নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধুর কিছু ভুল যা আমাদের অনেেকের জীবন কেড়ে নেয়ার হাতিয়ার হিসেবে কাজ করেছে।

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১১


এটা বাংলাদেশ বলে কথা এখানে সবই সম্ভব,নিজেদের ক্ষমতা ও ক্যারিয়ার টিকিয়ে রাখতে আগে নিজেদের স্বার্থের জন্য নিজেদের দেহকে রক্তাক্ত করে গা করে সেই গা শুকিয়ে পরে আবার সেই ক্ষত স্থানকে খুচিয়ে গা বাড়ানো ।এর সবটাই সম্ভবত আমাদের বাঙালী জাতীর ঐতিহ্য হয়ে গেছে।যেমন বঙ্গবন্ধু ভুল করেছিলেন ৭১ সালে মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরে বাংলাদেশ গঠন হওয়ার পর রাজকারদের ক্ষমা
করে দিয়ে ।তখন যদি বঙ্গবন্ধু প্রকৃত রাজাকার আলবদরদের বিচার করে যেতেন তাহলে আজকে বাংলাদেশের মানুষকে কোনও
রাজাকার নামক শব্দ শোনা লাগত না এবং রাজাকার ফাসির ইসু নিয়ে গণজাগরন মঞ্চ এবং হরতাল অবরধ জালাও পোড়াও রাজপথে
গাড়ি ভাংচুর হতো না পুড়ে মরতে হত না অসংখ্য নিরঅপরাধ মানুষকে । বাংলাদেশের বুকে কি হাতে গনা ওই বিশ ত্রিশজন রাজাকারই
ছিল ? আর জদি ওই বিশ ত্রিশজন রাজাকারই থেকে থাকে তাহলে তাদের ফাসিতে লটকানোর জন্য কতজনকে জীবন দিতে হয়েছে ?
কত মায়ের বুক খালি হয়েছে তার সঠিক হিসাবটা কারো কি জানা আছে ?

ঠিক একই ভাবে ভুল করেছিলেন বঙ্গবন্ধু কোটা নামের খুটা প্রথা চালু করে যার জন্য আজ বাংলাদেশে মুক্তিযুদ্ধার সময় যুদ্ধ করে দেশে গৌরবময় স্বাধীনতা বা বিজয় আনা অনেক মুক্তিযোদ্ধার ছেলেমেয়ের কোটা সংস্কারের জন্য হতে হচ্ছে রাজাকার হতে হচছে মুক্তিযোদ্ধা
বিরোধী ।

তখন যদি বঙ্গবন্ধু সঠিক ভাবে যারা শুধু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদর সঠিক তদন্তের মাধ্যমে বাছাই করে শুধু মুক্তিযোদ্ধাদের
জন্য এমন কোটা ব্যবস্থা করতেন যে সেই কোটার সুবিধা শুধু মুক্তিযোদ্ধারাই পাবে তাদের পরিবার বর্গের কেউ পাবেনা তাহলেই হত।
আজ আর এই কোটার লোভে ভুয়া কোনও মুক্তিযোদ্ধাও হত না,কোনও আন্দলোনও হত না ।এক কথায় বলতে গেলে প্রিয় জন্মভূমি বাংলাদেশ গড়ার কারিগর প্রিয় বঙ্গবন্ধুর কিছু ভুল যা আমাদের অনেক জীবন কেড়ে নেয়ার হাতিয়ার হিসেবে কাজ করেছে।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৬

রোকনুজ্জামান খান বলেছেন: কথা সত্য
হাসু মামা

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।

২| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৫

শাহারিয়ার ইমন বলেছেন: তখন কোটা চালু ছিল অনগ্রসর জাতির উন্নয়নের জন্য ।তখন এই প্রথা ঠিক ছিল,এখন আর নেই

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিন্তু দুঃখজনক কথা হলেও এটা সত্য বাংলাদেশে একবার কিছু চালু হয়ে গেলে সেটা আর বন্ধ হয় না।

৩| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৬

সৈয়দ তাজুল বলেছেন: বঙ্গবন্ধু কোন রাজনৈতিক সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তি ছিলেন না। উনি খড়কুটারর ন্যায় ভেসে ভেসে এসে যা পেয়েছেন তা দিয়েই আমাদেরকে একটা দেশ দিয়েছেন। কিন্তু পরবর্তিরা সেই দেশটাকে আর সাজাতে পারেননি!

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পরবর্তিরা সেই দেশটাকে সাজানোর পরিবর্তে বরং বঙ্গবন্ধুর নাম বিক্রি করে ভেঙে ভেঙে খেয়েছে ।

৪| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৬

শাহারিয়ার ইমন বলেছেন: এটা তো বঙ্গবন্ধুর ভুলের মত পড়েনা

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভুল ভুলই সে ছোট ভুল বা বড় ভুল হোক।

৫| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৭

মুরাদ পাভেল বলেছেন: সত্য কথা

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মিথ্যা কইয়া আমার লাভ কি বলুন।

৬| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৯

ব্লগ মাস্টার বলেছেন: :||

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাবতে থাকুন,তবে খুব মাথা খাটিয়ে।

৭| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩১

তারেক_মাহমুদ বলেছেন: সেই সময়ের প্রেক্ষিতে ওটাই ঠিক ছিল কিন্তু পরবর্তী কোন সরকারই আর সংস্কারের বিষটি আমলে নেয়নি।

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেশের সব নেতা নেত্রীরা একই গাছের ফল ।

৮| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বড়রাই যদি ভুল করে তবে জাতি ভুলের বৃত্ত থেকে সহজে বের হতে পারে না।

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কারেট কথা ।

৯| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪১

এভো বলেছেন: বঙ্গবন্ধু মাত্র ৩ বৎসর ক্ষমতায় ছিলেন , এই অল্প সময়ে এতো কিছু করা কি সম্ভব ছিল ? রাজাকার যাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ ছিল , তাদের বিচার চলছিল , তারা সাধারন ক্ষমা পান নাই । দেশ স্বাধীণ হওয়ার পর ৩৭ হাজার রাজাকার স্বাধীণতা বিরুধীকে আটক করা হয় এবং পরে ২২ হাজার জন সাধারন ক্ষমার আওতায় মুক্তি পায় । আটক যুদ্ধ অপরাধীদের বিচার চলছিল । ফাসী প্রাপ্ত বা দন্ড প্রাপ্ত সব কয়জন রাজাকার যেমন গোলাম আজম, নিজামি , মুজাহিদ , কামরুজ্জামান ,কাদের মোল্লা ইত্যাদি পলাতক ছিল ।
জিয়াউর রহমান ক্ষমতায় এসে প্রথমে দালাল আইন বাতিল করেন এবং বিচারাধীন যুদ্ধ অপরাধিদের বিচার কার্য স্থগিত করে মুক্তি প্রদান করেন ।

১০| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: বঙ্গবন্ধুর সবচেয়ে বড় বন্ধু তিনি প্রতিটা বাঙ্গালীকে বিশ্বাস করতেন। ভালোবাসতেন ।

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাঙ্গাল হয়ে বাঙ্গালকে বিশ্বাস করা দোষের কিছু না শুধু সাথে কাঙ্গাল না থাকলেই হল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.