নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

সামু ব্লগের কৃতপক্ষকের কাছে বিনীত ভাবে অনুরোধ

১৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২০


আজ কয়েকদিন থেকে লক্ষ করছি ব্লগটি একটু নিরামিস টাইপের কিছু মনে হচ্ছে । যথারিতী বলা চলে ব্লগ প্রায় এখন শূণ্যের কোটায়।
একদিকে এমনেই আমাদের অনেকেরি ব্লগে আসতে অনেক সমস্যা পোহাতে হয় অনেক দানাই পানাই করে ভিপিএন টিপিএন ব্যবহার
করে অনেকে অনেক বা বিভিন্ন ধরণের কৌশল খাটিয়ে তারপর ব্লগে আসছি ।

এত কষ্ট করে সামুতে আসার কারনেই বড় প্রমান হয়,আসলে যারা সত্যিকারের ব্লগার তারা সামুকে কতটা ভালোবাসে । তবে সব
আসাযাওয়া বিফলে যায় যখন একজন ব্লগার অনেক আশা বুকে বেঁধে ব্লগে আসে একটা লেখা পোস্ট বা শেয়ার করার জন্য ।ইদানিং
দেখা যাচ্ছে ব্লগে লেখা শেয়ার করা গেলেও কিন্ত ছবি কোনো ভাবেই আপলোড হচ্ছেনা।

হ্যা অবশ্য এ বিষয় কৃতপক্ষ জানিয়েছেন কিন্তু আসলেকি এতে মনে হয়না কোনো সমস্যার সমাধান হবে । তাই কৃতপক্ষের কাছে বিনীত
অনুরোধ থাকবেঃ
(১) ব্লগারদের রেজিষ্ট্রন করার রাস্তা খুলে দিন ।
(২) ব্লগারদের নতুন লেখার সাথে ছবি আপলোডের পথ খুলে দিন।
শুধু নতুন নিকগুলোকে কিছুদিন কমেন্ট থেকে বিরত এবং কমেন্টের সাথে ছবি যোগ করা থেকে বিরত রাখুন।
নতুন লেখায় ছবি যোগ না করতে পারায় ইদানিং অনেক কষ্ট করে ব্লগে ঢুকতে পারলেও পোস্ট করে বেশি একটা আনন্দ পাচ্ছি না।

আরেকটা বিষয় প্রায় সময় ব্লগে ঢুকলে ইদানিং নজরে পরে সেটা হল আমাদের এই প্রিয় সামুতে গুগল অ্যাড সেন্সর থেকে যে
অ্যাডগুলো দেয়া হচ্ছে তার অধিকঅংশই খুব খারাপ এক কথায় কিছুটা আধা নগ্ন টাইপের । দয়া করে সেগুলোর বিরুদ্ধে কোনো
ব্যবস্থা নেয়া যায় কি না একটু ভেবে দেখবেন।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আশা করি, কর্তৃপক্ষ আপনার বক্তব্য নিয়ে ভাববেন।

শুভ ব্লগিং।

১৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু আমাদের প্রিয় সামুকে বাঁচিয়ে রাখুক।

২| ১৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

পবিত্র হোসাইন বলেছেন: সামহোয়্যারইন ব্লগকে নিয়ে ষড়যন্ত্র -সতর্ক থাকুন এবং আস্থা রাখুন কর্তৃপক্ষের উপর। -(কাল্পনিক_ভালোবাসা )

১৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাই আস্থা এবং বিশ্বাস আছে বলেইতো এখনও আছি ।

৩| ১৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

রাকিব আর পি এম সি বলেছেন: সরকার সামুকে "slow poison" নীতিতে পুরোপুরিভাবে বন্ধ করতে চাইছে। একদিকে যেমন সামুর ভিজিটর সংখ্যা ব্যাপকভাবে কমেছে, ইদানিং পোস্ট সংখ্যাও অনেকাংশে কমে এসেছে। কর্তৃপক্ষ কি করতে চাইছে তা এখনো স্পষ্ট নয়। এভাবে সামু হয়ত অারো কয়েকমাস চলবে, কিংবা বছরও কিন্তু তারপর ব্লগার ও পাঠক শূন্যতায় সামু চিরতরে হারিয়ে যেতে পারে...

২১ শে মার্চ, ২০১৯ রাত ১:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম দেখা যাক আমাদের ভাগ্যে কি লেখা আছে।

৪| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪২

রাজীব নুর বলেছেন: আমার বিশ্বাস সামু আবার জমজমাট হবে। হবেই।

২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ইনশাল্লাহ । আগেও সাথে ছিলাম এখনো আছি ইনশাল্লাহ আগামীতেও থাকবো ।

৫| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫২

জুনায়েদ বি রাহমান বলেছেন: এভাবে চলতে থাকলে, সামুতে কেউ লিখবে না। আর সাধারণ পাঠক তো ভিপিএন টিপিএন ইউজ করে পড়তে আসবে না।

২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাই অনুরোধ লিপী এই পোস্ট।

৬| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ৯:০৯

শাহাদাত নিরব বলেছেন: মামা ৪ মাস যাবত কিছু লিখতে পারছিনা ।
ব্লক করে রেখে দিয়েছে ।
আমিও নাছোড় বান্ধা সামু ছাইড়া যাইনি।
অনেক অনুরোধ করেও পাইনি কোনো সুরাহা
কমেন্ট করতে করতে কাটে আমার বেলা ।

২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:১৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ইনশাল্লাহ সব বিপদ কেটে যাবে।

৭| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ৯:০৯

ব্লগার_প্রান্ত বলেছেন: আমার বিশ্বাস ছিলো, অন্তত আওয়ামীলীগ কখনো সামুর ক্ষতি করবে না!

