয় সূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে শনিবার ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়কে ঘিরে কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নিরাপত্তা বাহিনীকে আগের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুলনা করা চলবে না। তারা জনগণের বন্ধু, তারা পেশাদার পুলিশ। কাজেই বিশৃঙ্খলা কিংবা ধ্বংসাত্মক কিছু ঘটলে আমাদের নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেবে। বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হলে দলটির রাজনৈতিক হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে। এমনকি সরকারবিরোধী আগাম আন্দোলনেও নামতে পারে দলটি। পাশাপাশি আগামী নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নেও বিএনপি নতুন করে চিন্তা করবে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মরহুম কথা শিল্পী শওকত আলীর পরিবারের সাথে দেখা করার পর সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনো রায়টা পাইনি। আইনগতভাবে নীতিগতভাবে রায় ঘোষণা হওয়ার আগে পর্যন্ত আমরা রায় নিয়ে প্রতিক্রিয়া, সেইভাবে বলতে পারব না।স্বরাষ্ট্র মন্ত্রীর কথা থেকে এটা পরিস্কার বুঝা যায় যে, তারা কী চিন্তা করছেন?’ খালেদা জিয়ার মামলার রায় ‘দ্রুততার সাথে করানো হচ্ছে’ অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘নজিরবিহীন তাড়াহুড়ার মধ্যে দ্রুততার সাথে এই মামলা শেষ করার চেষ্টা হচ্ছে। দেশনেত্রীর আইনজীবীরা পরিস্কার করে বলেছেন যে, জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড।’ কারণ তারা (ক্ষমতাসীন) কর্ণপাত করছেন না। তারা আগামী নির্বাচন করতে চান বিএনপিকে বাদ দিয়ে এবং সেজন্যই তাড়াহুড়া করে বিচার কাজ শেষ করা এবং এ সমস্ত কমেন্ট করা। আমরা এখন পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষণা করিনি। তিনি অভিযোগ করে বলেন, অনেকদিন আগে থেকেই সরকারের লোকজন এই মামলা নিয়ে আগাম বক্তব্য দেওয়া শুরু করেছেন। প্রধানমন্ত্রী বহু আগেই রায় দিয়ে দিয়েছেন। নিশ্চয় মনে আছে অনেক আগেই তিনি বলে দিয়েছিলেন এতিমের টাকার ব্যাপারে।অন্যান্য মন্ত্রীরা বলছেন। শনিবার রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়ার সাজা হলে দেশে আগুন জ্বলবে। বিএনপি খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না। বয়কট করবে। গতকাল এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ৮ ফেব্রুয়ারি নিয়ে যেটা আমরা আশঙ্কা করছি, নেতিবাচক কোন সিদ্ধান্ত সরকার কর্তৃক আদিষ্ট হয়ে যদি আদালত থেকে প্রকাশ পায়, তাহলে গণতন্ত্রবিহীন বর্তমান সরকারের পতনের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, কোন কিছু ঘটবে না, এমন নিশ্চিয়তা আমরা দিতে পারি না! বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত। সেদিন রায় কী হবে সেটা দেশবাসীর কাছে অজানা নয় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।শনিবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খসরু বলেন, সরকার আমাদের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগকে কুক্ষিগত করে ৮ ফেব্রুয়ারির প্রেক্ষাপটটি দেশের সামনে, মানুষের সামনে এনে দাঁড় করিয়েছে। সব চেয়ে দুঃখের বিষয় হচ্ছে, ওইদিন কী রায় হবে সেটা বাংলাদেশের মানুষের কাছে অজানা নয়। বিচারের আগেই রায় কী হবে তা পরিষ্কার হয়ে যাওয়ার বিষয়টি এর আগে আমরা কখনো দেখিনি।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৩

আটলান্টিক বলেছেন: মামা আমি দেশের প্রধানমন্ত্রী হতে চায় :``>>

২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার বিষয়টি ভেবে দেখার অনুরোধ করলাম। B-)

