নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

বাহারী ছবি মেলা

৩০ শে জুন, ২০১৮ রাত ২:২০


এসব অনেক আগের কথা যখন মাইক ব্যবহার হত না তখন অর্থাৎ মাইক ব্যবহার হওয়ার আগে এভাবে মিনারে উঠে আযান দেয়া হত।
হাজীগঞ্জের ঐতিহাসিক বড় মসজিদ,চাঁদপুর হাজীগঞ্জ।
এটা ঐতিহাসিক লোহাগড় মঠ যা ফরিগঞ্জ,চাঁদপুর অবস্থিত।(1)
এটা লোহা গড় মঠ,যা চাঁদপুর অবস্থিত।

এটা কিন্তু আপেল,কমলা বা আঙ্গুর ফল না এটা ডুমুর।কেউ কি ডুমুরের ফুল দেখেছেন কখনো ? ডুমুরের ফুল দেখা নাকি ভাগ্যের
ব্যাপার ।
;)
স্যার কিন্তু জটিল কথা বলছেন এবং সত্য কথাই বলছেন। :(

ইনি গ্রামের একজন প্রভাত ফেড়িউআলা


নিরাপদ ব্যাবস্থা,খারাপ না এমন ব্যবস্থা কি বলেন ?
:)
পথের পাছে তাল গাছ সারি সারি,কে জানে এই পথে কার বাড়ি। ;)
কলার ছড়ির ভিতর পাখীর বাসা ও ডিম
ঘুঘু লতা ফুল,,,
২০১৮ সাল বিশ্বকাপ
আত্রাই ব্রিজ।।দিনাজপুর
ছবি গুগল সংগ্রহীত।

মন্তব্য ৪৩ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৮ রাত ২:৩৭

শামচুল হক বলেছেন: চমৎকার ছবি। ধন্যবাদ

৩০ শে জুন, ২০১৮ রাত ২:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকেও ধন্যবাদ শামচুল ভাই। শুভেচ্ছা।

২| ৩০ শে জুন, ২০১৮ রাত ২:৪৬

কাওসার চৌধুরী বলেছেন: হাসু ভাই, শুভেচ্ছা নেবেন। আপনার ছবি ব্লগটি চমৎকার হয়েছে। প্রতিটি ছবি যেন এক একটা গল্প। প্রথম চারটি ছবিই ঐতিহাসিক; বিশেষ করে প্রথম ছবিটি সবচেয়ে ভাল লেগেছে।

ফেরিওয়ালার ছবি আর রেল লাইনে বসে বিশ্বকাপ ফুটবল দেখার ছবিটা অন্য রকম ভাল লেগেছে। পোস্টে লাইক B-) দিলাম।

৩০ শে জুন, ২০১৮ রাত ২:৪৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ চৌধুরী ভাই। তবে এখনো আপনাদের মত লেখার হাত পাকা করতে পারি নাই ।দোআ করবেন ভাই।

৩| ৩০ শে জুন, ২০১৮ রাত ২:৫৬

রাকু হাসান বলেছেন: ব্লগে অামি একটা মামা পেলাম সেটা হাসু মামা! :-B

ঠিক এই নামেই আমার একজন মামা আছে ,উনার হাস্যউজ্জল মুখ এখনো ভাসছে ..যাই হোক আপনার সুন্দর ছবি ব্লগ দেখে মুগ্ধ আমি..ঘুঘুলতা ফুল এই প্রথম দেখলাম । কথা সেটা না ,কথা হলো এত রাতে বুবি ফল(আঞ্চলিক নাম ) দেখিয়ে জ্বিবে জল এনে দিয়েছেন .....এখন উপায় অনেক রাত ;)

৩০ শে জুন, ২০১৮ রাত ৩:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ রাকু হাসান ভাগ্নে । সমস্যা নাই ভাগ্নে,মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে।
আর মাত্র কয়েক ঘন্টা বাকি তার পর দিন শুরু ।আর শুরু হওয়ার পর পুরো দিনতাই কিন্ত হাতে থাকবে। ;)

৪| ৩০ শে জুন, ২০১৮ রাত ৩:০৯

মনিরা সুলতানা বলেছেন: সুল্দর সব ছবি!
ঘুঘুলতা আমিও প্রথম দেখলাম।

৩০ শে জুন, ২০১৮ রাত ৩:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মনিরা আপু।আমার জীবনেও গুগলে সহয়তায় প্রথম দেখা ঘুঘু লতা। :)

৫| ৩০ শে জুন, ২০১৮ রাত ৩:১১

চঞ্চল হরিণী বলেছেন: ছবি ব্লগ ভালো লাগলো। ঘুঘুলতা ফুল জীবনে দেখি নাই। কলার ছড়ায় পাখির ডিম খুব ভালো লাগছে। ডুমুর ফল আমি চিনি, কিন্তু এত ক্লোজ ছবি যে একদম আপেলের মত মনে হচ্ছিলো। রং টাও ছিল পুরো আপেল রং। ধন্যবাদ মামা।

