নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

অভিনন্দণ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:০১


অভিনন্দণ জানাই দেশ গড়ার হাতিয়ার এবং নতুন একটি প্রজন্ম উপহার দেয়ার নেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে।
অভিনন্দণ এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের সাধারন জনগনকে । অভিনন্দন তাদেরকে যারা একটি সন্ত্রাসী মুক্ত একটা
বাঙলাদেশ গড়ার লক্ষে টাণা ৩য়বারের মত জন নেত্রী শেখ হাসিনাকে প্রধান মন্ত্রী হিসেবে নির্বাচিত করছেন। অভিনন্দণ পুরো
দেশ বাসীকে । অভিনন্দণ সামুর সকল ব্লগারদের আওয়ামীলিগ এবং জননেত্রী শেখ হাসিনাকে সাপোট দেয়ার জন্য।প্রিয় ব্লগার
ভাই বোনেরা কারো গুজবে কান দিবেননা । আমরা আমাদের দেশ গড়ার জন্য অবশ্যয় একজন দেশ দরদী নেত্রী হিসেবে প্রধান
মন্ত্রী শেখ হাসিনাকে পেয়েছি।আজ আমার কাছে মনে হচ্ছে সত্যয় আমরা একটা বীরের জাতি তাই জননেত্রী শেখ হাসিনাই মোদের
মাথার উপরে ছায়া হয়ে থাকা এক মাত্র ছাতি ।

মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আপনি এগিয়ে চলুন
আমরা আছি আপনার সাথে
আপনি বেঁচে থাকতে
মরবোনা মোরা মাছ আর ভাতে।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০৯

ইলি বলেছেন: জয় বাংলা

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জয় বঙ্গবন্ধু।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:১২

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়ার কারণে শেখ হাসিনা, বেগম জিয়া, ডা: বদরুদ্দোজ্জা থেকে শুরু করে, লাখ লাখ অমানুষ অপরাজনীতি করে, জাতিকে মগের মুল্লুক উপহার দিয়েছে; তবে, আপনারা জেনারেল জিয়া যে, বিষবৃক্ষের বীজ বপন করছিলেন, সেটা আপনারা টের পাননি।


৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সে আর বলে লজ্জা দিবেননা ওস্তাদ। :`>
তয় এখন এখন প্রতিটা মানুষের হার্ডিয়ে হার্ডিয়ে টের পাচ্ছে। কথায় আছেনা ওস্তাদ,আজ বুঝবিনা বুঝবি কাল,পুটকি থাপরাইবি
আর আমারে দিবি গাল। এখন আমাদের সে অবস্থা।

তবে যাই হোক ওস্তাদ দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাক সেই কামনা। :)

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৪৭

কলাবাগান১ বলেছেন: খালেদা জিয়ার মুক্তি চাই...ইমেডেইটলি

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:২৩

মা.হাসান বলেছেন: Joy Bangla, Joy Bongobondhu

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০১

তানভির জুমার বলেছেন: পরে যে কোন দল ক্ষমতায় আসলে শেখ হাসিনার ফর্মোলাই অনুসরণ করবে। গত কালের নির্বাচন আমার কাছে এক ধরনের তামাশা মনে হয়েছে। আমি তরুণ ভোটার আমার ভোট কেন্দ্রে আওয়ামী নেতাদের সামনে ভোট দিতে হয়েছে কোন প্রাইভেসী ছিল না। যারা নৌকায় ভোট দিবে তারই কেন্দ্রে যেতে পেরেছে। ১ টার আগেই ভোট শেষ। ১৫শ ভোটারের মধ্যে দেরশ মানুষও ভোট দিতে যাইনি কিন্তু ১৪শ ভোটই কাস্ট দেখিয়েছে। এক লোককে ধানের শীষে ভোট দেওয়ার কারণে মারধুরও করা হয় এইসব পুলিশের দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: রিয়েলি!!!!!!!!!!!!!!!???

একদল এক মার্কা এক চোখা নির্বাচনে অভীনন্দনও পাওয়া যায়!
বাহরে বাঙালী!

পাবে নাইবা কেন? যে দেশে বঙ্গবন্ধু আইয়ুব ইয়াহিয়ার স্বৈরাচারিতার বিরুদ্ধে লড়েছেন! জনগণের ভোটাধিকারের জন্য লড়েছেন, তারই কন্যা আর স্বৈরচারিতায় লিপ্ত!
তাঁরই নাতি আজ মার মাকে পশ্চিমারা স্বৈরাচার বলে তাতে গর্বিত!
সেখানে অভিনন্দন পাওয়া সহজই বটে!!!!!!!!!!!!!


৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: প্রতিপক্ষ হওয়ার জন্যও শক্তি লাগে। রাজনীতি তো আর গামছা বিছিয়ে টোয়েন্টি নাইন কার্ড খেলা নয়। শেখ হাসিনা কত প্রকার বাটি চালান দিয়েছেন খতিয়ে দেখুন। গত দশ বছরে বিএনপি একটি চালেও জিততে পারেনি, ধরাশায়ী। শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করতে গিয়ে নিজেরাই নিশ্চিহ্নের পথে। চলতি পাঁচ বছরে রাজনীতির ভবিষ্যদ্বাণী গণক করতে পারেনি। তবে মানুষের হাওয়াই মিঠাই খাওয়ার ব্যাপক সুযোগ হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.