নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখন থেকে আমি 'মুক্ত মানব' -এই নিক-এ লিখবো। আপনি আমন্ত্রিত।

মৃম

আমার নতুন ব্লগের লিংক: http://www.somewhereinblog.net /muktamanabblog/ যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি....) [email protected]

মৃম › বিস্তারিত পোস্টঃ

আমাদের \'সম্মিলিত ভন্ডামী\'

০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৪

পাকিস্তানের পান্জাবে সম্প্রতি দেশের স্মরনাতীত কালের সবচেয়ে বড় সংঘবদ্ধ শিশু ধর্ষনকারী চক্রের সন্ধান মিলেছে এবং সারাদেশে এ নিয়ে তোলপাড় চলছে।
অবাক হইনি এ সংবাদে মোটেও। বাংলাদেশেও এ ধরনের অনেক অপরাধ অনেক দিন ধরেই চলছে। আরো অনেক দেশেই নিশ্চয়ই এগুলো হচ্ছে। মীরা নায়ারের 'মুনসুন ওয়েডিং' ম্যুভিটিতে খুব বিশ্বাসযোগ্যভাবে দেখানো হয়েছে বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়াও নিকটাত্নীয়দের দ্বারা কিভাবে শিশুরা যৌন নির্যাতনের শিকার হয়। এ ব্যাপারে দক্ষিন এশীয় সমাজের 'সহিষ্ণু নীরবতা আসলে একধরনের ' Collective Denial' (আসলে খাস বাংলায় কালেকটিভ ডিনায়েলের লাগসই প্রতিশব্দ হওয়া উচিত 'সম্মিলিত ভন্ডামী';)' প্রাপ্ত বয়স্কদের সম্মতির সমসম্পর্কের রংধনুর বিরুদ্ধে ব্যাপক জেহাদি জোশ থাকলেও, অসহায় নাবালকদেরকে বলাৎকার করে মাটির ময়নার মতো
ফেলে রাখলেও সে ব্যাপারে খুব হেলদোল নেই, সে সব বলশালী বলাৎকারীদেরকে সংসদে, মন্ত্রীসভায় দেখলেও কোন অসুবিধা নেই। ঘরে ঘেঁটুপুত কমলারে ধর্ষন কইরা কিম্বা করতে দিয়া বাইরে রংধনুর 'র' দেখলেই চাপাতি নিয়া ঝাঁপাইয়া পড়ার এই ভন্ডামী আর কদ্দিন বাহে?

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫১

খেয়া ঘাট বলেছেন: ঘরে ঘেঁটুপুত কমলারে ধর্ষন কইরা কিম্বা করতে দিয়া বাইরে রংধনুর 'র' দেখলেই চাপাতি নিয়া ঝাঁপাইয়া পড়ার এই ভন্ডামী আর কদ্দিন বাহে-----------জবাব নাই।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৩

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

৩| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.