৮| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ৯:১০

জুন বলেছেন: বেদনাদায়ক

৯| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ৯:২৩

আকতার আর হোসাইন বলেছেন: দুর্দিন কেটে যাবে ইনশাআল্লাহ....

আর রেজিস্ট্রেশন এর নিয়ম করা যেতে পারে। ছবি কমেন্ট ও আপলোড করার সিস্টেম অফ রাখলেই হয়।

অথবা আপলোড করতে পারবে ঠিকই। কিন্তু সেটা পেন্ডিং এ থাকবে। মডারেটর যখন এপ্রোভ করবে তখন সেটা পাবলিক দেখতে পারবে। অর্থাৎ ফেসবুক গ্রুপ যেভাবে পরিচালনা করত্র হয় ঠিক সেভাবেই করতে হবে। তবে পোস্ট বা কমেন্ট এপ্রোভের পর তা আর ইডিট করা যাবে না। এই সিস্টেম রাখতে হবে। প্রয়োজনে মডারেটর বাড়ানো হোক।

১০| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ৯:২৩

আকতার আর হোসাইন বলেছেন: দুর্দিন কেটে যাবে ইনশাআল্লাহ....

আর রেজিস্ট্রেশন এর নিয়ম করা যেতে পারে। ছবি কমেন্ট ও আপলোড করার সিস্টেম অফ রাখলেই হয়।

অথবা আপলোড করতে পারবে ঠিকই। কিন্তু সেটা পেন্ডিং এ থাকবে। মডারেটর যখন এপ্রোভ করবে তখন সেটা পাবলিক দেখতে পারবে। অর্থাৎ ফেসবুক গ্রুপ যেভাবে পরিচালনা করত্র হয় ঠিক সেভাবেই করতে হবে। তবে পোস্ট বা কমেন্ট এপ্রোভের পর তা আর ইডিট করা যাবে না। এই সিস্টেম রাখতে হবে। প্রয়োজনে মডারেটর বাড়ানো হোক।

১১| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ১০:৩৯

ঠ্যঠা মফিজ বলেছেন: খুব ভালো কথা বলছেন।

১২| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ১১:০৯

মাহমুদুর রহমান বলেছেন: নতুন রেজিঃ বন্ধ থাকুক আপাতত, ছবি আপলোড দেয়ার অপশন চালু হোক।

১৩| ১৯ শে মার্চ, ২০১৯ সকাল ৯:০৯

মলাসইলমুইনা বলেছেন: হাসু মামা,
দ্বিতীয় পয়েন্টার সাথে একমত হলাম কিন্তু । যেহেতু নতুন ব্লগারদের রেজিস্ট্রেশন বন্ধ আছে সেহেতু খুব সমস্যা না থাকলে পোস্টের সাথে ফটো দেবার সুযোগটা এখন আবার শুরু করা উচিত । কারণ যারাই নোংরামিগুলো করুক এই সুযোগ নিয়ে তারা সেটা করতে পারবে না কাৰণ নতুন করে আইডিতো খোলাই যাচ্ছে না । নিজের পোস্টে এই নোংরামি করলেতো পোস্ট সাথে সাথে ব্যান করে দিলেই সমস্যা দূর হবে তাতে ঝুলিতে পূরণ পাপী থাকলে তাকেও এই সুযোগে ধরা যাবে। আর সেকেন্ড পয়েন্ট হলো মূল পোস্টে এই ফটো বন্ধ রাখার ব্যাপারটাতো কাজ করছে না মনে হয় ।কেউ কেউতো এখনো ফটো দিতে পারছে ।মধ্যে থেকে কিছু 'ল এবাইডিং সিটিজেন' তাদের পোস্টে ফটো দিতে পারছেন না নতুন নিয়মের মেনে চলার কারণে। এতো নিয়ম মেনে চলার কাৰণে পানিশমেন্ট দেবার ব্যবস্থা করা হলো কারো কারো জন্য ! তাই সবার জন্যই একটাই নিয়ম করা ও সেটার ইমপ্লিমেন্টেশন দরকার ।

২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:১০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত নাইম ভাই।

১৪| ১৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই কেমন জানি হয়ে গেলো ব্লগটা

২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:০৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপুমনি আশা করি দ্রুত আমাদের সামনে থেকে সব কালো মেঘ কেটে যাবে ।

১৫| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ৮:১৬

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। আপনি যে পোস্টে ছবি যুক্ত করেছেন? আমি অবশ্য চেষ্টা করিনি, তাই প্রশ্ন করলাম।

ভিপিএন দিয়ে সবাই সামুতে লগইন করতে চায় না। কারণ অনেকের পোজ লোড হতে সময় নেয়। তাই ব্লগার, পাঠক, ভিজিটর....কম। আশা করি, সামু অতি দ্রুত স্বাভাবিকভাবে ফিরে আসবে।

আমি কিন্তু লগইন না করে থাকতে পারি না.......

২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নতুন ছবি নয় দাদু এটা পুরান আপলোড করা শুধু সংযোগ করে দিছি।

১৬| ২০ শে মার্চ, ২০১৯ ভোর ৬:০৪

সোহানী বলেছেন: আজেবাজে ছবি পোস্ট বা কমেন্ট বন্ধের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা যেতে পারে কিন্তু নতুন রেজিস্ট্রেশান বন্ধ রাখা মনে হয় উচিত নয়। এর আগেও নতুন রেজিস্ট্রেশান থেকে কমেন্ট অপশান বন্ধ ছিল। যাহোক সামহোয়ার কর্তৃপক্ষ কিভাবে সমস্যা সমাধান করছে জানি না তবে এর সমাধান আশা করছি দ্রুতই।

২১ শে মার্চ, ২০১৯ রাত ১:০৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খারাপ বলেননি আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.