নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার অদম্য ইচ্ছেসহ আগামীর পথে

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান

আমি প্রতিসাম্য তৈরি করতে ভালবাসি

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান › বিস্তারিত পোস্টঃ

হলিউডের white house down মুভি এবং আমাদের গুলশান ট্র্যাজেডি!!!

০২ রা জুলাই, ২০১৬ রাত ৯:৫২



অনেকেই white house down মুভি দেখেছেন।
সেখানে স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট নিজের সুরক্ষিত ভবন হোয়াইট হাউসে হামলার স্বীকার হন এবং হোয়াইট হাউস পরিদর্শনে আসা কিছু সাধারণ জনগন এবং সরকারী কিছু গুরুত্বপুর্ন লোক হোস্টেজ সিচুয়েশনে পড়ে।

আমি এই মুভিটার উল্লেখ করলাম সম্প্রতি আমাদের দেশে ঘটে যাওয়া জিম্মি পরিস্থিতি নিয়ে। স্পেসিফিক্যালি সাংবাদিকদের নীতিজ্ঞানহীনতা, এথিকসের প্রবলেম আর অদুরদর্শিতা বোঝানোর জন্য।

মুভিতে দেখানো হয় প্রধান প্রটাগোনিস্ট এর মেয়ে এমিলি কোল এর নিজস্ব ব্লগ আছে। সে সেখানে নিয়মিত পোষ্ট দেয়। তো, সে যখন আটকা পড়ে ভিতরে তখন অত্যন্ত সাহসের সাথে, টেরোরিস্টদের ছবি তুলে নিজের ব্লগে পোষ্ট দেয়। সাথে সাথে জিনিসটা ভাইরাল হয়ে পড়ে নেট এ। আর সাংবাদিকরা আগুপিছু বিবেচনা না করে মেয়েটার নাম-পরিচয়সহ ভিডিওটার প্রচার শুরু করে লাইভ এ।


ফলাফলটা ছিল সুদূরপ্রসারী। কারণ টেররিস্টরাও সেটা দেখে টিভিতে, মেয়েটার কাছ থেকে ফোন টা ছিনিয়ে নেয়। এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি যখন বুঝতে পারে মেয়েটার বাবাই রক্ষা করছে প্রেসিডেন্ট কে, তখন মেয়েকে বন্দুকের নলের মুখে জিম্মি করে বাবার মন দুর্বল করে হোয়াইট হাউস থেকে নিরাপদে বের হবার একটা সুযোগ মিস করায়(হারামজাদা সাংবাদিকরা সেটাও লাইভ টেলিকাস্ট করে)।


এমনকি লাস্টে দাবি আদায়ের জন্য প্রেসিডেন্টকে বাধ্য করার জন্য মেয়েটার মাথায় পিস্তল ধরে।

আবার যখন ন্যাশনাল গার্ড ব্ল্যাক হক হেলিকপ্টার নিয়ে আক্রমন করার জন্য খুব লো অলটিচুডে হোয়াইট হাউস এর দিকে আসতে থাকে, তখন সাংবাদিকরা সেটাও লাইভ টেলিকাস্ট করে আগেভাগে টেরোরিস্টদের প্রকারান্তরে জানিয়ে দেয়। ফলাফল হল, চারটা হেলিকপ্টার সহ প্রত্যেক কমান্ডো মৃত্যুবরণ করে মিসাইল হামলার স্বীকার হয়ে।


এতক্ষন কেন মুভির কথাগুলো বললাম, আশা করি বুঝতে পেরেছেন।
ওটা তো ছিল মুভি। আর আমাদের সাংবাদিকরা বাস্তবে তাই করেছেন। কত বড় বোকা হলে এমন কাজ করা যায়!!!!!!!!!

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৬ রাত ১০:০৭

সুব্রত দত্ত বলেছেন: আমি খুব বেশি অবাক হইনি। অত্যন্ত স্বাভাবিক লেগেছে। শুধু সাংবাদিক নয় আমাদের অনেক পোস্ট এর লোকেই তাদের মামা চাচা আর টাকার জোরে চাকরি পাচ্ছে, পেয়েছে। এখন তারা তাদের যোগ্যতা দেখাচ্ছেন।

০২ রা জুলাই, ২০১৬ রাত ১০:১০

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: :( :( মুল্যটা চুকাতে হচ্ছে নিরীহ লোকদের

২| ০২ রা জুলাই, ২০১৬ রাত ১১:৩৯

বিপরীত বাক বলেছেন: শুধু সাংবাদিক নয় আমাদের অনেক পোস্ট এর লোকেই তাদের মামা চাচা আর টাকার জোরে চাকরি পাচ্ছে, পেয়েছে। এখন তারা তাদের যোগ্যতা দেখাচ্ছেন।

৩| ০২ রা জুলাই, ২০১৬ রাত ১১:৪৬

সুব্রত দত্ত বলেছেন: @বিপরীত বাক, ভাই কি আমার কথায় রাগ করলেন?

৪| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ১১:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: সাংবাদিকেরা যা করেছে তাতে মনে হচ্ছিল, লাইভ সিনেমা প্রচার করছে

০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ২:৩৭

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: বেয়াক্কলের দল :(

৫| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ২:৪৯

হাসান মাহবুব বলেছেন: এমন পরিস্থিতির মুখে আগে পড়ে নি তারা। আশা করি কিছু শিখবে এখান থেকে। মনে তো হচ্ছে এটাই শেষ না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.