নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

ছোটগল্পঃ "যে আমার নয় সে একমুহূর্তের জন্যও আমার হতে পারে না"

২৬ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

ধোঁয়ারা কুন্ডলী পাকিয়ে একাত্ম ঘোষণা করছে নীল আকাশের সাথে। আমি বারবার হাত ঘড়িটার দিকে তাকাচ্ছি। অপেক্ষার প্রহরগুলোতে শম্ভুকগতির এই অপ্রিয় যন্ত্রটা বড় বেশি প্রতারণা করে। যদিও আমার অপেক্ষা কোন অচীনপুরীর রাজকণ্যার জন্য নয়। শেষ হয়ে আসা সিগারেটটা নিঃশেষিত হবার অপেহ্মা।



অাজ অনেকগুলো বছর পর সপ্তমীর সাথে দেখা। রাস্তার ব্যস্ততায় যানযটের রক্তচহ্মু উপেহ্মা করে দুটি চোখ খুঁজে নিয়েছিল প্রিয় মানুষটির উপস্থিতি। কয়েকটা মুহূর্ত। তারপর মুচড়ে ওঠা হৃদয়ে শূন্যতার বসত গড়ে আর একবার ওই মেয়েটির হারিয়ে যাওয়া। ঠোঁটের কোণে বিস্তৃত হওয়া হাসিটা সম্বল করে তাকিয়ে রইলাম। ওর চলে যাওয়াটাও যে এতটা ভালোলাগার হতে পারে এই প্রথম তা অনুভব করলাম।



মেয়েটি কেন শুধু কয়েক মুহূর্তের জন্যই আমার জীবনে আসে। কেন পুরটা জুড়ে নয়। কেন খন্ড খন্ড মেঘ হয়ে আসে। রোদেলা আকাশ হয়ে কেন নয়।



ভাবনা গুলো ডানা মেলছে চিন্তার পালকে ভর করে। সেই ডানায় ভর করে ফিরে যাই বছর কতক আগে। রাজকণ্যার সাথে আমার প্রথম আর সম্ভাব্য শেষ কিছু স্মৃতির রাজ্যে।



- তুমি ইচ্ছে করলে আমায় ছুঁতে পারো। আমি রাগ করব না।



আমি অবাক হয়ে তাকিয়ে আছি। বুকের গভীরে মেয়েটির জন্য এক ধরনের হাহাকার অনুভব করছি। অসম্ভব রকমের ভালোলাগা কাজ করে এই অদ্ভুত সুন্দর মেয়েটির জন্য। কিন্তু তার খুব কিঞ্চিৎ পরিমাণই বোঝাতে পেরেছি। সত্যি বলতে আমি কখনো চাই নি আমার চোখে ও প্রেম দেখুক। কিন্তু কিভাবে যেন ভালোবাসাটা হয়ে গেল। হয়তো পৃথিবীর সবথেকে কমদৈর্ঘের ভালোবাসার গল্প হবে এটা। নিজের অজান্তেই হেঁসে উঠলাম।



- কি হলো হাঁসছো যে?



সপ্তমীর প্রশ্নে চমকে উঠলাম। মেয়েটি এখনো হাত বাড়িয়ে আছে। সীমার মধ্যেই প্রিয় মানুষের স্পর্শ।

ভালোবেসে এই হাত ধরে হাঁটতে চাই অজানা সব পথ। পাড়ি দিতে চাই তেপান্তরের মাঠ কিংবা ফেনিল সমুদ্র। তবে এতো সংকোচ কেন? এত দ্বিধা কেন?



- তুমি কি কিছু ভাবছো?

- না কি ভাববো। ভাবনারা তো আজ আমার সামনে বসে আছে।

- তাই বুঝি?

- হুম।

- জানো আমি কখনো ভাবিও নি তুমি আমার প্রেমে পড়বে। তুমি তো প্রয়োজন ছাড়া কখনো কথাও বলো নি আমার সাথে। আজ যখন জানতে পারলাম তুমি আমায় পছন্দ করো আমি তো বিশ্বাসই করতে পারি নি। পরে তোমার লেখা কবিতা গল্প পড়ে বুঝলাম ওদের প্রত্যেকটা শব্দ বাক্য আমার কথাই বলছে। তুমি আমায় এতোটা ভালবাসা আর আমি বুঝতেই পারি নি কখনো।

তুমি কি করে বুঝবে আমার ভেতরকার আমিটা কত সহস্রবার তোমার সাথে কোনো এক পড়ন্ত বিকেলের আলোটা ভাগ করে নিতে চেয়েছে। তুমি জানো না। তুমি শুধু ভালবাসাটাই জানো। তার পেছনে থাকা কষ্টরা আজো তোমার বোধের বাইরে বিচরণ করে।



- কি হলো? ধরবে না।

- কি?

