নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখন থেকে আমি 'মুক্ত মানব' -এই নিক-এ লিখবো। আপনি আমন্ত্রিত।

মৃম

আমার নতুন ব্লগের লিংক: http://www.somewhereinblog.net /muktamanabblog/ যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি....) [email protected]

মৃম › বিস্তারিত পোস্টঃ

"বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে রাজনীতিকের ধমনী শিরায় সুবিধাবাদের পাপ.."

১৬ ই জুলাই, ২০১৯ রাত ৯:১১

এরশাদকে নিয়ে কি লিখবো, ১৯৯০ পরবর্তী স্বপ্নভংগের জন্য তো জলপাই রংগের পোশাকের বন্দুকধারীরা নয়, বরং ফিনফিনে পান্জাবী, কালো হাতকাটা কোটঅলা কিম্বা ক্রিমকালারের সাফারী স্যুট অলারাই দায়ী। রু্দ্রকবি বাংলাদেশের সিভিল রাজনীতিকদের সম্পর্কেই তো করেছেন সেই অমোঘ সত্যভাষন: "বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে
রাজনীতিকের ধমনী শিরায় সুবিধাবাদের পাপ
বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে
বুদ্ধিজীবীর রক্তে স্নায়ুতে সচেতন অপরাধ
বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে
জাতির তরুন রক্তে পুষেছে নির্বীর্যের সাপ-
উদোম জীবন উল্টে রয়েছে মাঠে কাছিমের মতো।

পুরো কবিতাটি ফিরে পড়ার লিংক এখানে: Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৯ রাত ১১:১৫

করুণাধারা বলেছেন: আমাদের দেশে তো বটেই, আমেরিকায় পর্যন্ত রাজনীতিকদের খারাপ ভাবা হয়! ওবামার "অডেসিটি অফ হোপ" বইতে আছে, তিনি যখন সিনেটর হবার জন্য লোকের কাছে ভোট চাইতে গেলেন, তখন লোকে তাকে বলতো, "তোমাকে দেখে তো বেশ ভালো মানুষ মনে হয়, তুমি রাজনীতি করছো কেন?"

২| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ১২:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি মনে করি,
রাজনীতি আর ভালবাসা
বর্তমানে একেবারে ই বিপরীত শব্দ ।
কি দেশে কি বিদেশে,
রাজনীতি এখন চরিত্রহীনা এক নারী

............................................................................

৩| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৫৩

রাজীব নুর বলেছেন: পৃথিবীর সব দেশেই রাজনীতিবিদরা এরকমই হয়।

৪| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:১৬

অর্থনীতিবিদ বলেছেন: বাংলাদেশের রাজনীতিবিদরা নীতিহীন, দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত, কলুষিত কিছু মানুষ। দু’একজন ব্যতিক্রম থাকলেও থাকতে পারে, তবে তা ধর্তব্যের মধ্যে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.