৩০ শে জুন, ২০১৮ রাত ৩:২০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাগ্নি । আমার জীবনেও গুগলে সহয়তায় প্রথম দেখা ঘুঘু লতা। আগে নাম পযন্ত শুনি নাই। :)

৬| ৩০ শে জুন, ২০১৮ ভোর ৬:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
স্যার, ছবি সত্যি কথা বলে। আপনার ছবিগুলো কথা বলছে। আমি ওদের কথা শুনতে পাচ্ছি।


সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।

৩০ শে জুন, ২০১৮ রাত ১০:৫৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ হোসেন ভাই।

৭| ৩০ শে জুন, ২০১৮ ভোর ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


ডুমুরের ফলের ছবিটা সুন্দর দেখাচ্ছে

৩০ শে জুন, ২০১৮ রাত ১১:০৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওস্তাদ আমি ডুমুরের ফুল দেখার অপেক্ষায় আছি।

৮| ৩০ শে জুন, ২০১৮ সকাল ৭:০১

সিগন্যাস বলেছেন: হাসু মামা আপনার ছবিগুলো লা'জাবাব হয়েছে।আগে কখনো ডুমুর ফল দেখিনি।বেশ সুন্দরতো ফলগুলো।প্রথম দেখায় আপেল ভেবে ভুল করেছিলাম

৩০ শে জুন, ২০১৮ রাত ১১:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভুল হওনেরি কথা ।কারন দেখা যাচ্ছে আপেলের মতই।

৯| ৩০ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লেগেছে =p~

৩০ শে জুন, ২০১৮ রাত ১১:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।

১০| ৩০ শে জুন, ২০১৮ সকাল ৯:৫২

রাজীব নুর বলেছেন: ভালো লাগলো।

৩০ শে জুন, ২০১৮ রাত ১১:২২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।

১১| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:৩২

নিউ সিস্টেম বলেছেন: ছবিগুলো সুন্দর ।

৩০ শে জুন, ২০১৮ রাত ১১:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।

১২| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:৫১

কানিজ রিনা বলেছেন: ঘুঘুলতা ফুল এই প্রথম দেখলাম, মিনারে উঠে আজান দেওয়া অনেক আগের ছবি।
কাজী নজরুল আম গাছের মাথায় উঠে আজান দিতেন অনেক ছোট বয়সে।
ডুমুর ফল ভাজি ছোট থেকেই খাই। সব মিলে ভাললাগা ধন্য়বাদ।

৩০ শে জুন, ২০১৮ রাত ১১:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কানিজ রিনা আপু অনেক ধন্যবাদ। হ্যা আপু আমিও জীবনের এই ফাস্ট।

১৩| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:২৯

নতুন বিচারক বলেছেন: ভালা ।

৩০ শে জুন, ২০১৮ রাত ১১:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ।

১৪| ৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৭

লিট্রিমিসটিক বলেছেন: চমৎকার ছবির ব্লগটি অন্যরকম ভাল লাগল। ধন্যবাদ।

৩০ শে জুন, ২০১৮ রাত ১১:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৭

ব্লগ মাস্টার বলেছেন: অনেক ভালো লাগল আপনার বাহারী ছবি মেলা

৩০ শে জুন, ২০১৮ রাত ১১:০২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মাষ্টার সাহেব। আপনাকে নিয়ে ভয়েই আছি কখন না আবার আমারে লইয়া লেইখা ফালান। /:)

১৬| ৩০ শে জুন, ২০১৮ রাত ৮:২৮

মামুন ইসলাম বলেছেন: চমৎকার ছবি ব্লগ।

৩০ শে জুন, ২০১৮ রাত ১১:০০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুকরিয়া মামুন ভাই।

১৭| ০১ লা জুলাই, ২০১৮ রাত ১২:২৬

নাইম রাজ বলেছেন: সব ছবিই অনেক সুন্দর লাগল।

০২ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:১৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১৮| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৯

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনার পোস্টের কোনো জবাব হয়না হাসু ভাই। এমন বাহারী ছবি মেলা আরো দেখতে চাই আমরা হাসু ভাইয়ের কাছে থেকে।

০২ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:১৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাই ।চেষ্টার কোনও ত্রুটি রাখমু না।

১৯| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:২০

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট !

০২ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ সুমন ভাই আপনাকে।

২০| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ২:১২

জাহিদ অনিক বলেছেন:
বাহ চমৎকার -- অনেক টেস্ট একত্রে

০২ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:১৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ অনিক ভাই আপনাকে।

২১| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর পোস্ট।

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.