নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

আমার সন্তানের গায়ে একটু আঘাত লাগার আগেই যেন আমার কলিজা ছিড়ে যায়

০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৪


আজ কাল কি হচ্ছে মানুষের কে জানে সামান্য রাজনীতির জন্য নিজের সন্তানকেও নাকি হত্যা করতে দ্বিধাবোধ
করছে না। প্রথমে শুনলাম হবিগঞ্জের বিউটিকে ধর্ষণ করে হত্যা করছেন বাবুল নামের কোনও এক ব্যক্তি,এখন
আবার ঘটনা মোর নিচ্ছে অন্য দিকে, বিউটিকে নাকি খুন করেছেন বিউটির বাবা নিজেই আর ধর্ষণ নাকি করেছেন
ওই বাবুল নামের ব্যক্তিটি। হত্যার ঘটনায় যে তার বাবা জড়িত সে কথা পুলিশ জানিয়েছে,আর বিউটির বাবায় একথা
পুলিশের কাছে স্বীকার করছে । অন্যদিকে বিউটিকে অপহরণ এবং ধর্ষণ এ দুটোর কথাই স্বীকার করে জবানবন্দি
দিয়েছেন বাবুল মিয়া।বিউটির বাবা ইউপি সদস্য কলমচান বিবি ও তাঁর ছেলে বাবুল মিয়াকে নাকি ফাঁসানোর জন্য
নিজ মেয়ে বিউটিকে হত্যা করেছেন। অন্যদিকে গ্রেপ্তার বাবুল মিয়া বিউটিকে অপহরণ ও ধর্ষণের কথা স্বীকার করে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৌহিদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আমার মাথায় কিছু ডুকছে না ভাই সাধারন
ক্ষমতার লোভে মানুষ যে লেভেলে চলে যাচ্ছে ভাবলেই শরীরের পশম দাঁড়িয়ে যায় ।

মাঝে আমার মেয়ে দুটোকে একটু দমক দামকি দিলে পরে নিজেই কাঁদি কেননা ওরা আমার সন্তান আর আমি ওদের বাবা।
আমার এসব মেয়েদের দমক দামকি দিয়ে কান্নাকান্নি দেখে মেয়েদের মা মানে আমার শ্ত্রী অনেক সময় অনেক কথা বলে বা
রসিকতা করে আমায় বোঝানোর চেষ্টা করেন যে বাচ্চাদের মাঝে মধ্যে শাসন করতে হয় বা করাটা কোন দোষের কিছু নয়।
আমার কথা হলো আমি একটু দমক দামকি দিলেই আমার কষ্ট লাগে আর গায়ে হাত মানে চর মারা আমার পক্ষে কখনই
সম্ভব না।এক কথায় আমার সন্তানের গায়ে একটু আঘাত লাগার আগেই যেন আমার কলিজা ছিড়ে যায়।আর মানুষ নাকি
রাজনীতির ছোটখাটো ক্ষমতার লোভে নিজের মেয়েকে হত্যা করছে।

ঘটনা যা ঘটেছে বিউটির সাথে
বিধান ত্রিপুরা বলেন, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নবগঠিত ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্যপদে নির্বাচন করেন কলমচান বিবি ও একই গ্রামের ময়না মিয়ার স্ত্রী আছমা বেগম। নির্বাচনে কলমচান বিবি জয়ী হন। কিন্তু নির্বাচন ঘিরে কলমচান বিবি ও আছমা বেগমের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আছমার স্বামী ময়না মিয়া নির্বাচনের আগ থেকেই কলমচান বিবিকে নির্বাচন না করার অনুরোধ করে আসছিলেন। কিন্তু তা শোনেননি কলমচান বিবি। ময়না মিয়া ব্রাহ্মণডোরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২১ জানুয়ারি বিউটিকে অপহরণ ও দুই সপ্তাহ আটকে রেখে ধর্ষণ করেন কলমচান বিবির ছেলে বাবুল মিয়া। এ নিয়ে গ্রামে সালিসি বৈঠক হয়। কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি। পরে ময়না মিয়া বিউটির বাবা সায়েদ আলীকে বোঝান যে বিউটি নষ্ট হয়ে গেছেন। তাঁকে বাড়িতে রাখলে সায়েদ আলীর অপর দুই মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেওয়া যাবে না। কিন্তু বিউটিকে হত্যা করলে বাবুল ও তাঁর মাকে ফাঁসানো যাবে। এতে বিউটিকে হত্যার প্রস্তাবে রাজি হন তাঁর বাবা। পরে গত ১৬ মার্চ, ময়না মিয়া, সায়েদ আলী ও অপর এক ব্যক্তি বিউটিকে তাঁর নানার বাড়ি থেকে নিয়ে আসেন। লাখাই উপজেলার কোনো একটি স্থানে বিউটিকে হত্যা করা হয় এবং তাঁর লাশ ওই দিন রাতে শায়েস্তাগঞ্জের ছাতাগর্ত হাওরে ফেলে রাখা হয়।

