নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

সামুতে ব্লগীং করতে হলেও আপনাকে ভ্যাট দিতে হবে

১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫২


আজ কোনও এক নিউজ পোটালে দেখলাম ফেসবুক, গুগল, ইয়াহু, অ্যামাজন, ইউটিউবসহ ইন্টারনেটভিত্তিক সব প্লাটফর্ম থেকে অবিলম্বে ভ্যাট-ট্যাক্স আদায়ের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।রাজস্ব ফাঁকির অভিযোগে এসব কোম্পানির বিরুদ্ধে গত ৯ এপ্রিল রিট দায়ের করেন হাইকোর্টের ছয় আইনজীবী। রিটকারী ৬ আইনজীবী হচ্ছেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির, ব্যারিস্টার মোহাম্মদ কাউসার, অ্যাডভোকেট আবু জাফর মো. সালেহ, অ্যাডভোকেট অপূর্ব কুমার বিশ্বাস, ব্যারিস্টার মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম ও ব্যারিস্টার মোহাম্মদ মাজেদুল কাদের।আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।হুমায়ন কবির পল্লব জানান এ আদেশের পাশাপাশি বিগত ১০ বছরে এসব কোম্পানি কি পরিমাণ অর্থ নিয়ে গেছে তা নির্ধারণে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলেছেন আদালত। একই সঙ্গে পাশাপাশি ইন্টারনেটমাধ্যমগুলোর মাধ্যমে বিজ্ঞাপন, ডোমেইন বিক্রি এবং বিভিন্ন প্রকার লাইসেন্স বিক্রির ফিসহ যে কোনো লেনদেনের বিপরীতে যে পরিমাণ অর্থ পরিশোধ করা হয়, তার থেকে আদায়যোগ্য রাজস্ব সংগ্রহ করতে বলা হয়েছে।গত ৭ এপ্রিল গুগল, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ফেসবুকসহ অন্যান্য কোম্পানির রাজস্ব ফাঁকির বিষয়ে সরকারের সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠান এই আইনজীবীরা। ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে সরকার পদক্ষেপ না নিলে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছিলেন আবেদনকারীরা।সব মিলে যা বোঝা যাচ্ছে কিছুদিনের ভিতরে এমনও হতে পারে যে, সামহোয়্যার ইন ব্লগ সহ দেশের অন্যান্য সকল ব্লগ অ্যাডমিনদেরকেও বলা হবে ব্লগ চালাতে হলে ভ্যাট দিতে হবে না হলে ব্লগ বন্ধ করে দিন ।কি আর করার মারামারি পারাপারি আর কত তার চেয়ে বরং খাবার দেয়া বন্ধ করে দে দেখবি এমনেই মরে যাবে ।শেষের এই এক লাইনের কথার অর্থ এটাই সামাজিক যোগাযোগ মাধ্যমেকেত বন্ধ করতে হলে কৌশল প্রয়োজন আর ভ্যাটতা হল সে কৌশল ।যাতে করে কেউ কাউকে দোষারপ না করতে পারে ।









মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৩

শাহ আজিজ বলেছেন: উপরে কি রাবিশের স্মাল ভারশন ??

রিট কারী উকিলদের ঠিক কি বলা উচিত আমি নিজেও জানিনা । এরা পশু এবং নিশ্চিত যে লীগের পশু ।

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আজিজ আঙ্কেল পুরো জাতি বর্তমান এদের শালিস বিচার দেখে চমকিৎ এদের অতিসৎর কোনও পাগল খানায় ভর্তি করানো উচিৎ।

২| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার ধারণা ওই সকল আইনজীবীদের ছেলেমেয়েরা সারারাত যেগে
ব্লগিং করে, কাজ কর্ম নাই, দিনে ঘুমায়। ওদের উপর বিরক্ত হয়ে
তারা এইন রিট এনেছেন যাতে তাদের ছেলে-মেয়েরা ব্লগিং করতে
নিরুৎসাহিত হয়। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ !!

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক ;)

৩| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৫

রাজীব নুর বলেছেন: তারপও টুকটাক অনেক ভ্যাট দিয়ে আসছি বছরের পর বছর ধরে। কিন্তু কোনো সুবিধা তো দেখি না।

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আরো দিতে হবে ;)

৪| ১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১০

ক্স বলেছেন: ঠিক আছে দেব, অসুবিধা কি? ১৫% লাইক, কমেন্ট এনবিআরকে দেব। প্রতি সাত পোস্টের মধ্যে ভ্যাট বিষয়ক একটা পোস্ট প্রিয়তে নেব।

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সামুতে কত ভ্যট দিতে হবে এবং সেই ভ্যট কোন কোন কাজে ব্যয় হবে সেটা নিয়ে পুনাংগো একটা পোস্ট দিমু ;)

৫| ১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১১

রোকনুজ্জামান খান বলেছেন: ঘটনা সত্য
You tube
আমাদেের দেশ থেকে হাজার হাজার
মিলিয়ন ডালার
নিয়ে নিচ্ছে দেদারছে ।
মজা নিচ্ছি আমরা
বিনোদন এবং
আপডেট এর জন্য।

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার বুদ্ধি ভাবনা দেখে চিন্তা হচ্ছে ।

৬| ১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৭

ঢাকাবাসী বলেছেন: অল্প বিদ্যা ভয়ংকর! ঐ কোম্পানীগুলো হাজার হাজার মিলিয়ন ডলার নিচ্ছে কে বলেছে? কোথায় পাওয়া যায় এসব আজগুবি তথ্য? সরকারের টাকা দরকার ব্যাস বসাও কর, এই আর কি।

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ শুভ নববর্ষ।

৭| ১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৩

করুণাধারা বলেছেন: @ রোকনুজ্জামান খান, youtube কিভাবে হাজার হাজার মিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে একটু বুঝিয়ে বলবেন, প্লিজ।

পোস্টে প্লাস।

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যাই বলুন আপু এই প্রশ্নের উত্তর তার জানা নাই । শুভ নববর্ষ আপু।

৮| ১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৮

ব্লগ মাস্টার বলেছেন: তা ভ্যাট কি ভাবে দিব পোস্ট প্রতি না সপ্তাহিক নাকি না লাইক আর কমেন্টের ওপরে কি ভাবে =p~

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ;)

৯| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এতদিনে তাদের হুঁশ হল? কী পরিমাণ রাজস্ব কোম্পানীগুলো ফাঁকি দিয়েছে তার কোন হিসাব কি সরকারের কাছে রয়েছে? যত্তসব!

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ;)

১০| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চিন্তা কইরেন না ব্লগে সমস্যা হবে না।


গুগল, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ফেসবুকসহ অন্যান্য কোম্পানিকে অবস্যই রাজস্ব দিতে হবে।

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাই বুঝি :|| শুভ নববর্ষ।

১১| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪৪

এস এম মামুন অর রশীদ বলেছেন: কোম্পানি ইনকাম করলে ট্যাক্স দিতে সমস্যা কেন?

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হাসা কইছেন তা দিবেনত ব্লগে ভ্যট ।

১২| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৮

শাহ আজিজ বলেছেন: অন্যান্য দেশগুলো কি এদের কাছ থেকে রাজস্ব আদায় করে? আমার আইডিয়া নেই, একটু বলুন কেউ জানলে।

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি ভাবছি মামা যদি সামুতে ভ্যট দিতে হয় তাহলে কোথায় পামু টাকা ? আমি যে বেকার অলস । |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.