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৫

তারেক_মাহমুদ বলেছেন: বি এন পির পক্ষে মাঠ গরম করা খুবই কঠিন, নেতাকর্মীরা সব গর্তে লুকিয়ে থাকলে কোনদিই আআন্দোলন জমবে না ।

২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার সাথে পুরোপুরি একমত।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


জনতা যদি নিজের ভালো বুঝতেন, জেনারেল জিয়ার মৃত্যুর পর তাঁরা বিএনপিকে উৎখাত করতেন; ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের পরে, জামাত যেভাবে বাতাসে মিশে যাবার কথা ছিল, ১০৮১ সালের ৩০ মে'র পর, বিএনপি বাতাসে মিশে যাওয়ার কথা ছিলো; মানুষ তাদের দায়িত্ব পালন করেননি।

এখন আওয়ামী লীগ বিএনপি'কে পুষে যাবে; দুর্বল প্রতিপক্ষ রেখে রাজনীতির নামে কলোনিয়েল সিষ্টেম চালিয়ে যাবে।

২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চাঁদগাজী ভাই বি এন পি শেষ হয়ে গেলে তখন আবার আওয়ামীলিগরা তারা এই দেশটাকে তাদের বাপদাদার দেশও বানাইয়া ফেলত যেমনটা এখন চলছে।

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৭

সাইন বোর্ড বলেছেন: যে দেশে কোন অাইনের শাসন নেই সেই দেশের বিচার বিভাগের দেওয়া রায় নিয়ে মানুষের কোন অাগ্রহ নেই; রায়টা অলরেডি সবাই জেনে গেছে, কারন এটাই ওদের হাতের শেষ অস্ত্র ।

২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেশের সব কিছু এখন নাটক সিনেমার অভিনয়ের মত চলছে।

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

শামচুল হক বলেছেন: দেখাযাক কি হয়

২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেই অপেক্ষায় আমরাও।

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:

লেখক বলেছেন, " চাঁদগাজী ভাই বি এন পি শেষ হয়ে গেলে তখন আবার আওয়ামীলিগরা তারা এই দেশটাকে তাদের বাপদাদার দেশও বানাইয়া ফেলত যেমনটা এখন চলছে। "

-বাংগালীরা আইয়ুবকে তাড়ায়েছে, আওয়ামী লীগকেও রাখতো না; বিএনপি থাকাতে মানুষ মনে করেছে যে, আমাদের কিছু করার দরকার নেই, বিএনপি পিটায়ে আওয়ামী লীগকে ঠিক রাখবে, আওয়ামী লীগ পিটায়ে বিএনপিকে ঠিক রাখবে।

মাঝখান থেকে বিএনপি ও আওয়ামী লীগ সব সম্পদ ও সুযোগ দখল করে, বাংগালীদের সৌদী ও মালয়েশিয়ায় ক্রীতদাস হিসেবে বিক্রয় করেছে; নিজদেশে পুলিশে নিতেও মানুষ থেকে ঘুষ নিয়েছে!

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনি যা বলেন গুরু।

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ব্যক্তিগ ইস্যু নিয়ে আন্দোলন হয় না। আন্দোলন করতে হয় জনগণের অধিকার নিয়ে। সেটা হতে পারে মৌলিক অধিকার। কিন্তু বাংলাদেশে এধরনের আন্দোলন হয় না। তাই আম জনতার এই সব গরমে আর আগ্রহ নেই্

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমজনতা এই সব ইসুকে আগ্রহ না দিলেও ক্ষয়ক্ষতি কিন্তু আম জনতারই হয়।

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হুমকি তে আওয়ামী লীগ ভয় পায় না কোনদিন।
আদালতের রায় মেনে নিতেই হবে .....

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এখন আদালত হলো সব নাটকের মঞ্চ।

১১| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৪

আল ইফরান বলেছেন: শেখ হাসিনার পলিটিক্যাল গেইমের সামনে খালেদা ফেইল করছেন অথবা করে ফেলেছেন এইটা অবভিয়াস।

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৩

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: সেদিনে অপক্ষায় রইলাম...
তবে জনগন আজ বিতশ্রদ্ধ।তারা আজ মুক্তি চায়...

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মুক্তি মিলবে কি কোনদিন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.