নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

এবার আমরা সূর্যের কাছে যাওয়ার চেষ্টা করছি ( নাসা )

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩


যতদূর শুনেছি সূর্যের চারদিকে উজ্জ্বল আভাযুক্ত যে এলাকা যা করোনা নামেই পরিচিত সেখানেই নাকি সরাসরি
গিয়ে ঢুকবে নাসার সেই সূর্য অভিযাত্রা স্যাটেলাইট।

প্রায় সাত বছর সূর্যের চারদিকে ২৪ বার প্রদক্ষিণ করবে এই স্যাটেলাইটি।আর সূর্যের চারদিকে প্রদক্ষিণ করতে করতে
সে বোঝার চেষ্টা করবে এই নক্ষত্রের আচরণ। তবে ভয়ের কিছু নাই এটি মনুষ বিহীন একটি নভোযান।
আর এটি একটি স্যাটেলাইটের মত কাজ করবে । এটা সূর্যের একদম কাছে যেতে পারবে যা এর আগে মানুষের তৈরি কোন যান যেতে
পারেনি।প্রায় ১০০০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপ সহ্য করার ক্ষমতা রয়েছে এই প্রোব মানুষবিহীন মহাকাশযানের।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮

জোকস বলেছেন: ওইটার সঙ্গে আমাকে বেঁধে দেয়া হোক! আমি সূর্যকে কাছ থেকে দেখে আসি :#)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটাই ভাবছি ভাই । আল্লাহু মালুম । ওদের সাহসের তারিপ করতে হয়। জেনে শুনে অগ্নি সাগরে ঝাপ দিল। :)

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

সজল_ বলেছেন: সুর্যে গিয়ে লাভ কি ? B:-)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হয়ত কোনো দিন মানব সম্প্রদায় সূর্যে বসত বাড়ি গড়ে তুলবে। :P

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মামা। :)

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২০

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ হাসু মামা -

বিশ্ব যখন এগিয়ে চলে
আমরা তখনো বসে,
বিবি তালাকের ফতোয়া খুঁজেছি
ফিকাহ ও হাদিস চষে ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :)

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৮

মোঃ হোসাইন খাঁন বলেছেন: *জোকস* এর সাথে আমাকে বেধে পাঠিয়ে দেয়া হোক । আর আসুম না ওই খানেই বসবাস শুরু কইরা দিমু । নোংরা রাজনিতীর লু-হাওয়ার থেকে বাচতে চাই, ওই খানের উত্তাপ এর থেকেও বেস্ট ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :) =p~

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

রাকু হাসান বলেছেন: নাসার সূর্যে মহাকাশ যান পাঠানো একটি মাইলস্টোল হয়ে থাকবে ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পৃথিবীতে এখন যা গঠছে ভাগ্নে সবই ইতিহাস। :)

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫

ঠ্যঠা মফিজ বলেছেন: এটা নাসা গবেষকদের জন্য ইতিহাস হয়ে থাকবে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পৃথিবীতে এখন যা গঠছে ভাই সবই ইতিহাস। :)

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: লিংক টা দেন ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: লিঙ্ক দিয়ে কি করবেন বুকিং দিবেন ? না গুরু ভাই আপনার ভাবসাব ভালো ঠেকটাছে না তাই দেয়া যাবেনা। :)

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেকেই দেখি সূর্য ভ্রমণে যেতে চাচ্ছে। তারাতারি আমার কাছে বুকিং দিয়ে যান, বুকিং চলছে... ;)

=p~ =p~ =p~

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
নিন আমি আগেফাকেই বুকিং দিয়ে দিলাম :)

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

আলোর পথে বিডি বলেছেন: সূর্য সম্বন্ধে আমাদের অনেক কিছু জানা হবে , আশাকরি |

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সেটা অবশ্য ঠিক বলেছেন। :)

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৩

রাকু হাসান বলেছেন: লেখক বলেছেন: পৃথিবীতে এখন যা গঠছে ভাই সবই ইতিহাস। :
হাহা ঠিক কথা মন্দ বলোনি :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: লেখক বলেছেন: পৃথিবীতে এখন যা গঠছে ভাগ্নে সবই ইতিহাস। :)

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪০

সূচরিতা সেন বলেছেন: যাক আমরা তাহলে সূর্যমামার সম্পকে আরো অনেক কিছু জানতে পারবো।শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাতো বটেই দিদি।

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৩

সাফাত আহমদ চৌধুরী বলেছেন: নিজেদের অর্থনীতির অবস্থা এমনিতেই মান্দা । চায়নার সাথে হেরে যায় অর্থনীতিতে, সামরিক শক্তিতে রাশিয়া তাদের চাইতে উপরে । দেশের মানুষের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, আমেরিকানদের কাছে দুনিয়ার সবচাইতে নিরাপদ ভবন পেন্টাগনে হামলা করে দেয় জঙ্গিরা , সেই তারা নাকি সূর্যতে স্যাটেলাইট পাঠিয়ে দেবে । তাও সেটা সহ্য করতে পারবে মাত্র ১০০০ ড্রিগ্রি সেলসিয়াস ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বুঝেন অবস্থা ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.