নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়াকে নির্বাচন থেকে দুরে রাখতেই এই মামলায় একটা সাজানো রায় কালকে দেয়া হবে

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৫


চারদিকের গুনজন আর মিডিয়া পোটাল নিউজগুলো দেখে যতটুকো বোঝা যাচ্ফাছে তাতে মনে হচ্ছে কালকেই
খালেদাজিয়ার বিরুদ্ধে চুরান্ত ফাইনাল রায় ঘোষনা হবে।আর এ ফাইনাল রায় মানেই বেগম জিয়াকে সাজা দেয়া
আর সাজা মানেই সোজা জেল হাজত ।কালকে খালেদা জিয়ার সাজা হয়ত দীর্ঘ মেয়াদি জেল বা সল্প মেয়াদিও হতে পারে।
আর এই সাজাকে ঘিরে যাতে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় তাই রাজধানী ঢাকাসহ সারাদেশে বিজিবি মোতায়েন
করা হয়েছে।তবে আসল কথা হল সত্যয় কি তিনি অপরাধি কি না সে একমাত্র আল্লাহু আর খালেদা জিয়াই জানেন ।
তবে কয়েকটা মিডিয়া পোটাল পত্রিকায় তার যে ভাষ্য দেখলামঃ
জিয়া এতিমখানার তহবিল কোনো দুর্নীতি হয়নি দাবি করে এই মামলায় ন্যায়বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, আদালত রায় দেয়ার বহু আগেই শাসক মহল চিৎকার করে বলে বেড়াচ্ছে, আমার জেল হবে। যেন বিচারক নয়, শাসক মহলই রায় ঠিক করছে। আদালত চাপ উপেক্ষা করে রায় দিতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান আমি। তবে যে কোনো পরিস্থিতির জন্য আমি প্রস্তত। জেল বা সাজার ভয় দেখিয়ে কাজ হবে না। আমি মাথা নত করব না।
বুধবার বিকেল পাঁচটায় রাজধানীর গুলশানের তার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া এসব কথা বলেন।সাবেক এই প্রধানমন্ত্রী নিজেকে নির্দোষ দাবি করে বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে কুয়েতের তত্কালীন আমীরের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিলো। তার নামকে স্মরণীয় করে রাখার জন্য কুয়েতের আমীর যে অনুদান প্রদান করেন তা তত্কালীন পররাষ্ট্রমন্ত্রী কর্ণেল মোস্তাফিজুর রহমানের উদ্যোগে নিয়ে আসা, সেই অর্থের বিলিবণ্টন, তহবিল পরিচালনা অর্থাৎ জিয়া অরফানেজের সঙ্গে আমি কখনো কোনোভাবেই জড়িত ছিলাম না। এছাড়া এই অর্থ সরকারি অর্থ নয় এবং ট্রাস্টটিও প্রাইভেট ট্রাস্ট। ভুয়া কাগজপত্র তৈরি করে এ মিথ্যা মামলায় আমাকে জড়িত করা হয়েছে। আমার আইনজীবীরা আদালতে তা প্রমাণ করেছেন। সব চেয়ে বড় কথা হচ্ছে, জিয়া অরফানেজের একটি টাকাও তছরুপ হয়নি। সমস্ত টাকা প্রতিষ্ঠানের নামেই ব্যাংকে জমা আছে। এখন সুদাসলে সেই টাকা বেড়ে প্রায় তিনগুণ হয়েছে। এ মিথ্যা মামলায় ন্যায়বিচার হলে আমার কিছুই হবে না। ইনশাআল্লাহ্ আমি বেকসুর খালাস পাব।বেগম জিয়া আরো বলেন, আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি। কোনো দুর্নীতি আমি করিনি। ন্যায়বিচার হলে আমার কিছু হবে না, আমি বেকসুর খালাস পাব। আর যদি শাসক মহলকে তুষ্ট করার জন্য অন্য কোনো রায় হয়, তাহলে তা কলঙ্কের প্রতীক হয়ে থাকবে।খালেদা জিয়ার সন্দেহ, তাকে নির্বাচন থেকে বাইরে রাখতেই এই মামলায় সাজানো রায় দেয়া হচ্ছে। তিনি দাবি করেন, তাকে রাজনীতি এবং নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে আদালতকে ব্যবহার করা হচ্ছে।


মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:



জাতির সামনে দেয়া ভাষনে, তিনি বলেননি ২২ বছর পরেও এতিমখানা নেই কেন, কোন ব্যাখ্যাও দেননি ? বা এই ব্যাপারে উনি কিভাবে নির্দোষ; অথবা এতিমখানা নিয়ে উনার কি প্ল্যান, সেটাও জানাননি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হয়ত রাজনীতির কাজের চাপে সেটা করা সম্ভব হয়নি।তাই তিনি এতিমখানাটি তৈরি করতে পারেননি।হয়ত
আগামিতে করে দিবেন। :)

