নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্র বিশেষজ্ঞরা মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০বছর ক্ষমতা থাকাকালীন সময়ের মধ্যে এটাই সব থেকে বড় আন্দলোন কর্মসূচি

১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪০

কোটা সংস্কার নিয়ে ছাত্রছাত্রী বিক্ষোভকারী আর সরকারি প্রশাসন বাহিনীর মধ্যে বর্তমান যে অবস্থা চলছে তা শুধু আন্দলোন নয় যেন উত্তাল রাজপথ সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলি সর্বশেষ যুদ্ধক্ষেত্র পরিস্থিতি অবস্থা হয়ে উঠেছে। বাংলাদেশের বড় বড় শহরগুলিতে শিক্ষার্থীরা যে অবস্থান কর্মসূচি পালন বা যে আন্দলোন করছেন; তা অতীতে পশ্চিমা বিশ্বে কলেজে গুলোর মধ্যেকার ঘটে যাওয়া প্রতিবাদ আন্দোলনের যে দৃশ্য দেখা যেত তাকেও অতিক্রম করছে। কোটা সংস্কারের এ আন্দলোনে এখন শুধু ছাত্রছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধতা নেই আন্দলোনে শিক্ষাথীদের পাশাপাশি যোগ দিচ্ছেন দেশের সাধারণ আমজনতাও।রাষ্ট্র বিশেষজ্ঞরা মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০বছর ক্ষমতা থাকাকালীন সময়ের মধ্যে এটাই সব থেকে বড় আন্দলোন কর্মসূচি । বিশ্বের অনেক দেশ থেকেই আন্দলোনকারীদের পক্ষে সমর্থন জানিয়েছেন।বাংলাদেশ এবং অন্যান্য এশিয়ান দেশগুলি ইতিমধ্যেই এ বিষয়টা নিয়ে বেশ মাথা নাড়াচারা দিয়ে উঠেছেন।তারাও যোগ্য লোকের চাকুরি এবং কোটা ভিত্তির ওপর চাকুরি পাওয়া দেয়ার ব্যবধাণটা বুঝতে পারছেন এবং এগুলো নিয়ে অন্যান্য দেশগুলো বেশ সমালোচনা করছেন। পাশাপাশি বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের ওপরে পুলিশ প্রশাসনের রাবার গুলি এবং হামলার নিন্দা জানিয়ে কঠর
সমালোচনা করছেন বিশ্বের অন্যান্য দেশগুলো।

মন্তব্য ৩১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫০

তানভির জুমার বলেছেন: আমাদের দেয়ালে পিট ঠেকেগেছে। ৪৭ বরছ ধরে এরা আমাদের লুটেপুটে খাচ্ছে।

১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সত্যের পক্ষে বিজয় আসবেই ।ইনশাল্লাহ আশা করছি এবার সুস্থ কোটা সংস্কার হবেই।

২| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:০২

আকিব হাসান জাভেদ বলেছেন: কোটা সংস্কার আমাদের চাই। বিনিময়ে যা নেওয়ার নিয়ে যাক।আর কত বসে থাকবো । এবার প্রতিবাদের মশাল জ্বালাতে চাই যতক্ষণ না দাবি না মানবে।

১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু সকল ছাত্র ছাত্রী ভাই বোনদের সহযোগীতা করবেন ইনশাল্লাহ।

৩| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৩

ক্স বলেছেন: এই আন্দোলন এখনও চলছে কারণ সরকার এই আন্দোলন করতে দিচ্ছে। তা না করে যদি

- সরাসরি গুলি করে দু'একজনকে মেরে ফেলত
- হল থেকে বা বাসা থেকে তুলে নিয়ে রিমান্ডের নামে অকথ্য নির্যাতন করত
- কয়েকজনকে ধরে নিয়ে গুম বা ক্রসফায়ার করত
- আন্দোলনের মধ্যে ছাত্রলীগ ঢুকিয়ে আভ্যন্তরীণ কোন্দল লাগিয়ে দিত

তাহলে এই আন্দোলন ৩ দিন টিকতো কিনা সন্দেহ

১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাতে সরকারের লাভ কি ?

৪| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: :(

১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি নিজেও এসব বিষয় নিয়ে বেশ বিচলিত।

৫| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৫

ঢাবিয়ান বলেছেন: ঢাবির এই উত্তেজনা ছড়িয়ে পড়ুক সর্বস্তরে এই কামনাই করি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাছাত্রীদের একক লড়াই নয়। এটা জনগনের অধিকার আদায়ের লড়াই।

১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহুর কাছে প্রাথণা করি সকলের মতামতকে সমর্থম দিয়ে প্রধানমন্ত্রী কোটায় সুন্দর একটা সংস্কার নিয়ে আসুক।

৬| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২২

এন এইচ সরকার বলেছেন: Click This Link

১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।

৭| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই আন্দোলনে সকলের শরিক হওয়া দরকার

১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মনে হয় আর লাগবে না।

৮| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: এটা কি কোটা সংস্কারের আন্দোলন, নাকি সরকারকে হটানোর পায়তারা, আমারে কেউ বুঝাইয়া কন।

