নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখন থেকে আমি 'মুক্ত মানব' -এই নিক-এ লিখবো। আপনি আমন্ত্রিত।

মৃম

আমার নতুন ব্লগের লিংক: http://www.somewhereinblog.net /muktamanabblog/ যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি....) [email protected]

মৃম › বিস্তারিত পোস্টঃ

কিছুই কি নেই বাকি? নাকি "রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে"?!

২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৭

ভারত বিচিত্রার প্রিন্টার্স লাইনে বেলাল চৌধুরীর নাম ছাপা হতো, ছোটো বেলায় দেখতে পেতাম। বড় হয়ে তাঁর ঢাকা এবং কোলকাতায় একদা কাটানো বোহেমিয়ান জীবনের কথা জানতে পারি। তাঁর কবিতা খুব বেশী পড়া হয়ে ওঠেনি। কোলকাতা থেকে প্রকাশিত 'স্বনির্বাচিত' নামের একটা কবিতার বইয়ের কথা মনে পড়ছে, যাতে চমৎকার প্রচ্ছদ এবং চমৎকার কাগজে দুই বাংলার কয়েকজন কবির নিজের পছন্দের একটা ক'রে কবিতা ছিলো। সেখানে কি বেলাল চৌধুরীর ঠাঁই হয়েছিলো? মনে পড়ছে না। তাঁর বন্ধু সুনীলের 'কেউ কথা রাখেনি' সেখানেই প্রথম পড়ি, আশির দশকের একদম শুরুর দিকে। কোন বোহেমিয়ান লেখক-কবি-শিল্পীর ছন্নছাড়া যাপিত জীবনের কথা পড়লেই ঝলকে ওঠে আমাদের তরুন বয়সের বন্ধুত্ব আর ঘড়ি-ভোলা, আড্ডাময় সময়ের কথা। কিছুটা বিষণ্নও লাগে সেই সাথে এই ভেবে যে, যা গেছে তার সবই কি গেছে, কিছুই কি নেই বাকি? নাকি "রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে"?! কবি বেলাল চৌধুরীর অনন্ত যাত্রা আনন্দময় হো'ক।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: সুনীলের গঙ্গোপাধ্যায়ের 'কৃতিবাস' এর সাথেও জড়িত ছিলেন।

২| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কবি বেলাল চৌধুরীর অনন্ত যাত্রা আনন্দময় হো'ক।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৫

তারেক ফাহিম বলেছেন: শিরোনামটি সুন্দর হয়েছে, শিরোনামন দেখেই ব্লগটি পড়লাম, ভাবছি বড় কোন গল্প আছে।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫০

শামচুল হক বলেছেন: অল্প কথায় সুন্দর

৫| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩১

কামরুননাহার কলি বলেছেন: সুন্দর কথা বলেছেন।
তবে ভাইয়া একটা কথা না আমার মাথায় আসে না।
বলবো কি না ভয় পাচ্ছি।

৬| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১২

কাওসার চৌধুরী বলেছেন: তিনি আমার প্রিয় কবিদের মধ্যে একজন ছিলেন। নীরবে, অনেকটা অভিমানেই চলে গেলেন। কবির প্রতি অনেক ভালবাসা ও শ্রদ্ধা। ভাল থাকুন ওপারে।
আপনার সাথে পরিচিত হতে পারিনি। শুভেচ্ছা রইলো।

৭| ০২ রা মে, ২০১৮ সকাল ৯:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রয়াত কবি বেলাল চৌধুরীর আত্মার শান্তি কামনা করি।

৮| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:০২

রুদ্র নাহিদ বলেছেন: কবির কবিতা বেঁচে থাকুক আজীবন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.