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৮

আবু তালেব শেখ বলেছেন: দেখা যাক কি রায় হয়

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মনে হয় জেলই হবে।মোল্লার দৌড় মসজিদ পযন্তই । :)

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৫

সোহানী বলেছেন: এই আর নতুন কি!!!!!!!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন আপা তবে দিন দিন মাত্রাটা বেড়ে যাচ্ছে।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৯

বনসাই বলেছেন: বাংলা প্রবাদ মনে পড়লো হঠাতই (মোবাইলে 'খন্ড ত' লিখতে পারছি না)।
চোরের মা'র বড় গলা।
টাকা কেন এতো বছরে কেবল ৩গুণ হলো? ব্যয় করা হলো না কেন?
ট্রাস্টের অর্থ তসরুফ করা দোষনীয় নয়- এটা তিনি কেন মনে করেন?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :)

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২১

নিরাপদ দেশ চাই বলেছেন: বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল দেশের ক্ষতি ছাড়া ভাল কোন কিছু করে নাই। এদের কঠোরতম শাস্তি চাই।এদের জন্য মায়াকান্না করা মানে অন্যায়কে প্রশ্রয় দেয়া।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিকি বলেছেন তাই আমরা কোনও অন্যায়কে প্রশ্রয় দিতে চাই না।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৪

জাহিদ হাসান বলেছেন: এটা নিশ্চিত করে বলছেন কি করে? এভাবে বলা ঠিক হচ্ছে কি?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাই আমি বলি নাই লোকে বোলেছে। ;)

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৫

জাহিদ হাসান বলেছেন: খালেদা জিয়া দোষী হলে সাজা হোক, না হলে তিনি মামলা থেকে মুক্তি পান- এটাই চাই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হয়েছে।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বিলুপ্তপ্রায় বিএনপির নখদন্তহীন নেত্রী খালেদাকে জেলে ঢুকিয়ে বাঘিনীতে পরিণত করার ভুল করছে না তো আওয়ামীগোষ্ঠী ?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হলে ভালই হবে।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫০

রাজীব নুর বলেছেন: জয় বাংলা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জয় বঙ্গবন্ধু
জয় বঙ্গবন্ধুর কণ্যা।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২০

বিপরীত বাক বলেছেন: এই মাগীটাকে জেলে রাখলেও কম শাস্তি হয়ে যায়। ঘটির বাচ্চা ঘটি টাকে জেলের মাটিতে জ্যান্ত পুঁতে ফেলা দরকার। আর অর বেজন্মা পোলাটাকে ( যে পোলার জন্য দেশ-দল-জাতি ধ্বংস করেছে এই ঘটি মাগী টা) সেই চোট্টা তারেক ঘইট্টাকে ড্রেনের পানিতে চুবায় মারা দরকার।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এইভাবে বইলেননা দেশের সব দলই এখন মাগী বেশ্যা আছে এমন কি দুই একটা করে বেজন্মাও পয়দা করছে তারা :)

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০২

রাফা বলেছেন: এতিমখানা কি লন্ডন না মালেশিয়া?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পৃথিবীর যে কোনও স্থানেই হতে পারে।

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩২

উম্মু আবদুল্লাহ বলেছেন: বিভিন্ন লেখা পড়ে আমার কাছেও মামলাটি দুর্বল মনে হল।

মানুষজনের লেখা পড়ে যা বুঝলাম জিয়া এতিমখানার কোন খবর নেই। এটা তো আর দুর্নীতি নয়। বাংলাদেশে যে কোন স্থাপনা হতে যুগের পর যুগ লেগে যায়। ব্যাংক থেকে কোন টাকা পাচার হয় নি - খালেদার এই দাবী যদি সত্য হয়ে থাকে তবে ট্রাস্টের বিষয়ে দুর্নীতি হয়েছে এটা বলা যাবে না।

এর আগে এরশাদের বাসা থেকে প্রায় পাচ কোটি টাকা পাওয়া গিয়েছিল। সম্ভবত ৭৫ এর হত্যাকান্ডের পরে ৩২ নম্বরের বাসা থেকেও এরকম অংকের টাকা পাওয়া গিয়েছিল (জানিনা বিভিন্ন সূত্রের এই তথ্য সত্য কিনা কারন এক্ষেত্রে এরশাদের মত মামলা হয় নি; এটা শুধু শত্রুপক্ষের দাবী)। তার প্রেক্ষিতে বিচার করলে খালেদা জিয়ার এই মামলা তেমন পোক্ত নয়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মাত্র পাঁচ বছর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.