নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা বলি

আমি মানুষ

প্রত্যেক মানুষের বুকের ভিতরে একটা চাপা ব্যথা থাকে। সেটা বিভিন্ন রকমের হয়। কারো ভালবাসার জন্য, কারো বাবা - মায়ের জন্য, কারো অর্থের জন্য, কারো পড়াশুনার জন্য। কিন্তু একটা না একটা ব্যথা থাকবেই। তবুও মানুষ বেঁচে থাকে।

আমি মানুষ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নে দেখা হাসিনা ও খালেদার সংলাপ

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১

বিভিন্ন কুটনৌতিক, বিশিষ্ট ব্যক্তিরা হাসিনা ও খালেদা কে সংলাপে বসাতে ব্যর্থ হয়েছে। অবশেষে হাসিনা, খালেদা আমার আহবানে সাড়া দিয়ে সংলাপে বসেছে।



হাসিনা: কতোদিন দেখিনা তোরে। কেমন আছিস?



খালেদা: দেখবা কেমনে, আমার বাড়ী নিয়ে নিয়ে আমাকে পথে বসাইছো।

তা আছো কেমন?



হাসিনা: না নিয়ে কি করবো। আমি থাকবো ক্যান্টনমেন্টের বাইরে আর তুই থাকবি ভিতরে। এটা কি কোনো কথা হলো।



খালেদা: তা আমার সোনার টুকরা ছেলেরা কি করেছে? তাদের কেনো আসতে দাও না?



হাসিনা: তোর ছেলেতো স্টাবলিশ হয়ে গেছে। আমার ছেলেকে একটু স্টাবলিশ করতে দে। তারপর তারা দু'জনে আমাদের জায়গা দখল করুক।



খালেদা: বুবু তোমার মাথায় এতো বুদ্ধি।



হাসিনা: বুদ্ধি করে তো শাহবাগকে নিজের দলে ভিড়াতে চাইছিলাম। কিন্তু তোর জ্বালায় আর পারলাম না।



খালেদা: বুবু তুমি না নামাজ পড়ো। তুমি এসব নাস্তিকদের দলে নিতে চাইছিলা।



হাসিনা: আরে আস্তিক নাস্তিকের তুই কি বুঝিস? মিয়ানমার নিয়ে তো কোন কথা বলতে শুনলাম না।



খালেদা: ওই খানে তো লাভ নাই। শোন বুবু ভোটের আগে মাথায় ঘোমটা দিবা, দেখবা সব ঠিক।



হাসিনা: তা ঠিক। সব কুল সামলাতে হবেতো।



খালেদা: কিন্তু তোমার পুলিশ বাহিনী এতো দুর্বল হলো কিভাবে?



হাসিনা: সবদোষ মখার। লোকটা কি যে করে? তো তুই সেনাবাহিনীকে উস্কানি দিস কেনো?



খালেদা: রিক্স নিয়ে দেখছি। যদি ভুলিয়ে ভালিয়ে কিছু করানো যায়।



হাসিনা: আমারে মারার ষঢ়যন্ত্র করছিস।



খালেদা: তুমিও তো আমার অফিসে গুলি চালাইছো।



হাসিনা: সেজন্য তো সপ্তাহে ৫ দিন করে হরতাল দিচ্ছিস।



খালেদা: ভাবছি শুক্র - শনি ও দেয়া যায় কি না।



হাসিনা: তা খারাপ হয়না। তুই হরতাল দিলে আমি ঘরে বসে বাংলা সিনেমা দেখতে পারি।



খালেদা: সেদিন তুমি আমার হৃদয়ে পাকিস্তান, এ কথা কেনো বল্লা?



হাসিনা: সারাদিন জামাতের পক্ষে কথা বলিস তো কি করবো?



খালেদা: বুবু তুমি তো দেখি রাজাকার।



হাসিনা: তুইতো সারাদিন রাজাকারদের সাথে থাকিস। তুই রাজাকার। খ তে খালেদা। তুই.................



খালেদা: চুপ বেয়াদব



দু'জনার মারামারিতে আমার স্বপ্ন ভঙ্গ হলো। তাও ভালো দেশ ও জাতি নিয়ে তারা জটিল আলোচনা করেছে।

( এটা একটি রম্য রচনা)

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.