নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখন থেকে আমি 'মুক্ত মানব' -এই নিক-এ লিখবো। আপনি আমন্ত্রিত।

মৃম

আমার নতুন ব্লগের লিংক: http://www.somewhereinblog.net /muktamanabblog/ যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি....) [email protected]

মৃম › বিস্তারিত পোস্টঃ

ন্যায় বিচারের র‌্যাংকিং করার সক্ষমতার প্রতি আদৌ ন্যায় বিচার করতে পারছে কি?!

৩১ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২২

ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট এর ২০১৫ এর বার্ষিক রিপোর্ট অনুযায়ী ১০২ টি দেশের মধ্যে ডেনমার্ক প্রথম (স্কোর ৮৭%), বাংলাদেশ ন্যায় বিচার কার্যকর করার ক্ষেত্রে ৯৩ তম (স্কোর ৪২%)। আম জনতার জন্য ভারতে বাংলাদেশের চেয়ে ন্যায়বিচার পাবার সম্ভাবনা বেশি (স্কোর ৫১%, অবস্থান ৫৯ তম), পাকিস্তানে কম (৩৮%, অবস্থান ৯৮ তম) এই ফলাফলে অবাক হইনি। অবাক হয়েছি দুটো বিষয়ে: এক, আফ্রিকার বেশ কয়েকটি দেশের (যেমন, ঘানা, সেনেগাল, "তিউনিসিয়া", দক্ষিন আফ্রিকা ) ন্যায় বিচার পরিস্থিতি বাংলাদেশ তো বটেই এমনকি ভারতের চেয়েও বেশ ভালো এটা জেনে। যে তিউনিসিয়াতে ন্যায় বিচার না পেয়ে এক পথের ধারের ফল বিক্রেতা নিজ গায়ে আগুন লাগিয়ে উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য জুড়ে আরব বসন্তের মরনোত্তর উদ্বোধক হতে বাধ্য হলেন, সেই তিউনিসিয়ার অবস্থান ১০২টি রাষ্ট্রের মধ্যে ৪২ তম (স্কোর ৫৬%)। দুই, ভেনেজুয়েলার ন্যায় বিচার পরিস্থিতি আফগানিস্থানের চেয়েও খারাপ- এটা জেনে (অবস্থান ১০২ তম, স্কোর ৩২%)। এহেন রিপোর্ট দেখে অবাক হওয়ার পাশাপাশি কেউ যদি প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বিচারের র‌্যাংকিং করার সক্ষমতার প্রতি আদৌ ন্যায় বিচার করতে পারছে কি না প্রশ্ন তোলেন তাহলে কি খুব অবাক হওয়ার অবকাশ থাকবে?!!!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.