নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার অদম্য ইচ্ছেসহ আগামীর পথে

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান

আমি প্রতিসাম্য তৈরি করতে ভালবাসি

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান › বিস্তারিত পোস্টঃ

আমেরিকার বিমানবাহী যুদ্ধজাহাজ USS ENTERPRISE এবং বাঙ্গালির স্বাধীনতা যুদ্ধ

০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩



পৃথিবীর সর্বপ্রথম পারমানবিক শক্তিচালিত এই বিমানবাহী যুদ্ধজাহাজ USS ENTERPRISE-ই ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। তখন এটা ছিল আমেরিকান নেভির সপ্তম নৌবহরের অন্তর্ভুক্ত। আন্তর্জাতিক ঘৃন্য রাজনীতির গ্যাঁড়াকলে এই লৌহ দানব ধেয়ে আসছিল বাঙ্গালির মুক্তিসংগ্রামের গলা টিপে ধরতে।

এই নিমিটজ ক্লাশ এয়ারক্রাফট ক্যারিয়ার এ যে পরিমান যুদ্ধাস্ত্র থাকে তা দিয়ে পুরো দক্ষিন এশিয়াই পৃথিবীর মানচিত্র থেকে উধাও করে দেয়া যায়। সুতরাং এটা যদি সত্যি সত্যিই বঙ্গোপসাগরে ডিপ্লয় হত, তবে আমাদের ভাগ্যে কি হত বলা যায় না।

ভারত এবং রাশিয়া নিজেদের স্বার্থেই হোক বা রাজনীতির প্যাচেই হোক বা সমরনীতির কুট কৌশলেই হোক, এই দানব কে রুখে দিয়েছিল। আন্দামান-নিকবর দ্বীপ পুঞ্জে অবস্থিত ইন্ডিয়ান এয়ারফোর্স বেস এবং ইন্ডিয়ান নেভির INS VIKRANT যুদ্ধজাহাজ ব্লকেড তৈরি করে আর পরে আসে সোভিয়েত নেভির সাবমেরিন।

আর তারপর, USS ENTERPRISE নেয় অ্যাবাউট টার্ন এবং ‘অল ইঞ্জিনস এহেড ফ্ল্যাঙ্ক’ দিয়ে চলে যায় বঙ্গোপসাগরের সীমানা ছেড়ে।

ফিলিং curse you USS ENTERPRISE

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৫

সাদী ফেরদৌস বলেছেন: ধন্যবাদ পোস্ট টা করার জন্য , একটা গুরুত্বপূর্ণ তথ্য জানলাম

০৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:০২

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪২

লাজুক ছেলে...... বলেছেন: ধন্যবাদ..... এতদিন শুধু মুখে মুখেই শুনেছিলাম। আজ আপনার বদৌলতে কিছু
তথ্যও জানা হোল ...... ভাল থাকবেন । অপেক্ষায় রইলাম এরকম আরও কিছুর জন্য...

০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ধন্যবাদ। আরও আসবে সামনে-------

৩| ০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৪

হাসান মাহবুব বলেছেন: ভালো পোস্ট।

০৯ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৩

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ধন্যবাদ

০৯ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৩

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ধন্যবাদ

৪| ১৪ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আম্রিকারে এখনও পাকি দালাল ছাড়া কিছু মনে হয় না। যদিও আমরারে খয়রাতপাতি কম দেয় না, তবু সেই দানে তার আন্তরিকতার ছোঁয়া নাই। গার্মেন্টস শিল্প নিয়া তার চিকন চালাকি সেটাই প্রমাণ করে।

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ঠিক বলেছেন

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২০

মো: রাসেল ইসলাম বলেছেন: void(0);

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.