- হাত! আমার পূর্ণ পারমিশন আছে।



প্রতিউত্তরে একচিলতে হাসি উপহার দিলাম আমার আরাধ্য রাজকণ্যাকে। কষ্টরা আজো হেরে গেলো। আর হেরে গেলো আমার ভালবাসা। একটা চিরকুট তুলে দিলাম আমার ছোঁয়ার প্রতিহ্মায় থাকা ওর ওই হাতে।



আর দেরী করলাম না। বেরিয়ে পরলাম ক্যান্টিন থেকে। হাঁটতে থাকলাম। যথহ্মণ না পা জোড়া প্রতিবাদ না জানায় আমি হাঁটতে থাকলাম। পেছনে ফিরে তাকায় নি আমি। দেখতে চাইনি কথিত রাজকণ্যাকে। যে আমার নয় সে একমুহূর্তের জন্যও আমার হতে পারে না। মানুষ কখনো প্রকৃতির বিরুদ্ধতা করতে পারে না। সে সাহস অন্তত আমার মতো ছেলেদের রাখতে নেই।



ব্যস্ত জনসমুদ্রের কেন্দ্রে দাঁড়িয়ে আমি। যেন সময় যন্ত্রে করে ঘুরে আসলাম অতীতের সেই দিনটাতে। যেদিন কোন এক প্রেমিকের প্রেম পথের ধূলোর সাথে একাত্ম ঘোষনা করেছিল অভাবের রক্তচক্ষুর কাছে। প্রায় ছয় ছয়টা বছর পার হয়ে গেছে। সময়ের কাঁধে চেপে স্মৃতিরা আজ পলাতক। তাই আমিও ফিরে আসি বিষাদময় বর্তমানের বুকে।



তবুও কিছু চিন্তারা পিছু নেয়।

আচ্ছা সপ্তমী কি পড়েছিল সেই চিরকুটটি। নাকি আমার স্মৃতির মতো ঐ কাগজের টুকরোটাও জায়গা করে নিয়েছিল আস্তাকুঁড়ে।



জানি না। জানতেও চাই না। কিছু কথা অজানাই থাক।



যদি কখনো ফিরে আসি এ পৃথিবীতে নতুন করে। তবে জেনে রেখো ঐ অদ্ভুত সুন্দর মেয়েটি শুধুই আমার হবে। বুকের পাজরে হবে ও আমার বন্দিনী।



"তোমার রাজত্বে আমি প্রবেশাধিকারহীন উপযাচক মাত্র।"

চিরকুটে লেখা এই শব্দ গুলো যে কতটা বিষাদের তা কি সপ্তমীর চেতনায় কোন রেখাপাত করেছে।



নাকি অজ্ঞাতই রয়ে যাবে।

কতটা ভালবাসা জমা আছে আমার চিরপ্রতিহ্মিত রাজকণ্যার জন্য তা হয়তো ওর জানার সীমায় কখনোই প্রবেশ করবে না।



তাতে হ্মতি কি?



আচ্ছা;

আমি কি চাইলেই পারতাম না আমার এই প্রেমের গল্পটিকে টেনে টুনে লম্বা করতে। কোন সম্ভাবনাই কি ছিল না।

কে জানে?



তবে এটুকু জানি কিছু গল্প ছোট হওয়াই শ্রেয়। 



না হয় অপেহ্মায় থাকলাম অন্য কোন পৃথিবীর যেখানে ভালোবাসাকে অর্থের তুলাযন্ত্রে মাপা হয় না। আমার প্রেম না হয় সেই জগতেই পূর্ণতা পাক।



হ্মতি কি??

