নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার অদম্য ইচ্ছেসহ আগামীর পথে

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান

আমি প্রতিসাম্য তৈরি করতে ভালবাসি

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান › বিস্তারিত পোস্টঃ

(ছবি ব্লগ) নাসার নভোচারী স্কট কেলির মহাশূন্য থেকে তোলা কিছু অসাধারণ ছবি!!!

০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩


কমান্ডার স্কট জোসেফ কেলি
স্কট জোসেফ কেলি একজন আমেরিকান নভোচারী, ইঞ্জিনিয়ার এবং অবসরপ্রাপ্ত নেভি ক্যাপ্টেন। তিনটি মিশন সম্পন্ন করা অভিজ্ঞ নভোচারী কেলি ২০১২ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক মহাশূন্য ষ্টেশনে স্পেশাল একবছর মেয়াদী মিশনের জন্য মনোনীত হন। সাম্প্রতিক সময়ে তিনি ৩৪০ দিনের রেকর্ড মিশন সম্পন্ন করে পৃথিবীতে ফিরেছেন। তার সাথে ছিলেন আরেক রাশিয়ান নভোচারী মিখাইল করনিয়েনকো।
গত একবছর ধরে কেলি শুধুমাত্র আন্তর্জাতিক মহাশূন্য ষ্টেশনের কমান্ডার ছিলেন না এবং শুধু বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা করেই ক্ষান্ত হননি, তার সাথে সাথে নিয়মিত অভিজ্ঞ ফটোগ্রাফারের মত পৃথিবীর ফটো তুলেছেন আন্তর্জাতিক মহাশূন্য ষ্টেশনে বসে। নিয়মিত টুইট করেছেন সেখান থেকে।

চলুন, কেলির তোলা কিছু দুর্দান্ত ফটো দেখে নেই............




স্পেশাল কপুলা মডিউলে বসে সেলফিটা খিঁচেছেন কেলি, যেখান থেকে ৩৬০ ডিগ্রি এঙ্গেলে পৃথিবী এবং আই এস এস এর ভিউ পাওয়া যায়


এই অসাধারণ রঙচঙে ছবিটা আলজেরিয়ার তাসিলি এন’আজিয়ার (উচ্চারণ টা বোধ হয় ঠিক হয় নাই, বাট হু কেয়ারস??) ন্যাশনাল পার্কের


এত সুন্দর ফটোগ্রাফি আমি জীবনে খুব কম দেখেছি। এই ছবিটা পোষ্ট করার সময় কেলির ক্যাপশন ছিল, "#Bahamas, the strokes of your watercolors are always a refreshing sight." ক্যারিবিয়ান আর্কিপেলাগাস এর ছবিটা গত জুলাইতে তোলা


মহাশুন্যে আবার এত ক্লোজ ফুলের ছবি এল কোত্থেকে??? কেলির ক্যামেরার রেঞ্জ কি এতই বেশি যে জিনিয়া ফুলের এই ক্লোজ ছবি তুলে ফেলল অত উপর থেকে?? বুজরুকি নাকি?? না ভাই, এই ফুলটা মহাশুন্যে মাইক্রোগ্রাভিটিতে ফোটা প্রথম ফুল। জানুয়ারিতে আই এস এস এর ভিতরে তোলা।



"#GoodMorning #Egypt! Your colors never cease to amaze! এটা কেলির কথা। মিশরের ওয়াদি আল জাদিদ এর ছবি।



"Day 207, dusk over the Indian Ocean with a yellow band on the horizon,"
ক্যাপশনের পরে আর বেশি কিছু বলার থাকেনা। শুধু এটুকুই বলব যে, এই হলুদ ব্যান্ডের উৎপত্তি হয় বায়ুমন্ডলে সুর্যরশ্মির প্রতিফলনের ফলে।



হ্যারিকেন প্যাট্রিসিয়ার ছবি। আই অফ দ্য স্ট্রম দেখে একটা কথা মনে পড়ে গেল। কিন্তু বলব না। ঝড়ের নামটাই দায়ী।



মেরুপ্রভার ছবি। মহাশূন্য থেকে দেখতে এত সুন্দর লাগে!!!!!!!!!!



