নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

একজন বিবাহিত পুরুষ কাছে তা স্ত্রী আগে না তার মা বাবা আগে ?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৩


আমরা অনেকেই মনে করি একজন মেয়ে বাবা মা ভাই
বোন ছেড়ে চেনা নাই জানা নাই বিয়ের পর স্বামীর
হাত ধরে যেহেতু নিজের বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি চলে যায়
সেহেতু স্বামীর কাছে মা বাবা আগে স্ত্রীর অধিকার আগে বা
স্ত্রীর হক বেশি।সেই সকল ভাই বোনদের বলছি আপনার
স্ত্রীর ওইটুকো ত্যাগের জন্য যদি আপনার ওপরে আপনার
মা বাবার চেয়ে আপনার স্ত্রী হক বেশি হয়,তাহলে যে মা
আপনাকে দশ মাস দশদিন গর্ভে ধারণ করল এবং পশ্রব দানের
মত কষ্ট সয়ে ধৈর্য্য ধারণ করে বহু কষ্টের মধ্যে আপনাকে পৃথিবীর
আলো দেখাল,দের থেকে দুই বছর এমন কি এর চেয়ে বেশিদিনও
হতে পারে আপনার মা আপনাকে তার বুকের দুধ পান করালো ।
সেই সবের কি কোনও ত্যাগই না সেগুলোর কি কোনও মূল্যই নেই।

পৃথিবীতে সব থেকে সহজ কাজ হল মা বাবাকে খুশি করা।
কোনও সংসারে মা বাবার সাথে যদি কোনও সন্তান কোনও
প্রকার অন্যায় বা অপরাধ করে তাহলে হয়ত প্রথমে মা বাবা
রাগ হন কিন্তু সন্তান যখন দূরে সরে যায় তখন মা বাবাই ছেলের
জন্য পথ চেয়ে বসে থাকে । একজন সন্তান যখন বিদেশ ভ্রমন করে
বাড়ি ফিরেন তখন মা বাবা সন্তানের শরীর সাস্থ্যের দিকে আগে নজর দেন।
আর একজন স্বামী যখন বিদেশ ভ্রমন করে বাড়ি ফিরেন স্ত্রীর কাছে স্ত্রী তখন
তার স্বামীর কাছে আগে দেখেন স্বামী তার জন্য বিদেশ থেকে কি সামগ্রী আনছে।
এখানেই বোঝা যায় যে সন্তানের জন্য মা বাবার কতটা মমতা আর একজন স্ত্রীরও
তার স্বামীর প্রতি কতটা ভালোবাসা।

কুরআনেও যে কোন সন্তানকে তাদের পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দেয়া হয়েছে।
হাদীসে নবী মুহাম্মদ (সাঃ) বলেছেন মাতার পদতলে সন্তানের বেহেশত ।


সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে উল্লেখ আছে স্ববংশবৃদ্ধিকামঃ পুত্রমেকমাসাদ্য..”। আবার সন্তান লাভের পর নারী তার রমণীমূর্তি পরিত্যাগ করে মহীয়সী মাতৃরূপে সংসারের অধ্যক্ষতা করবেন। তাই মনু সন্তান প্রসবিনী মাকে গৃহলক্ষ্মী সম্মানে অভিহিত করেছেন। তিনি মাতৃ গৌরবের কথা বিশ্ববাসীকে জানিয়েছেন এভাবে উপাধ্যায়ান দশাচার্য্য আচায্যাণাং শতং পিতা। সহস্রন্তু পিতৃন্মাতা গৌরবেণাতিরিচ্যতে” (মনু,২/১৪৫) অর্থাৎ “দশজন উপাধ্যায় (ব্রাহ্মণ) অপেক্ষা একজন আচার্য্যরে গৌরব অধিক, একশত আচার্য্যরে গৌরব অপেক্ষা পিতার গৌরব অধিকতর; সর্বোপরি, সহস্য পিতা অপেক্ষা মাতা সম্মানার্হ।”