মন্তব্য ৫৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৬

তাহসান আহমেদ বলেছেন: ভালো লাগল।
আপনার শব্দ বুনন বেশ ভাল।
+++

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্য ও পাঠের জন্য অনেক ধন্যবাদ ভ্রাতা।
ভাল থাকবেন।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৪

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: দিশেহারা রাজপুত্রের গল্পের নায়কও যেন দিশেহারা। এক সময় হয়ত তার মধ্যে স্থিরতা আসবে এবং সে তার স্বপ্নের রাজকন্যাকে নিজের করে পাবে।

গল্প পড়ে ভাল লাগল।

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্য ও পাঠের জন্য ধন্যবাদ।

আশার বুকে বিশ্বাসের বাস।

এক সময় হয়ত তার মধ্যে স্থিরতা আসবে এবং সে তার স্বপ্নের রাজকন্যাকে নিজের করে পাবে।

আমারও সেটাই প্রত্যাশা।
ভাল থাকবেন

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: বিরহের গল্প। তাই স্বাভাবিক ভাবেই ধারাবর্ণনা কিছুটা মুক্তগদ্যের মতো মনে হল। কিন্তু কাহিনী বিন্যাস কেমন জানি একটু মনে হল। তার উপর আবার তিন জায়গায় ব্র্যাকেট জুড়ে দিয়েছেন বলে আরও কিছুটা বিভ্রান্ত হলাম। সবশেষে গল্পের মাঝে গল্পের কথা বলে দিয়ে আরও এলোমেলো করে দিয়েছেন।
আমার বুঝার ভুল হচ্ছে কিনা জানি না। পুরাই দিশেহারা অবস্থা। :(

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোই বলেছেন। :)

গল্পটা আমাকেও দিশেহারা করে দিয়েছিল।
কিছুটা লিখেই আটকে গিয়েছিলাম। বহুদিন।

যা হোক। মন্তব্য ও পাঠে ধন্যবাদ।

ব্রাকেট জুড়েছিলাম আলাপচারিতার মাঝে আমার চিন্তা গুলোকে আলাদা করতে।

প্রকৃতপহ্মে এটা আমার লেখা দ্বিতীয় গল্প। তাই অপটু আমার ভুল স্বাভাবিক।
আপনার মন্তব্য পরবর্তী লেখায় সাহায্য করবে।

ভালো থাকবেন নিরন্তর।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

মনিরা সুলতানা বলেছেন: :)

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: হাসির অর্থানুমানে তাবৎ জীবন বৃথা।
তাই আমিও হাসি
:) :) :)

অর্থ পরিষ্কার করে দিলে কৃতজ্ঞতার কমতি হবে না।
কথা দিলেম।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১১

ন্যালা-খ্যাপা বলেছেন: এমনিতেই বিরহের জ্বালায় আছি। আপনার গল্প জ্বালা আরও বাড়াইয়া দিলো। :(

২৭ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

বিরহ জ্বালা!
কেন ভ্রাতা? :(

আশা রাখি আপনার বিরহ দহনের প্রেম পূর্ণত্ব পাক।

নিরন্তর শুভ কামনা।

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:২০

ডি মুন বলেছেন:
গল্পটা মোটামুটি ভালো লেগেছে।
আরো ভালো লিখবেন উত্তরোত্তর এমনটাই প্রত্যাশা।

গল্পে বেশ অনেকগুলো বানান ভুল[টাইপিং মিসটেক] আছে। একবার পড়ে এডিট করে নিলে আরো সুন্দর ও পাঠকবান্ধব হবে গল্পটা।

শুভকামনা রইলো
ভালো থাকুন সবসময়।

২৭ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
কেমন আছেন?

আপনার মন্তব্য সর্বদাই নতুন লেখায় প্রেরণার কাজ করে।

ভুল ধরিয়ে দেবার জন্য কৃতজ্ঞতা।
ফ্রি হলেই যথাসাধ্য ঠিক করে নেব।

শুভ কামনা।

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪৯

নাসির ভাই বলেছেন: ভালো লিখেছেন। আরো ভালো হবে আশা করি।

২৭ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
আপনার ভালো লাগা ও উৎসাহের জন্য অনেক অনেক ভাল লাগল।

ধন্যবাদ।

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৩

ইয়াশফিশামসইকবাল বলেছেন: ভালো লিখেচেন

২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার মন্তব্যে নব সৃষ্টির প্রেরণা পেলাম।

