নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার অদম্য ইচ্ছেসহ আগামীর পথে

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান

আমি প্রতিসাম্য তৈরি করতে ভালবাসি

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ জাতীয় সংসদের লোগো (amateur)

১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭



আমাদের জাতীয় সংসদের লোগো করলাম।

একজন থার্ড ক্লাশ ডিজাইনার হিসাবে নিজেকে নিয়ে বেশ গর্ব হচ্ছে আমার। বিদেশি মুভি দেখতে গেলে বা কোন কিছু নিয়ে একটু স্টাডি করতে গেলেই বিভিন্ন সরকারী লোগো চোখে পড়ে আমার (আমার আবার লোগোর উপর ফ্যাসিনেশন আছে)। যখন নিজ দেশের সাথে কমপেয়ার করি তখন খারাপ লাগে।

কেন জানি সরকারী বেশিরভাগ লোগোই আমার পছন্দ হয় না। অনেকটা দায়সারা গোছের। দিতে হয় তাই দেয়া। কিন্তু বিদেশি লোগো গুলো খুব এরিস্টোক্রেটিক হয়।

দেখি, বিদেশি প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার রা প্রেস কনফারেন্স করছেন, পিছনে সুন্দর সুন্দর লোগো সহ অভিজাত ব্যাকগ্রাউন্ড। আর আমাদের দেখি একটা কাগজে দায়সারা ভাবে প্রেস কনফারেন্স লেখা থাকে (কনফারেন্সটাও দায়সারা কিনা, তাই হয়ত)।

ভাবি, ইশশ আমাদেরও যদি এমন হত। একটা করলাম নিজের মনের শান্তির জন্য। অভিজাত একটা ভাব দেয়ার চেস্টা করেছি, কতটুকু সফল কে জানে!!!

অনেক সময় নিল জিনিসটা। লুই আইকান কমপ্লেক্সিসিটি র চূড়ান্ত করেছেন সংসদের ডিজাইনে, তার প্রেশারটাও পড়ল আমার উপরে

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

বিলোয় বলেছেন: এইটা কি ব্যবহার করা হবে?

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১:০০

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: নারে ভাই, তা কি আর হয় নাকি!!!!

২| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:০১

ক্ষতিগ্রস্থ বলেছেন: আমার অনেক ভাল লেগেছে. কিন্তু বাংলাদেশে লাল-সবুজ রঙ না থাকলে সব বাতিল...

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১:০১

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ঠিক তাই।

কি আর করা.

৩| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:১১

মুদ্রা সংগ্রাহক বলেছেন: লোগোতে যে পতাকার রং থাকতেই হবে এই দিব্যি কে দিয়েছে? আমার কাছে তো বেশ লাগছে।

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১:০২

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ধন্যবাদ

৪| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৫

রাজ হাসান বলেছেন: আমেরিকার হোয়াইট হাউসের সাথে কেমন জানি মিল খুজে পাই।ভাল হয়েছে।

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১:০৩

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: কালার টা আমার পছন্দের। হোয়াইট হাউসের থেকে কালার টা নিয়েছি।

অভিজাত বলে কথা!!! হা হা হা

৫| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:২০

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার হয়েছে। পেশাদার কাজ মনে হচ্ছে।

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১:০৩

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ধন্যবাদ আপনাকে

৬| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১০:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার কাছে এ্যামেচার মনে হয় নি। ভালো লেগেছে। চমৎকার। তবে যেহেতু বাংলাদেশে কিছু কালার কোড আছে, সেটা কোথাও ব্যবহার করতে পারলে পরিপূর্ন হতো।

৭| ১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:১০

অলওয়েজ ড্রিম বলেছেন: দেখতে সুন্দর হয়েছে। তবে লাল-সবুজের ব্যাপারটা আরেকটু ভাবলে ভাল হত।

৮| ১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:২৪

ওস্তাদজী... বলেছেন: ধুর মিয়া, হোয়াইট হাউসের লোগোর মত হইছে। নিজেগো মত বানান।

৯| ১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৪

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন:

কালার সংশোধনী ১

১০| ১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৬

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন:

কালার সংশোধনী ২

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.