মা হচ্ছেন একজন পূর্ণাঙ্গ নারী, যিনি গর্ভধারণ, সন্তানের জন্ম এরপর সন্তানকে বড় করে তোলেন ।
প্রকৃতিভাবে একজন নারী বা মহিলাই সন্তানকে জন্ম দেয়ার অধিকারীনি। গর্ভধারণের ন্যায় জটিল এবং মায়ের সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অবস্থানে থেকে এ সংজ্ঞাটি বিশ্বজনীন গৃহীত হয়েছে।

মায়ের বিপরীত লিঙ্গ পুরুষ হচ্ছেন বাবা।পিতা হলেন একজন সন্তানের পুরুষ অভিভাবক। তিনি ছেলে কিং বা মেয়ে উভয় সন্তানের পুরুষ জন্মদাতা।আমরা অনেকেই আছি যে আমাদের বাবা মায়েদের বেশি বয়স হলেই সেই বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি।যা কোনও বাবা মায়েরাই তার সন্তানের কাছে কাম্য নয়।মহান স্রষ্টা আল্লাহ পাক রাব্বুল আলামিন সন্তানের কাছে তার বাবা মায়ের মর্যাদা অনেকে উপরে দিয়েছেন।যে বাবা-মায়ের কারণে আমরা সন্তানেরা পৃথিবীতে ভূমিষ্ট হই আর সেই বাবা মাকে আমরা যারা বৃদ্ধাশ্রমে রেখে আসি, আমার মনে হয় আমরা তারা আর যাই হই না কেন অন্তত মানুষ না।

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৭

সোহানী বলেছেন: হাসু মামা এমন একটি বিষয় নিয়ে তুলনা করেছেন যা কোনভাবেই তুলনাযোগ্য না। মা-বাবার স্থান মা-বাবার জায়গায় আর স্ত্রীর স্থান স্ত্রীর জায়গায়। এখানে তুলনা বা আগে পরের স্থান কোথায়?

যারা এ দুই সম্পর্ককে গুলিয়ে ফেলে তাদেরকে অামি সন্তান ও বলবো না বা একজন স্বামী ও বলবো না। সে সবদিকে একজন ব্যার্থ মানুষ।

ধন্যবাদ, আশা করি বোঝাতে পেরেছি।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওহ! আপু আপনি হয়ত আমাকে ভুল বুঝছেন ।আমি আপনার মতই বোঝাতে চেয়েছি ।
মনে করুন,আজ আপনি স্ত্রী কালকে হবেন মা,অর্থাৎ ঘুরে ফিরে আপনারাই স্ত্রী আবার
আপনারাই মা। :)

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৪

নূর-ই-হাফসা বলেছেন: স্ত্রী আর মা বাবা কখনো তুলনার জিনিস না ।
একজন ছেলের তখনই বিয়ে করা উচিত যখন সে দুই দিক সমান ভাবে সামলাতে পারবে । আর না পারলে চিরকুমার থাকা ভালো ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার পক্ষে সামাল দেয়া সম্ভব না তাই ভাবছি চিরকুমার থাকমু B-)

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৬

রোকসানা লেইস বলেছেন: দুজন সুন্দর করে বলে দিয়েছেন। আবারও বলছি বিষয়টি তুলনার নয়।
এবং মা বাবার চেয়ে স্ত্রী অনেক কাছের হবে একজন পূর্ণ বয়স্ক যুবকের। সেটাই হওয়া উচিত। তবে সংসারে মাবাবার প্রতি দায়িত্ব পালনের জন্য যা করা প্রয়োজন তিনি করবেন তার স্ত্রীও করবেন।
ধর্ম টেনে এনে বিভেদ লাগানোর কোন কারন নেই। এটা সম্পূর্ণ দুজনের বোঝাপরার মাধ্যমে হবে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো কইছেন আপা। :)

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


ইউনিভার্সেল বিষয়ের উপর লিখেছেন, লেখায় নতুন ভাবনার কিছু দেননি

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাই মন্তব্যকারীরা তাদের নতুন ভাবনা যোগ করেছেন।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৪০