ভালো থাকবেন।

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৮

জলমেঘ বলেছেন: সুন্দর বর্ণনা।

২৭ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাল থাকবেন।

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫

আহমেদ জী এস বলেছেন:
দিশেহারা রাজপুত্র ,



মেয়েটি কেন শুধু কয়েক মুহূর্তের জন্যই আমার জীবনে আসে। কেন পুরটা জুড়ে নয়। কেন খন্ড খন্ড মেঘ হয়ে আসে। রোদেলা আকাশ হয়ে কেন নয়।

এই লাইনটুকু বেশ সুন্দর ।

তবে গল্পে এ্কটু জিজ্ঞাসা থেকে গেলো । সময়গুলোকে ( সিকোয়েন্স) ঠিক ধরতে পারছিনে । একটা চিরকুট তুলে দিয়ে কথক আর দেরী করলেন না। বেরিয়ে গেলেন ক্যান্টিন থেকে। এটাতে বোঝা গেলো গল্পের শুরুতে সপ্তমীর সাথে দেখা হবার সময়কালের (বর্তমান কাল ) ঘটনা । আবার লিখেছেন - প্রায় ছয় ছয়টা বছর পার হয়ে গেছে। .... আচ্ছা সপ্তমী কি পড়েছিল সেই চিরকুটটি। এটা কোন সময়কালের কথা ? তার উপর অভাবের রক্তচক্ষু দেখে (পৃথিবীর যেখানে ভালোবাসাকে অর্থের তুলাযন্ত্রে মাপা হয় না।) ভালোবাসা কথককে ত্যাগ করে গেছে , জানালেন সেটাও । এটা অতীত । সেটা আবার ফিরে এলো কবে ? কাহিনীতে তা অস্পষ্ট । কথক প্রতীক্ষা করছে প্রিয় মানুষটির , প্রিয় মানুষ সপ্তমী হাত বাড়িয়ে দিয়েছে ভালোবাসার , সেই হাতে চিরকূট ধরিয়ে দেয়া ( অথচ চিরকূটের ঘটনা ছয় বছর আগের ) ..... । ঠিক ধরতে পারছিনে সময়ের যোগসূত্রটা ।

তবুও বলি বেশ ভালো হয়েছে ছোটগল্পটি "যে আমার নয় সে একমুহূর্তের জন্যও আমার হতে পারে না।" এই ভাবখানি থাকাতে ।

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
বেশ কয়েকবার পড়লাম মন্তব্যটা। :)

সময় বিভ্রাট টা গল্পে ঠিক করবার চেষ্টা করলাম।
বর্তমান আর অতীত এই দুই এর মধ্যে সেতু বন্ধনে নিজেই কিছুটা এলোমেলো হয়ে পড়ছিলাম।

আপনার মন্তব্যটি ভবিষ্যৎ এ এধরনের ভুল থেকে দূরে রাখবে।
আবারও ধন্যবাদ আপনাকে।

গল্পটি আর একবার পড়বার জন্য বিশেষ অনুরোধ রইল।

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪০

মনিরা সুলতানা বলেছেন: বিশদ লেখায় আলসেমি ভর করে তাই হাঁসিতে সব বলে দিতে চাইলাম ।
কিন্তু ব্লগে এসে দেখি আজ আপনার জন্মদিন , শুভেচ্ছা জানাতে হলে আগে উত্তর দিতে হয় ।


এই ধরনের মিস্টি হাঁসি সব সময়ই কনফিউজিং সুতরাং আনুমানে ব্যর্থ হলে ভেবে নেবেন আপনি এখন ও একজন মানবীয় অনুভূতি সম্পন্ন মানুষ ই আছেন । সুতরাং অভিনন্দন নিজেকে খুজে পেলেন ;)

প্রথমত সেইম থিমে আমার কাছে থাকা একমাত্র সফল প্রেমের গল্পটি লেখার পরিকল্পনা করে রেখেছি । তাই ধরা খেয়ে হেসেছি :)
দ্বিতীয়ত বর্ণনা কারীর অভিমান ভাল লাগে নাই ,আমার যা চাই আমি সেটা নিতে জানি , আফসোস একেবারেই অপছন্দ । তাই তাচ্ছিল্যের হাসি :)

আপনার গল্প লেখার ধাচ ভাল লেগেছে ছোট একটা বিষয় কিন্তু পুরু গল্পের কেন্দ্র এই ব্যাপার টা । তাই খুশির হাঁসি :)
চমৎকার একটা প্লট এ লেখার মান মোটামুটি হয়েছে , আশা করছি পরবর্তী এই সব দুর্বলতা কাটিয়ে উঠবেন । এবারে উৎসাহ ব্যাঞ্জক হাঁসি :)

