নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

প্রতিশ্রুতি আর শেষ হয়না !!!!!!

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২০


কত গেলেন আর আইলেন কিন্তু এদের প্রতিশ্রুতি আর শেষ হয়না ।ভোট আসলেই নানান তালবাহানা শুরু করে দেন আপনেরা,
আর নির্বাচন শেষ হতে না হতেই চোখে সরিষা ফুল দেখতে শুরু করেন ।
আগে এইসব ছয় নয় পোনের সিষ্টেম বাদ দেন তার লাইনে আসেন ।ঢাকা-১ আসনের সাংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সম্প্রতি তার নির্বাচনী এলাকা ঢাকার দোহারে ইউএনও অফিসে স্থানীয় মানুষদের বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন ।
আসলে কি তিনি কোনোদিন এসব প্রতিশ্রুতি কার্যকর করবেন ?

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩২

চাঁদগাজী বলেছেন:


সালমান রহমানরা "শিল্প ঋণের" নামে ব্যাংক ডাকাতী করেছে; এরা ঋণ-খেলাপী; সরকারের সাথে মিলে কি করেছে, কেহ সঠিকভাবে কিছুই জানে না; তবে, তারা ঋণ খেলাপী।

সাংসদ নিজের এলাকার লোকদের সাথে মিলিত হয়েছে, এটা ভালো লক্ষণ; আপনি কিন্তু কিছু লেখেননি, সে কি প্রতিশ্রুতি দিয়েছে। আপনি সামসাময়িক ব্যাপারে লেখার চেষ্টা করেন; তবে, কি লেখেন, কিছু বুঝা যায় না।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তার এলাকার দরিদ্র মানুষদের চিকিৎসা সহায়তার আস্বাস দেন ।এছাড়াও তার নির্বাচনী এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে যথাযত পদক্ষেপ নিতে নির্দেশ প্রদান করেন।তিনি বলেন যে আওয়ামী লীগ সরকার পুলিশ বাহিনীকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা দিচ্ছে যার ফলে এই বাহিনীতে দুর্নীতি অনেক কমে গেছে। :)

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: বাঙ্গালী প্রতিশ্রুতি ভালোবাসে।

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: গুরুভাই সেটাই চলছে কয়েক যুগ ধরে ।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৭

আকতার আর হোসাইন বলেছেন: হাহাহা. শিরোনাম দেখে প্রচুর হাসতে হল।

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক আছে । হাসুন হাসা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারি একটা প্রন্থা । ;)

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রতিশ্রুতির প্রজাপতি কেবল উড়ে বেড়ায় বাস্তব হয়না।

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খাটি কথা বলছেন ভাই । সহমত।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪১

আকতার আর হোসাইন বলেছেন: খুবই উপরের মন্তব্যটি অন্য একটি পোস্টে করেছিলাম।।ভুলক্রমে এইটাতে হয়ে গেল। সেই পোস্টটি হল, 'আজ পবিত্র লাইলাতুল।ইলেকশন'

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক আছে ভাই ।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

(লাইলাবানু) বলেছেন: আর শেষ হবেও না কোনও দিন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.