কেলির আসলেই ফটোগ্রাফারের চোখ!!! পৃথিবী আর মিল্কিওয়ে একই ফ্রেমে দুর্দান্তভাবে বন্দী করেছেন।

আরও কিছু দুর্দান্ত ছবি আছে। পরে দেবার ইচ্ছা আছে...................

বিঃদ্রঃ কেলির প্রতি...... প্রিয় কেলি, যদি আবার কখনো মহাশুন্যে যান তবে এশিয়ার উপর দিয়ে যাবার সময় দেখবেন খুব সুন্দর একটা উপসাগর। তার নীল জলে সুর্যের প্রতিবিম্ব খন্ডবিখন্ড হয় ঢেউয়ের দোলায়। দেখবেন সেই উপসাগরের তীর ঘেঁষে মাইলের পর মাইল চলে গেছে বালুচর। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকত। দেখবেন, সাগরের তীরে একজায়গাতে একরের পর একর ম্যানগ্রোভ ফরেস্ট। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ। দেখবেন ছোট্ট একটা দেশ। মহাশূন্য থেকে হয়ত আপনার চোখে আরও ছোট লাগবে। এই ছোট দেশটার উপর দিয়ে যাবার সময় ক্যামেরাতে চোখ রাখলে আর ফিরাতে পারবেন না। সবুজ আপনার চোখ ঝলসে দেবে, একটার পর একটা নদী দেখে আপনার ধাঁধা লেগে যাবে চোখে। প্লিজ, অনেক ছবি তুলবেন। জানি আপনার দেখার চোখ আছে। জানি আপনি আপনার অজান্তেই ক্যাপশন দিয়ে দেবেন, #beautiful_bangladesh. The most beautiful country I’ve ever seen. ধন্যবাদ।

তথ্যসুত্রঃ iflscience

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:০১

মহা সমন্বয় বলেছেন: দৃশ্যগুলো অসাধারণ !:#P যদি কোনদিন মহাকাশে যাইতে পারতাম তহলে আমিও সেলফি তুলতাম। :)

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৯

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: খালি সেলফিটাই দেখলেন! :) আমি হলে প্রচুর বাংলাদেশের ছবি তুলতাম :)

২| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৭

সুমন কর বলেছেন: চমৎকার !! শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৯

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

৩| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৩

কবি এবং হিমু বলেছেন: অনেক ভাল লাগলো।ছবিগুলো চমৎকার।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৮

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: :)

৪| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৬

অন্তঃপুরবাসিনী বলেছেন: ওয়াও!! অসাধারণ!!

পোষ্টে + :)


কেলি, বাংলাদেশের অনেক ছবি তুলবেন প্লিজ!!!

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৮

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: প্লিজ :)

৫| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৮

আজমান আন্দালিব বলেছেন: দারুণ!

০৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩১

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: :)

৬| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৭

ইমরাজ কবির মুন বলেছেন:
WOW!!

০৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩১

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: আসলেই ওয়াও :)

৭| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৮

বিজন রয় বলেছেন: অসাধারণ।
শেয়ার করার জন্য +++++।

০৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩১

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ধন্যবাদ

৮| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৩

হাসান মাহবুব বলেছেন: অনবদ্য!

সবুজ কিন্তু চোখ ঝলসে দেয় না, প্রশান্তি এনে দেয়।

০৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:২২

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: ভাল অর্থে বলেছি :)

৯| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪২

অভিমান ইগো এবং ভালোবাসা বলেছেন: অসাধারণ।

০৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৪

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: :)

১০| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:


অসাধারণ সব ছবি। :)

১১| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৬

আরণ্যক রাখাল বলেছেন: খুব ভালো শেয়ার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.