নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার অদম্য ইচ্ছেসহ আগামীর পথে

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান

আমি প্রতিসাম্য তৈরি করতে ভালবাসি

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান › বিস্তারিত পোস্টঃ

ঘৃনিত বিমান ENOLA GAY এবং ঘৃনার আরেক নাম Little Boy

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৬





ছবি দুটো দেখুন আর মনের যত ঘৃনা আছে তা জড় করুন। কেননা একটু পরে তা উগরে দিতে হবে

বিমানটার ডাকনাম ENOLA GAY , প্রস্তুতকারকদের দেয়া নাম Boeing B-29 Superfortress। এটি U.S. Army Air Forces এর 509th Composite Group এর অধীনে ছিল। ১৯৪৫ সালের কথা বলছি। এটি একটি বোমারু বিমান। বিশাল ব্যবধানে উড়ে গিয়ে উদর হতে টনকে টন বোমা ফেলার জন্য প্রস্তুত করা।

আর অন্য যে কুৎসিত ছবিটা দেখতে পাচ্ছেন তা হল আমেরিকান সরকারের কুখ্যাত Manhattan Project এর ফলে জন্ম নেয়া এক জারজ সন্তান। যার নাম Little Boy। বিশ্বের প্রথম ব্যাপক ধ্বংসক্ষমতা সম্পন্ন পারমানবিক বোমা। পৃথিবীর দুঃস্বপ্ন।

সময়কাল ১৯৪৫। সারা পৃথিবী জুড়ে ২য় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা। স্থান হিরোশিমা। সুর্যোদয়ের দেশ জাপানের এক বানিজ্যিক এবং সামরিক সহর। এখানেই অবস্থিত Field Marshal Shunroku Hata এর Second General Army এর সদরদপ্তর। এছাড়া আছে 59th Army, 5th Division, 224th Division, কিছু নবগঠিত mobile unit এর সদরদপ্তর। সর্বসাকুল্যে ৪০০০০ সৈন্যের আবাস।

বিভিন্ন দিক বিবেচনায় এটাই টার্গেট হয়ে দাঁড়ায় আমেরিকার সমরবিদদের। আমেরিকা থেকে বিভিন্ন ultra classified জিনিস বিভিন্ন পথে পৌঁছে যায় মারিয়ানা দ্বীপপুঞ্জের তিনিয়ান দ্বীপে।

কাল তারিখ ৬ আগস্ট ১৯৪৫। পৌঁছে যায় প্রেসিডেন্ট Harry S. Truman এর নির্দেশ (এখানে বলে রাখি ট্রুম্যানের নামের মাঝের s এর কোন অর্থ নেই। উনি এমনিতেই s টা ব্যবহার করতেন। আমি অবশ্য কারন একটা খুজে পেয়েছি। তা হল ‘শুয়োরের বাচ্চা’)। তো, হ্যারি ‘শুয়োরের বাচ্চা’ ট্রুম্যানের নির্দেশানুযায়ী কমান্ডার পল টিবেট ENOLA GAY কে উড়িয়ে নিয়ে চলে ৬ ঘণ্টা উড্ডয়ন দুরত্বের হিরোশিমার দিকে। হতভাগ্য হিরোশিমা বাসী নগ্ন বিস্ময়ে প্রত্যক্ষ করে বিশ্বের প্রথম ‘যুদ্ধসন্ত্রাস’।

মহাপতংগ বি-২৯ এর পেট থেকে ঝরে পড়ে little boy. কেড়ে নেয় ৯৯০০০-১৬৬০০০ প্রান। ৪০০০০ সৈন্য, বাকি সব নিরীহ বেসামরিক লোক। এখানেই থামেনা আমেরিকার সন্ত্রাস। তিনদিন পড়ে নাগাসাকির বুকে পড়ে আরেক বোমা ‘ফ্যাট ম্যান’। এটা যদি সত্যিই যুদ্ধ হত তবে সামনাসামনি jap দের সাথে লড়ত আমেরিকা। কাপুরুষের মত নিরীহ লোকদের মেরে জাপানীদের আত্মসমর্পনে বাধ্য করত না।

এক উধ্বৃতি দেই এক গল্পের, “প্রায়ই এক নিঃসঙ্গ চড়ুই কে দেখা যায় জানালার গ্রিলে। ঘৃনার স্বরে সে ডেকে যায়, ছি ছি ছি ছি......। এই ঘৃনা কাদের জন্য? এই ধিক্কার কাদের জন্য? নিশ্চয়ই তাদের জন্য যারা ডিম্ববতী মহাপতংগীনীর পেটে পেটে উড়ে বেড়ায় আর দেশে দেশে অশান্তি ডেকে আনে(সামান্য পরিবর্তনকৃত)।”

আসুন আমরাও বলি, ছি ছি ছি ছি ছি .........

তথ্যসুত্রঃ উইকি মামু এবং গুগল চাচ্চু

মন্তব্য ১১ টি রেটিং +৬/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

যুদ্ধা সব সময় ঘৃণার।

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০৪

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: আমেরিকা যা করেছিল তা যুদ্ধ অপেক্ষা বেশি কিছু।

২| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ২:৩১

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমাদের দেশে যখন রাজাকারদের ফাঁসি দেয়া হয়, তখন মানবধিকার বলে মার্কিনীদের চিৎকার করতে দেখা যায়। অথচ এতোগুলো নিরীহ মানুষ মারার সময় ওদের মধে কোন বিকার হয় নাই। এটাই অ্যামেরিকার যুদ্ধনীতি। ছিঃ ছিঃ ছিঃ

০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৮

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ছি ছি ছি

৩| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ৩:০৬

সাফকাত আজিজ বলেছেন: মহাপতংগ বি-২৯ এর পেট থেকে ঝরে পড়ে little boy. মহাপতংগ.।নামটা বলে অনেক পুরনো এক গল্পের কথা মনে করিয়ে দিলেন......

০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৮

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: মহাপতংগ গল্প। এই গল্প থেকেই কিছু লাইন কোট করেছি শেষে----------

৪| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪২

আছিফুর রহমান বলেছেন: এরাই সভ্যতার ধারক বাহক, সভ্যতার আড়ালে অসভ্যতার নোংরা মুখ

০৯ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৮

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: নোংরা মুখ , অসভ্যতার নোংরা মুখ

৫| ০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৭

হাসান মাহবুব বলেছেন: ঘৃণা জানাই।

০৯ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৭

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ছি ছি ছি

৬| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৯:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হতভাগ্য হিরোশিমা বাসী নগ্ন বিস্ময়ে প্রত্যক্ষ করে বিশ্বের প্রথম ‘যুদ্ধসন্ত্রাস’।

না না-
কাপুরুষ আমেরিকার জংলী হিংস্রতার!!

এরা এরাই কিনা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ডাক দেয়!!!! ছি: ছি: ছি:


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.