১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কোটা সংস্কারের আন্দোলন

৯| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৪

রোকনুজ্জামান খান বলেছেন: পায়তারায় পরিণত হতে কতকক্ষন।

১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক কইছেন ভাই ।

১০| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৬

খায়রুল আহসান বলেছেন: সরকারের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন তো প্রায় বিভক্ত হয়ে গিয়েছিলো, অনেকটা স্তিমিত হয়ে গিয়েছিল। সংসদে মতিয়া চৌধুরীর অশ্রাব্য গালি শুনেই না সবাই আবার চাঙ্গা হয়ে উঠলো! সেই সাথে ক্যাডারদের বাড়াবাড়ি! একজন পোড় খাওয়া ঝানু রাজনীতিবিদের মুখে এ কেমন ভাষা, তাও মহান সংসদের মেঝেতে দাঁড়িয়ে?

১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাদের এখনো নতুন করে রাজনীতি শিখতে হবে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে ।

১১| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৭

শাহ আজিজ বলেছেন: ভাগিনা হাসু , বেচে থাক । আমরা কিছু ব্লগার উৎসাহ দিচ্ছি লাগাতার এই আন্দোলনে কিন্তু কেউ কেউ উলঙ্গ সমর্থন দিচ্ছে অবৈধ সরকারকে । এত অস্ত্র হলে এলো কি করে?? ছেলেদের মাথায় আঘাত করেছে কি এজন্য যে এরা নিশ্চল হয়ে মরে যাক? ধিক তোমাদের

১২| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩১

ঠ্যঠা মফিজ বলেছেন: সরকারের এই মুহুর্তে উচিৎ শিক্ষার্থীদের দাবী দাওয়া মেনে নেয়া।

১৩| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পুলেশের এমণ আচরণে তো নিন্দার ঝড় উঠবেই।

১৪| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫০

আল ইফরান বলেছেন: যৌক্তিকভাবে হ্যান্ডেল না করতে পারলে এই আন্দোলনের মাধ্যমে সরকার নির্বাচনের আগেই বড় ধরনের বেকায়দার মধ্যে পরে যাবে। নীতি-নির্ধারকরা বিএনপির আন্দোলনকে যেভাবে স্তিমিত করে দিয়েছেন গুম-খুন আর মামলার মাধ্যমে, সেই ভুলের পুনরাবৃত্তি এখানে আশা করি করবেন না।

১৫| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫০

হাঙ্গামা বলেছেন:
কোন রাজনৈতিক দল যদি এই আন্দোলনকে সমর্থন বা সহযোগিতা করতে আসে তাহলে আমাদের সবার আগে উচিত ঐ দলের লিডারগুলার ছ্যাচা দিয়া ঘরে পাঠায়া দেয়া। কারন এইটা কোন রাজনৈতিক আন্দোলন না।

১৬| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৬

উদভ্রন্ত বালক বলেছেন: নতুন এ যুদ্ধ আমাদের জন্য । বিজয় আমাদের আনতেই হবে ।

১৭| ১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২২

সৈয়দ তাজুল বলেছেন:
বর্বর নির্যাতন যখন নিরপরাধ ছাত্রীদের উপরও চালানো হয়, তখন কোন বিবেকবান এরকম অত্যাচারকে সমর্থন করতে পাররে না।
দেখুন,




আন্দোলন সফল হবেই, কোটা পদ্ধতি বাতিল হবেই।
ধীরেধীরে এদেশ থেকে দুর্নীতি দূর হবেই।

১৮| ১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৬

Sujon Mahmud বলেছেন: অনেক হয়েছে অনিয়ম আর না আর না!!

১৯| ১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৬

পদ্মপুকুর বলেছেন: ব্লগার শাহ আজিজকে বিনম্র শ্রদ্ধা। এই বয়সে এসে তিনি যেভাবে এই আন্দোলনকে নৈতিক সমর্থন দিচ্ছেন, অতুলনীয়। অভিনন্দন স্যার।

২০| ১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০১

আলআমিন১২৩ বলেছেন: রাজীব নূর সাহেবের ব্লগে লিখা আমার প্রায় সময়েই ভালো লাগে। তার আজকের মন্ত্যব প্রসঙ্গে আমার ধারনা কোটা সংস্কার নিয়ে আমাদের সন্তানসম ছাএদের এ চাওয়ার পিছনে কোন তথাকথিত রাজনৈতিক উদ্দে্শ্য নেই। সরকারের কিছু অযোগ্য মন্এী ও আমলা বিষয়টিকে জটিল করতে পারেন।মাননীয় প্রধানমন্এীর বিরূদ্বে এপযন্ত একটি বাক্যও উচ্চারিত হয়নি।বিষয়টির যৌক্তিক দ্রূত সমাধানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে এগিয়ে আসবেন আশা করি। এখানে হেরে যাওয়ার কিছু নেই।ছাএেরা তার সন্তানতূল্য।

২১| ১২ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসলে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা যে আর বেশীদিন চলবে না তা বুঝিয়ে দিল নতুন প্রজন্ম। তার উপর মতিয়া চৌধুরী আজাইরা তাদের রাজাকারের বাচ্চা বলে গালি দিয়ে ঘটনাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.