নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার অদম্য ইচ্ছেসহ আগামীর পথে

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান

আমি প্রতিসাম্য তৈরি করতে ভালবাসি

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান › বিস্তারিত পোস্টঃ

মেন্থল কিভাবে মুখ শীতল করে?

২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭


মনে একটু সতেজ ভাব আনতে কিংবা মুখ জুড়ে মৃদু শীতলতার এক কোমল পরশ ছড়িয়ে দিতে মাঝে মাঝেই আমরা মেন্থল জাতীয় বিভিন্ন চকলেট খেয়ে থাকি। কিন্তু কেন এসব চকলেট খেলে এমন হয়? মেন্থলের উপস্থিতির জন্য যে এটা হয় তা নাহয় বুঝলাম, কিন্তু মেন্থল এমন কী-ই বা করে যার ফলে কৃত্রিম শীতলতার এ অনুভূতির উদ্রেক হয়?

এ ঘটনার জন্য দায়ী আসলে একটি প্রোটিন। মুখে শীতলতার জন্ম দিলেও প্রোটিনটির নাম কিন্তু মাথা গরম করে দেয়ার মতোই খটমটে- ট্রানজিয়েন্ট রিসেপ্টর পটেনশিয়াল ক্যাটায়ন চ্যানেল সাবফ্যামিলি এম মেম্বার ৮(Transient receptor potential cation channel subfamily M member 8, সংক্ষেপে TRPM8)। TRPM8 একটি আয়ন চ্যানেল প্রোটিন অর্থাৎ এটি সেল মেমব্রেনের (কোষঝিল্লী) ভেতর দিয়ে আয়নের চলাচল নিয়ন্ত্রণ করে। একটি নির্দিষ্ট চাবি যেমন একটি নির্দিষ্ট তালা খুলতে পারে, তেমনই এ প্রোটিনকে সক্রিয় করতেও বিশেষ রাসায়নিক উদ্দীপকের দরকার। TRPM8 এর বেলায় এ উদ্দীপক হলো তাপমাত্রা। যখন তাপমাত্রা কমে যায়, তখন এর আকারও পরিবর্তন হয়ে যায়। ফলে স্নায়ু কোষে প্রবেশ করে ক্যালসিয়াম আয়ন। এ আয়নের চলাচলের কারণে এরপরই আমাদের মস্তিষ্কে সিগনাল চলে যায় যে, তাপমাত্রা কমে গেছে। ফলে আমরা শীতলতার অনুভূতি পেয়ে থাকি।

এখন আসা যাক মেন্থলের কথায়। তাপমাত্রার মতো মেন্থলও TRPM8-কে সক্রিয় করে। ফলে মুখ থেকে ব্রেনে সিগনাল চলে যায় বলেই আমাদের মুখ জুড়ে শীতলতার এক চমৎকার অনুভূতি ছড়িয়ে পড়ে। চকলেট যখন শেষ হয়ে যায় তখনও মুখে কিছু মেন্থল থেকে যায়। তখন পানি পান করলে কিংবা মুখে বাতাস টেনে নিলে নিউরনগুলো আবারো উত্তেজিত হয়ে পড়ে। ফলে আবারো মুখে ঠান্ডা লাগে আমাদের।

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ চমৎকার একটা ব্যাপার :)

২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: হুম, বিজ্ঞান আসলেই খুব চমৎকার :)

২| ২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

সুমন কর বলেছেন: জেনে গেলাম... !:#P

২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: জানিয়ে মজা পেলাম :)

৩| ২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

নুর ইসলাম রফিক বলেছেন: অসাধারণ তথ্য সত্যি মুগ্ধকর।

২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩০

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: :) হুম, মুগ্ধকর :)

৪| ২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

আন্ধার রাত বলেছেন:
দেন তাহলে একটা মেন্থল চকলেট, খেয়ে দেখি আপনার কথার সাথে মেলে কিনা! ;)

২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩২

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: আপনি আপনার কাছাকাছি একটা দোকানে গিয়ে আমার নাম বলে একটা মেনথল চকলেট নেবেন, তারপর টাকা মিতিয়ে বের হয়ে আসবেন। ব্যাস, একটা মেনথল খাবার জন্য আপনার সামনে উপস্থিত হয়ে যাবে :) :)

৫| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:০১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ইন্টারেস্টিং ফ্যাক্ট। ভালো পোস্ট। এইটাতে প্লাস।

২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩২

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: আপনাকেও প্লাস ধন্যবাদ :)

৬| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৬

আরণ্যক রাখাল বলেছেন: প্লাস

৭| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৪

এসব চলবে না..... বলেছেন: বুঝলাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.