পুলিশ সুপার বিধান ত্রিপুরা বলেন, এ হত্যাকাণ্ডে সায়েদ আলী ও ময়না মিয়া ছাড়াও একজন পেশাদার খুনিকে ১০ হাজার টাকায় ভাড়া করা হয়। বিউটির নানি ফাতেমা বেগম শুক্রবার রাতে আদালতে সাক্ষ্য দেন। তিনি আদালতকে বলেন, সায়েদ আলী, ময়না মিয়া ও অপর এক ব্যক্তি তাঁদের বাড়িতে গিয়ে বিউটিকে নিয়ে আসেন। হত্যাকাণ্ডে ময়না মিয়ার সম্পৃক্ততার কথা জানিয়ে তাঁর স্ত্রী আছমা বেগম শনিবার বিকেলে আদালতে সাক্ষ্য দিয়েছেন।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ব্রাহ্মণডোরা গ্রামের সায়েদ আলীর মেয়ে বিউটি আক্তার গত ২১ জানুয়ারি অপহরণ ও ধর্ষণের শিকার হন। ওই ঘটনায় তাঁর বাবা ৪ মার্চ হবিগঞ্জ আদালতে একটি মামলা করেন। তাতে বাবুল মিয়া (৩৫) ও তাঁর মা কলমচান বিবিকে (৫৫) আসামি করা হয়। পরে ১৭ মার্চ শায়েস্তাগঞ্জ থানার ছাতাগর্ত হাওরে বিউটি আক্তারের লাশ পাওয়া যায়। এ ঘটনায় ১৮ মার্চ বিউটির বাবা বাদী হয়ে বাবুল মিয়া ও তাঁর মাসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ মামলায় কলমচান ও তাঁর ছেলে বাবুলকে গ্রেপ্তার করা হয়।


নিচের বোল্ড করা অংশটুকো আর ছবিটা প্রথম আলো থেকে তুলে ধরা।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৭

আল ইফরান বলেছেন: রিপোর্ট পড়া শেষ করে অনেকক্ষন স্তব্ধ হয়ে গিয়েছিলাম।
একজন মানুষকে এই ক্ষুদ্র জীবনে ঠিক কতটুকু বেদনা নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হল আমাদের অমানবিক ও বর্বরতার শিকার হয়ে।
আল্লাহ এই মেয়েকে সর্বোচ্চ শান্তি প্রদান করুন।

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সব কিছু আল্লাহু মালুম ।

২| ০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কথাগুলো বিশ্বাস হতে চায় না। পুলিশের তদন্তের উপর আমার ভরসা নাই। দেখি ঘটনা কোনদিকে মোড় নেয়?

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আসল ঘটনা বোঝা মুশকিল।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৭

কামরুননাহার কলি বলেছেন: রাজনীতির খেলা তো তাই বিশ্বাস হয় না।

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার কাছেও অবিশ্বাস যোগ্য ঘটনা বলেই মনে হচ্ছে।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৫

আকতার আর হোসাইন বলেছেন: মানুষ কত, কতটা নীচু হতে পারে,, ছি ছি ছি...