রুফাইদা তারান্নুম বলেছেন: যদ্দূর মনে হচ্ছে, আপনি আসলে স্ত্রীর মারণে মা'কে অবহেলা না করার বিষয়টি বুঝাতে চেয়েছেন। তাই বলে স্ত্রীকে এড়িয়ে যেতে বলতে চান নি।
কিন্তু শিরোনাম আর লেখার ধাঁচে মা'কে স্ত্রীর উপর প্রাধান্য দেয়ার বিষয়টি ফুটে উঠে। কিন্তু দুইজনের প্রতিজনই নিজ নিজ ক্ষেত্রে ন্যায্য অধিকারের হক্বদার।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪১

দূর আকাশের নীল তারা বলেছেন: ইসলামে একদিকে যেমন বলা হয়েছে, "মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত", তেমনি আরেকদিকে বলা হয়েছে, "সে-ই পুরুষই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম"। অর্থাৎ মায়ের সাথেও কারাপ ব্যবহার করা যাবে না, আবার মায়ের জন্য স্ত্রীর সাথেও খারাপ ব্যবহার করা যাবে না। পুরুষের দুটি দায়িত্বই পালন করতে হবে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৬

করুণাধারা বলেছেন: সোহানী বলেছেন, বলেছেন: হাসু মামা এমন একটি বিষয় নিয়ে তুলনা করেছেন যা কোনভাবেই তুলনাযোগ্য না। মা-বাবার স্থান মা-বাবার জায়গায় আর স্ত্রীর স্থান স্ত্রীর জায়গায়। এখানে তুলনা বা আগে পরের স্থান কোথায়?

যারা এ দুই সম্পর্ককে গুলিয়ে ফেলে তাদেরকে অামি সন্তান ও বলবো না বা একজন স্বামী ও বলবো না। সে সবদিকে একজন ব্যার্থ মানুষ।
একেবারে আমার কথাই বলে দিয়েছেন। আরেকটু বলি, অনেক স্বামীই ধর্মের আর কিছু মানুন আর না মানুন, মায়ের পায়ের নীচে বেহেশত এই কথাটা খুব মানেন ফলে মা বউয়ের উপরে নাখোশ হলে তিনিও নাখোশ হন, বউয়ের সাথে দুর্ব্যবহার করেন- একবারো ভাবেন না যে এই বউও কারো মা, মায়ের অপমানে তার নিজের সন্তানরাও কষ্ট পায়।

শাশুড়ি- বধূ কনফ্লিক্ট আমাদের সমাজের হরদম দেখা যায়, জীবনজুড়ে অনেক দেখেছি। কিন্তু আমি আমার পরিচিতের মধ্যে কোন মাকে বউয়ের অত্যাচারে বৃদ্ধাশ্রমে যেতে দেখিনি কিন্তু অনেক বউকে দেখেছি শাশুড়ির কারণে তালাকপ্রাপ্ত হতে।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৩

উম্মু আবদুল্লাহ বলেছেন: পৃথিবীর সবচেয়ে সহজ কাজ বাবা মাকে খুশী করা - এটা সত্য নাও হতে পারে। মানুষ এমনিতে নিজের সন্তানদের সবচেয়ে বেশী ভালবাসে। সন্তানের কাছে বাবা মায়ের প্রত্যাশা অনেক সময় অনেক বেশী হয়ে থাকে। এইটা অনেক সময় সন্তানের উপর অস্বাভাবিক চাপ ফেলতে পারে।

একজন মানুষের উচিত স্ত্রীকে তার জীবন সংগিনী করে নেয়া। এই সার্ভিস অন্য কেউ দিতে পারবেন না। সেদিক থেকে বিবেচনা করলে স্ত্রীর সাথে তুলনীয় কেউ নেই।



৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৪

বিজন রয় বলেছেন: অবশ্যই মা-বাবা আগে। এটা নিয়ে কোন বিতর্ক নেই।
যে বিতর্ক করে সে অপদার্থ।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২২