এতগুলি পোষ্ট এর পর ও আপনার টাইপ গুলি ঠিক হচ্ছে না , পড়তে গেলে চোখ আরাম পায় না । তাই ভদ্রতা সূচক হাঁসি :)

ইশ এত্ত লিখে ফেলেছি এতক্ষনে তো আমার নতুন কোন পোষ্ট লিখে ফেলতে পারতাম /:)
আমার লেখায় খেয়াল করেছেন বোধহয় অনেক অনেক বানান ভুল থাকে , শুরুতে দেখতে খারাপ লাগে ,ঠিক করার কথা যখন ভাবি আলসেমির জন্য করা হয় না , কিন্তু কেউ যখন বলে আপনার লেখায় বানান নিয়ে সতর্ক হবেন । তখন এক্কেবারেই ভাল লাগে না :( এবং পরবর্তীতে আর কখনই সেটা ঠিক করা হয় না B-))
আশা করছি এভাবে সমালোচনা করাতে আপনার ও আমার মত রাগ হবে এবং আপনিও ;) ;) ;) ;) ;)

যাই হোক যে জন্য এত্ত বড় কমেন্ট লেখা ...

শুভ জন্মদিন রাজপুত্র
এবারের জন্মদিন টা হোক অনেক অনেক আশায় পূর্ণ ,আলো ঝলমলে আনন্দময় । অনেক অনেক শুভ কামনা :)

৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: নিজেকে একজন মানবীয় অনুভূতি সম্পন্ন মানুষ হিসেবে স্বীকৃতি পেয়ে যারপরনাই আনন্দিত।
খুশিতে মন পায়রা বাকবাকুম করছে।

সেইম থিমে যদি আমার পরিবর্তে আপনি গল্প লিখতেন নিঃসন্দেহে তা চিত্তাকর্ষক হতো। একজন পাঠক হিসেবে তাই অতৃপ্তি রয়ে গেল। ব্লগে এসে আপনার নতুন লেখা পড়বার এক সুপ্ত বাসনা লালন করে আসছি। আপনাকে একবার মন্তব্যে বলেওছিলাম। আপনি বেশ ভদ্রতার সাথে নাকোচ করেছিলেন।

আমি বরাবরই একটু অভিমানী। তবে তা নিজের মধ্যেই রাখি। কিন্তু কেন জানি তা লেখালিখিতে অনাবশ্যক ভাবে ফুটে ওঠে। আমি অনন্যোপায়।

গল্প লেখার ধাচ ভালো লেগেছে জেনে অনেক প্রীত হলাম। গল্প খুব কমই লিখেছি আমি। চেষ্টা করব পরের প্রচেষ্টাগুলোতে উত্তরোত্তর ভালো করবার।

এক্সকিউজ দেব না তবে সত্য হললো স্বপ্নপূরণের এক অদম্য ইচ্ছা বাংলা থেকে আমায় বেশ কিছু বছর দূরে রেখেছিল। তারপরও বাঙালী হয়ে এই ভুল খুব লজ্জাজনক। চেষ্টা করব এই ভুল শুধরে নেবার।

তবে আপনার সমালোচনায় কিঞ্চিৎ পরিমাণও রাগ বা খারাপ বোধ আসে নি। বরং এক প্রকার সুখানুভূতি হয়েছে।

আর একটা পোস্ট এর সময় ব্যয় করে মন্তব্যের জন্য অনিঃশেষ ভালো লাগা।

সবশেষে জন্মদিনের শুভেচ্ছার জন্য একগুচ্ছ ধন্যবাদ।
এই পুরো মন্তব্যে আমি কিন্তু একবারও হাসি নি। খুব কাছের কেউ একদা বলেছিল আমার হাঁসি নাকি ডুবন্ত সূর্যের মতো। যে আকাশে না আছে সূর্য না আছে জ্যোৎস্নার আলো।
তাই হাসির পরিবর্তে মৌনতাই শ্রেয় মনে হলো।

আপনার সামগ্রিক শুভ কামনায়।।।

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৩

মনিরা সুলতানা বলেছেন: শুভ জন্মদিন রাজপুত্র
প্রায় এক পৃষ্ঠার একটা উত্তর লিখেছিলাম কিন্তু পেজ জটিলতায় সেটা নাই হয়ে গেছে :(