এজন্যই তো কিছু কিছু মানুষকে পশুর চেয়েও নিকৃষ্ট বলা হয়।

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পশুও ভালো মানুষের আচারন সীমারকেও ফেল করে দিচ্ছে।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিশ্বাস করতে কষ্ট হচ্ছে! একজন বাবা কেমন করে নিজের মেয়েকে হত্যা করতে পারে? পুলিশের বক্তব্যে কোন রাজনীতি নেই তো?

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এখনো কিছু বুঝা যাচ্ছে না আসল ঘটনা।

৬| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩০

সোহাগ তানভীর সাকিব বলেছেন: মানুষের মাঝে থেকে দিনে দিনে মানবতা বিলুপ্ত হয়ে যাচ্ছে। বনের জন্তু জানোয়ারেরাও নিজের বাচ্চাকে হত্যা করে না। কিন্তু মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েও সেই হিংস্র কাজটি করে বনের জন্তু জানোয়ারের চেয়েও অধম হয়েছে।
হবিগঞ্জের বিউটি আক্তারের খুবই দুর্ভাগ্য যে, সে একটি কুলাঙ্গারের ঘরে জন্মগ্রহণ করে।
তবে পুলিশের তদন্তেও কোনো রহস্য থাকতে পারে।

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এখনো কিছু বুঝা যাচ্ছে না আসল ঘটনা।

৭| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩১

রোকনুজ্জামান খান বলেছেন: সব হাওয়াই মিঠাই

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি মনে করি সামপাপরি।

৮| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৫

Sujon Mahmud বলেছেন: বাংলাদেশে সবই সম্ভব

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটা বুঝে কয়জনায়।

৯| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৩

ব্লগ মাস্টার বলেছেন: এসব বাদ দিয়ে গল্প লেখার চেষ্ঠা করুন।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি গল্প লেখতে পারি না।যারা পারে তারাতো গল্প কবিতাই শুধু লেখছে।

১০| ০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

রাজীব নুর বলেছেন: এই দেশে টাকা থাকলে আত কিছু লাগে না।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: টাকাই হল বড় শক্তি।

১১| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২২

বিপরীত বাক বলেছেন: মানলাম খুব ভয়ানক অবিচার হয়েছে। কিন্তু এরকম চলতেই থাকবে বা আরও হবে এই আমাদের কারণে আপনাদের জন্য। বাবুলদের জন্য নয়। ঘটনা টা লেখলেন কিন্তু আবেগে কাইন্দা কাইট্টা একপেশে হয়ে গেলেন।
মেয়ে টা যে প্রেম করে বিয়ের আশ্বাসে বাবুলের সাথে একসাথে কয়দিন কাটিয়ে আসল। বাবুলের স্ত্রী-সন্তান আছে জেনেও। সেটা লেখলেন না।? মেয়েটা যে আদালতে জবানবন্দি দিল সে স্বেচ্ছায় বাবুলের সাথে গিয়েছে। সেটা ? বাবুলের সাথে থাকার সময় নিজের বাপের বাড়ীর পাশ দিয়েই প্রতিদিন কর্মস্থলে যাতায়াত করত সেই খবর টা বেমালুম গায়েব করে দিলেন?
এক্ষেত্রে মেয়েটার লোভ কি কিছুটা দায়ী না?
এক আবাল আবার লিখেছে এত কষ্ট পেয়ে মরেছে আল্লাহ তাকে সর্বোচ্চ শান্তি দিক। একজন তার অনায্য লোভ চরিতার্থ করতে গিয়ে কষ্ট পেয়ে মরেছে তাতে তার লোভ টা মানুষ ভুলে গেল?
মেয়েটার মৃত্যু খুব কষ্টদায়ক হয়েছে ঠিক আছে। স্ত্রী-সন্তান আছে জেনেও বাবুলের সাথে প্রেম করেছে মেয়েটা। তার এরকম লোভও যে কিছুটা দায়ী সে কথা লিখলেন না?

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেই হিসেবেও বাবুল সাহেবের বেশি দোষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.