কানিজ রিনা বলেছেন: মায়েরা সেখানে মর্যাদাবান যখন বাবা ছেলেকে
বলে আমার মা তোমার মা থেকে উত্তম
ছেলেও বলে আমার মা সবচেয়ে উত্তম।
নারীরা সকল ক্ষেত্রে উত্তম না হলেও মা
হিসাবে উত্তম।
তথাপি আল্লাহ্ নারীদেরই এতবড় এক কঠিন
দায়ীত্ব অর্পন করেছেন পরকে আপন করো
অর্থাৎ স্বামীর বাবা মাকে আপন করো।
তাই বলে কোনও হাদীসে বাধ্যতাও রাখেন
নাই স্বামীর বাবা মাকে ব্যাধ্য হয়েই সেবা
যত্ন করতে হবে।
কোনও মেয়ে শশুর বাড়ি গেলে আর নিজের
বাবা মার প্রতি দায় দায়ীত্ব রাখবে না সেটাও
হাদীসে কোরআনে স্পস্ট করে বলা নাই।
ধন্যবাদ।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৪

লেখা পাগলা বলেছেন: বিজন রয় বলেছেন: অবশ্যই মা-বাবা আগে। এটা নিয়ে কোন বিতর্ক নেই।
যে বিতর্ক করে সে অপদার্থ।
:P
আহারে নারীরা পৃথিবীর সর্ব উত্তম টাইটেল পাইছে মা । আর এই টাইটেলটা না পেলে মনে হয়না তাদের
কোন মূল্য থাকতো। =p~
পোস্টে মন্তব্যকারীরা নারীদের মধ্যে মনে হয়না কেউ মা হয়েছে বা হবেন যেন তারা ছাড়া জীবন স্ত্রীই
হয়ে থাকবেন =p~

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :P

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩১

কানিজ রিনা বলেছেন: লেখা পাগলা,আহারে ছেলেরা বাবা উপাধি
পেয়েছে। আসলে বাবাকে প্রথম পরিচয় করায়
মা। এটা তোমার বাবা। শিশুরা প্রথম চিনে
মাকে। তারপর বাবাকে। মা আল্লাহর দেওয়া
উপাধি খুব কঠিন কষ্ট পেয়ে একজন মা
শিশুর আলোর মুখ দেখান। এত কষ্ট সাধনা
শুধু সন্তানের জন্য মাই পারে পুরুষ নয়।
মায়ের পায়ের নীচে সন্তানের বেহেস্ত।
উল্লেখ্য নারী পুরুষ উভয় তাদের মায়ের পায়ের
নীচে বেহেস্ত। তারপর বাবা নিশ্চয় বাবার
মর্যাদাও অনেক উপরে বাবার ঘারে দুলতে
দুলতে একটি ছেলে নিজেকে রাজা ভাবে
একটি মেয়ে রাজকন্যা ভাবে। বাবারা সন্তানের
কাছে ব্যক্তিবান তখনই যখন সারাটি জীবন
উৎস্বর্গ শুধু সন্তানের জন্য নিজের সুখ
সাচ্ছন্দ বিসর্জন দিয়েছেন শেষ অবধি।

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০১

উম্মু আবদুল্লাহ বলেছেন: "পোস্টে মন্তব্যকারীরা নারীদের মধ্যে মনে হয়না কেউ মা হয়েছে বা হবেন যেন তারা ছাড়া জীবন স্ত্রীই
হয়ে থাকবেন "

@লেখা পাগলা, দুই সন্তানের মা হয়ে আমি জেনে বুঝে নিজের চারপাশের অভিজ্ঞতায় মন্তব্য করেছি। স্ত্রীরা জীবনে যদি অসুখী থাকেন তবে তার ফলাফল হয় ভয়াবহ, বিশেষত তার নেতিবাচক ফলাফল পড়ে গিয়ে ছোট সন্তানটির উপরে। প্রাচ্যের শ্বশুর শ্বাশুরীদেরকে আমি স্বার্থপরই বলব, যাদের মানসিকতায় থাকে ছেলেকে বিয়ের পরেও মুঠোর ভেতরে ভরে রাখা। তার এক ধরনের প্রকাশ হল ছলছূতায় স্ত্রীদের পেছনে লাগা। এরই প্রেক্ষিতে একবার শেখ হাসিনা বলেছিলেন, যেসব শ্বাশুরীরা ছেলে বৌদের খোচায়, তিনি তেমন শ্বাশুরী নন।

