নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষায় মুক্তি, মুক্তিতে ভাষা

নাজমুল হক জুয়েল

মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।

নাজমুল হক জুয়েল › বিস্তারিত পোস্টঃ

নারী দিবসে নারীদের জন্য

০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৫

রাতের অন্ধকারে গলির কোন এক গুপচি ঘরে
যে মেয়েটা পেটের দায়ে পুরুষ পুরুষান্তরে
ঘুরতে থাকে, বিলোতে থাকে শরীর
সেটা তার পেশা, ভাল মন্দের বাদ বিচার
জন জনান্তরে ভিন্ন ভিন্ন চেহারায় আসতে পারে
কিন্তু তাকেও ভালবাসা যায়,
সেও ভালবাসা পেতে রাখে অধিকার
বহুজাতিক কোম্পানীর কাছে নিজেকে
পণ্যা করে তোলার চেয়ে
সেও কি ঢের ভালো নয় (পেশার বিচারে)?

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২১

বিজন রয় বলেছেন: বাস্তব বিষয় নিয়ে কবিতা!!
+++

২| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৪

কানিজ রিনা বলেছেন: এইডস্ সংক্রামক ধরবে সাবধান।

০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৯

নাজমুল হক জুয়েল বলেছেন: ভয় নাই ........... কারখানা কিনা রাখছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.