চমৎকার গোছানো ঝলমলে হোক আপনার জীবন
অনেক অনেক শুভকামনা এবং জন্মদিনের শুভেচ্ছা :)

৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার এতো কষ্টসাধ্য মন্তব্য নাই হয়ে যেতে পারে না।
অনেক ভালো লাগা রইল।

আপনার মন্তব্যটা আমি বেশ কয়েকবার পড়েছি শুধু তাই নয় প্রতিউত্তরে যে কি দেব সেটা ভাবতেই মধ্যদুপুর ক্লান্ত হয়ে গেছে। তারপর পড়ন্ত বিকেলে মন্তব্য শব্দ বাক্যে রূপ পেল।

ভালো থাকবেন।
অনেক অনেক শুভ কামনা।

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৩

মনিরা সুলতানা বলেছেন: শুভ জন্মদিন :)

৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ :)

১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:২৩

এই সব দিন রাত্রি বলেছেন: দিশেহারা রাজপুত্রের দিশেহারা নায়ক!!

না হয় অপেহ্মায় থাকলাম অন্য কোন পৃথিবীর যেখানে ভালোবাসাকে অর্থের তুলাযন্ত্রে মাপা হয় না। আমার প্রেম না হয় সেই জগতেই পূর্ণতা পাক।

সেইখানে হয়ত অনুরূপ আরেকটি তুলাদণ্ড পাওয়া যাবে :(

শান্তি নাই মোমিন!!!

৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। :)

হ্যাঁ হতেই পারে।
থাকতে পারে কোন এক তুলাযন্ত্র।
তবুও আশার বসতি গড়ে অপেক্ষার লন্ঠন হাতে প্রেরণা খুঁজে চলি নিরন্তরভাবে।

মন্তব্যের প্রতিউত্তরে দেরি হবার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:২৩

এই সব দিন রাত্রি বলেছেন: দিশেহারা রাজপুত্রের দিশেহারা নায়ক!!

না হয় অপেহ্মায় থাকলাম অন্য কোন পৃথিবীর যেখানে ভালোবাসাকে অর্থের তুলাযন্ত্রে মাপা হয় না। আমার প্রেম না হয় সেই জগতেই পূর্ণতা পাক।

সেইখানে হয়ত অনুরূপ আরেকটি তুলাদণ্ড পাওয়া যাবে :(

শান্তি নাই মোমিন!!!

৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)

১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:২৩

এই সব দিন রাত্রি বলেছেন: দিশেহারা রাজপুত্রের দিশেহারা নায়ক!!

না হয় অপেহ্মায় থাকলাম অন্য কোন পৃথিবীর যেখানে ভালোবাসাকে অর্থের তুলাযন্ত্রে মাপা হয় না। আমার প্রেম না হয় সেই জগতেই পূর্ণতা পাক।

সেইখানে হয়ত অনুরূপ আরেকটি তুলাদণ্ড পাওয়া যাবে :(

শান্তি নাই মোমিন!!!

১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:২৪

এই সব দিন রাত্রি বলেছেন: দিশেহারা রাজপুত্রের দিশেহারা নায়ক!!

না হয় অপেহ্মায় থাকলাম অন্য কোন পৃথিবীর যেখানে ভালোবাসাকে অর্থের তুলাযন্ত্রে মাপা হয় না। আমার প্রেম না হয় সেই জগতেই পূর্ণতা পাক।

সেইখানে হয়ত অনুরূপ আরেকটি তুলাদণ্ড পাওয়া যাবে :(

শান্তি নাই মোমিন!!!

১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:২৬

এই সব দিন রাত্রি বলেছেন: দিশেহারা রাজপুত্রের দিশেহারা নায়ক!!

না হয় অপেহ্মায় থাকলাম অন্য কোন পৃথিবীর যেখানে ভালোবাসাকে অর্থের তুলাযন্ত্রে মাপা হয় না। আমার প্রেম না হয় সেই জগতেই পূর্ণতা পাক।

সেইখানে হয়ত অনুরূপ আরেকটি তুলাদণ্ড পাওয়া যাবে :(

শান্তি নাই মোমিন!!!

১৯| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:২৬

এই সব দিন রাত্রি বলেছেন: মন্তব্য করতে পারছিনা কেন বুঝছিনা :(

দিশেহারা রাজপুত্রের দিশেহারা নায়ক!!