হয়তবা পশ্চিমে এর বিপরীত চিত্র দেখা যায়। সেখানকার জীবনযাত্রায় অভ্যস্ত মানুষ শ্বশুর শ্বাশুরীর এই বাড়াবাড়ি দেখতে পায় না। বরং দেখতে পায় বৃদ্ধ বৃদ্ধাদের অসহায়ত্ব। যা মানুষের হৃদয়ে গিয়ে কুঠারাঘাত করে। এর সাথে কোন কিছুর তুলনা হয় না। বৃদ্ধ বৃদ্ধাদের এই অসহায়ত্ব যেন সমস্ত অমানবিকতার চেয়ে বড় অমানবিকতা।

আজকের নারীরা যারা এই পোস্টে স্ত্রীদের পক্ষ নিয়েছেন, তারা যেন শ্বাশুরী হলেও নিজেদের মানসিকতা না বদলান।

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মা বাবার সাথে দুনিয়ার কাউকে তুলনা করাটা আমার মতে বোকামি ছাড়া আর কিছুই নয়।

স্ত্রী'ও ফেলনার কিছু নয়।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক কইছেন ভাই।

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৪৭

নাইম রাজ বলেছেন: মা আর বাবা আগে একটা স্ত্রী চলে গেলে আরেকটা বিয়ে করলে স্ত্রী কিন্ত মা বা একবার হারালে আর পাওয়া যায়না। :|

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুন কথা বলছেন ভাই।

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১২

হাঙ্গামা বলেছেন: আগে বৌ। :D

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:০৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: =p~ ঠিক কইছেন নাকি আপনেও ওয়াইফগো দলের ।

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৯

নাহিদ০৯ বলেছেন: ইসলামে কি বলা আছে সেটা শুনে শুনে বা আংশিক পড়ে লিখার মধ্যে তুলে ধরবেন না। ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে ভালো মতো পড়ে তারপর মন্তব্য করবেন। সেখানে পূর্নাঙ্গভাবেই এই বিষেয়ে বর্ননা করা আছে, কোন এক সিঙ্গেল লাইন তুলে শুধু বিতর্কই করা যাবে। আর কিছু না।

এরকম নিজের মনের বানানো কথার মধ্যে ধর্মের কোন একটা বাক্য টেনে বিষয়টাকে গোলমেলে করা কখনোই উচিৎ না।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: =p~

১৮| ৩১ শে মে, ২০২২ রাত ৯:৫৬

Sharu বলেছেন: নাইম রাজ বলেছেন মা-বাবাকে কারণ বউ গেলে বউ পাওয়া যাবে কিন্তু মা বাবা গেলে আর মা বাবা পাওয়া যাবে না। কথাটা ১০০% সত্যি।
আজকে যদি আপনার বাবা এই কথাটা চিন্তা করত তাহলে সম্ভবত আপনার জন্ম হতো না কিংবা আপনি সৎ মায়ের কাছে লালিত-পালিত হতেন অথবা আপনার মা আর আপনি অন্য কোন জায়গায় থাকতেন।
আপনি চাইলে প্রত্যেক ঘরে ঘরে আপনার বউ পাবেন কিন্তু মনে রাখবেন আপনার সন্তান এরা কিন্তু তাদের মা পাবে না।তাই যা করার সন্তান হওয়ার আগে করে ফেলবেন। কিংবা যদি সন্দেহ থাকে যেকোনো মুহূর্তে বউ ছেড়ে আরেকটা বিয়ে করতে পারেন তাহলে আমার মতে সন্তান না নেওয়ায় উত্তম বেহুদা বেছারা বাচ্চাগুলোকে মা হারা করার কোন মানে হয় না।

