নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধ শুরু করেছন

০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৬


যুক্তরাষ্ট্রের বাজারে চীনের পণ্য আমদানিতে ওয়াশিংটন ২৫ শতাংশ শুল্কারোপ কার্যকর করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তাদের পাল্টা জবাব দিলেন বেইজিং।অন্যদিকে একই হারে শুল্কারোপের ঘোষণা দিয়েছেন এশিয়ার পরাশক্তি, চীনের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে।আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মধ্যরাতের পর থেকে ৩৪ বিলিয়ন ডলারের চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর হয়েছে। এর পরপরই চীন এক বার্তায় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন তারাও যেন পাটকেলের জন্য প্রস্তুত থাকেন। যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তের মাধ্যমে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধ শুরু করেছে বলেও উল্লেখ করেছেন চীন।

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪২

অর্থনীতিবিদ বলেছেন: চীন বিশ্ব বাণিজ্যের অন্যতম পরাশক্তি। তাদের এখন ক্ষমতা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দেওয়ার।

০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন।

২| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মার্কিন যুক্তরাষ্ট্রকে বাণিজ্য যুদ্ধে হার মানতে হতে পারে চীনের কাছে। কারণ, চীনের উপর আমেরিকা সহ অনেক দেশই এখন অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছে...

০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার কাছেও তেমন মনে হয়।

৩| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৩

রসায়ন বলেছেন: চীনের সাথে আমেরিকার এই কামড়াকামড়ির ফল ভোগ করতে হবে ইউরোপ , অস্ট্রেলিয়া এমনকি গরিব দেশগুলোর।

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তার কিছু ছোঁয়া আমাদের দেশেও লাগতে পারে।

৪| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১২:২৫

নাইম রাজ বলেছেন: অবস্থা তাহলে মনে হচ্ছে ভয়াভহ।

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অত্যান্ত খারাপ।

৫| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১২:৫১

শৈবাল আহম্মেদ বলেছেন: আমেরিকার সিস্টেম ও চিন্তা আলাদা। চিন খুদে মৌমাছি এশিয়া ও ইউরোপের কিছু দেশের উপর প্রভাব ফেললেও আমেরিকা সহ উন্নত রাষ্ট্রকে না হলে তার চলবেনা।

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম ভাবছি।

৬| ০৭ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৪১

সিগন্যাস বলেছেন: ভালোই হয়েছে।মাঝে মাঝে এমন ঘটনা না ঘটলে জীবনটা বোরিং হয়ে যায়

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলছেন।

৭| ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৯

খাঁজা বাবা বলেছেন: চীন কে ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই। চীন ডলার বয়কট করলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ।

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম ভাবনা হচ্ছে।

৮| ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৯

রাজীব নুর বলেছেন: চীনের সাথে যুক্তরাষ্ট্র পারবে না।

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেখি কি হয়।

৯| ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৩

টারজান০০০০৭ বলেছেন: আমেরিকার পররাষ্ট্র ও বাণিজ্যিক সিদ্ধান্ত গবেষণা ছাড়া নেওয়া হয় না ! তাহারা নিশ্চয় এই যুদ্ধে জয়ের হিসাব না করিয়া নামে নাই ! এখন দেখার বিষয় চীন পাল্টা চাল দিয়া আমেরিকাকে কোনঠাসা করিতে পারে কিনা , নাকি নিজেই কুপোকাত হইয়া যায় ! তাহাদেরও নিশ্চয়ই যুদ্ধ পরিকল্পনা আছে ! তবে রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায় ! আরেকটি ডিপ্রেশন মায় যুদ্ধ আসন্ন ! সামরিক , অর্থনৈতিক পরাশক্তিগুলো এখন কুত্তা কামড়াকামড়ি করিবে ! আমাদের কি হইবে !!!

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম ভাবনার শেষ নাই।

১০| ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ট্রাম্পের হঠকারী সিদ্ধান্ত আমেরিকারই ক্ষতি করবে। চীনের কিচ্ছু হবে না।

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এটা সত্য কথা।

১১| ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৯

অালপিন বলেছেন: রাজীব নুর বলেছেন: চীনের সাথে যুক্তরাষ্ট্র পারবে না। -- কেন পারবে না, লজিক কী? হুজুগে কমেন্ট না করে চিন্তা করে কিছু লিখুন ২৪/৭ ব্লগার রাজীব নুর।

১২| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৯

ব্লগ মাস্টার বলেছেন: দেখা যাক দৌড়ের ধার কতদূর। =p~

১৩| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৮:২৬

ঠ্যঠা মফিজ বলেছেন: তাহলে সর্বনাস হতে বেশি বাকি নাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.