না হয় অপেহ্মায় থাকলাম অন্য কোন পৃথিবীর যেখানে ভালোবাসাকে অর্থের তুলাযন্ত্রে মাপা হয় না। আমার প্রেম না হয় সেই জগতেই পূর্ণতা পাক।

সেইখানে হয়ত অনুরূপ আরেকটি তুলাদণ্ড পাওয়া যাবে :(

শান্তি নাই মোমিন!!!

৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্য দিতে আপনার চেষ্টা সত্যিই লেখার উৎসাহ।

অনেক ভাল থাকবেন।

২০| ২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৯

তাহসান আহমেদ বলেছেন: :)

৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: :) :)

২১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৯

জাকির হায়দার বলেছেন: ভালো লেগেেছ

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগে স্বাগতম।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

ভাল লেগেছে জেনে খুশি হলাম।
ভাল থাকবেন।

২২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৮

শায়মা বলেছেন: হ্যাপী বার্থডে ভাইয়া!!!!!!!!!!!

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপুনি।

যা হোক জন্মদিনের জন্য হলেও আমার ব্লগে আপনার আগমন হল।
আমি খুশি। :)

অনেক অনেক ভাল থাকবেন।

২৩| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২২

লাকমিনা জেসমিন সোমা বলেছেন: সুন্দর তো...!

২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: তাই! :) :)

মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাল থাকবেন নিরন্তর।

২৪| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: পোস্টটিতে কিছু মন্তব্য নোটিফিকেশনে সো করলেও দেখা যাচ্ছিল না। এটি সম্ভবত পোস্টটি ড্রাফট হবার কারনে হয়েছিল।
পরবর্তীতে সামহোয়্যারইন ব্লগ টিমকে মেইল করার মাধ্যমে সমস্যাটির সমাধান হয়।
মডুদের ধন্যবাদ।

২৫| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০১

দ্য নিশাচর বলেছেন: বেশ উঁচু মানের লেখা।লেখা পড়ে অনুপ্রাণিত হই নতুন কিছু লিখার।

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
তবে এতটা প্রশংসনীয় মন্তব্যের যোগ্যতানুসারে মনে হয় না আমি লিখতে পারি।

ভালো থাকবেন।

২৬| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৯

আমি তুমি আমরা বলেছেন: দিশেহারা রাজপুত্রের দিশেহারা নায়ক!!
=p~ =p~ =p~

গল্পে ভাল লাগা রইল :)

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: দেশেহারা নায়ক এবং রাজপুত্র উভয়ের পহ্ম থেকেই আপনাকে ধন্যবাদ।
ভাল লাগল জেনে অনেক খুশি হলাম।
শুভ কামনা।

২৭| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৯

আরমিন বলেছেন: সরি রাজপুত্রের জন্মদিনে শুভেচ্ছা জানাতে দেরী হয়ে গেলো !

Belated Happy Birthday !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: :(
:)

তুমি দেরী করে এলে
তবু এলে
এলোকেশে
আজন্ম লালিত স্বপ্নদের সঙ্গী করে।

কবিতাটি বলার লোভ সংবরণ করতে পারলাম না।
জন্মদিনের শুভেচ্ছা সানন্দে গ্রহণ করলাম।

ভালো থাকবেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজপুত্র কিন্তু মাইন্ড করে নি।
তাই সরি টা এমনি এমনিই নষ্ট হলো।

২৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৫

আরমিন বলেছেন: সরি তো নস্ট হওয়াই ভালো! =p~

কবিতা ভালো পাইলাম ! :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: তা ঠিক।
কিছু জিনিস নষ্ট হওয়াই শ্রেয়।

কবিতা ভাল পেয়েছেন জেনে যারপরনাই পুলকিত হলাম। :)
ভাল থাকবেন।

২৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১০

ডি মুন বলেছেন: এইত ভাইয়া ভালো আছি :)
আপনিও নিশ্চয়ই ভালো আছেন ?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো আছেন জেনে ভালো লাগল।
ভালো থাকুন নিরন্তর এই শুভ কামনা।

ভালো আছি। :)

৩০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: অষ্টম প্লাস!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার ব্লগ বাড়িতে স্বাগতম।


প্লাচের জন্য ধন্যবাদ। :)
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.