১৯| ৩১ শে মে, ২০২২ রাত ১০:০৫

Sharu বলেছেন: মা বাবা হল মা-বাবার জায়গায় আর স্ত্রী হলো স্ত্রীর জায়গায়। মা-বাবার কষ্ট আর ত্যাগ এর সাথে অন্য কারো তুলনা হয়না। আবার স্ত্রী ও তার সারাটা জীবন স্বামীর সংসার এর জন্য খাটে।
যদি তুলনা করতে হয় তবে হিসেব অনুসারে স্ত্রী আগে আসে তার কারণ একজন নারী তখনই মা হতে পারে যখন সে অন্য কারো স্ত্রী হয়।এবার সমাজে সবাই যদি চিন্তা করে বউ প্রত্যেক ঘরে ঘরে পাওয়া যায় তাহলে সম্ভবত কোনো সন্তানই ঠিকঠাকমতো তার বাবা-মা পাবেনা। একটা ছেলে চাইলেই তার বউ হাজারটা পেতে পারে কিন্তু তার সন্তানেরা তার মা কিন্তু হাজারটা পাবেনা। বাবার কাছে দাদি হলো শ্রেষ্ঠ মা আর সন্তানের কাছে বাবার স্ত্রী হলো শ্রেষ্ঠ মা। দুনিয়ার সর্বপ্রথম সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক।আদম আঃ কে আল্লাহ পাক তৈরি করে জান্নাতে রেখেছিলেন। তবুও আদম আঃ এর হাওয়া আঃ কে লেগেছিল। একটা পুরুষ কি দুনিয়াতে জান্নাতের চেয়েও বেশি সুখ পায় নাকি।।।
ইসলামে প্রত্যেকে হক সুনির্দিষ্টভাবে উল্লেখ করা রয়েছে এবং আমাদের সেগুলো যথাযথভাবে পালন করতে হবে।কারো জন্য কারো হক নষ্ট করার কোনো অধিকার আমাদের নেই। আল্লাহ আমাদের সবার হক যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।।।।

২০| ০১ লা জুন, ২০২২ সকাল ১১:২১

নতুন বলেছেন: কয়েকটা বিষয় আমলে এনেছেন কি?

স্ত্রী কি আপনার বাবা মায়ের সেবা করতে বাধ্য?
স্ত্রী যদি আপনার বাবা মায়ের সাথে একসাথে থাকতে না চায় তবে সে কি ধর্মীয় কোন অন্যায় করছেন?
স্ত্রীকে আলাদা বাসায় থাকার উপরে ধর্মীয় র্নিদেশ কি?

২১| ০১ লা জুন, ২০২২ সকাল ১১:৩২

নতুন বলেছেন: আমরা অনেকেই আছি যে আমাদের বাবা মায়েদের বেশি বয়স হলেই সেই বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি।যা কোনও বাবা মায়েরাই তার সন্তানের কাছে কাম্য নয়।মহান স্রষ্টা আল্লাহ পাক রাব্বুল আলামিন সন্তানের কাছে তার বাবা মায়ের মর্যাদা অনেকে উপরে দিয়েছেন।যে বাবা-মায়ের কারণে আমরা সন্তানেরা পৃথিবীতে ভূমিষ্ট হই আর সেই বাবা মাকে আমরা যারা বৃদ্ধাশ্রমে রেখে আসি, আমার মনে হয় আমরা তারা আর যাই হই না কেন অন্তত মানুষ না।

আমাদের দেশে কতজন মানুষ তাদের বাবা মা কে বৃদ্ধা আশ্রমে রেখে আসে?
দেশের জেলাতে কতগুলি বৃদ্ধাআশ্রম আছে? তাতে কতজন মানুষ আছে বর্তমানে?

আমাদের দেশে বৃদ্ধাআশ্রম আছে কিন্তু সমাজে এখনো বাবা মাকে বৃদ্ধাআশ্রমে রেখে আসার প্রবনতা তৌরি হয় নাই। এই % খুবই নগন্যই হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.