নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষায় মুক্তি, মুক্তিতে ভাষা

নাজমুল হক জুয়েল

মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।

নাজমুল হক জুয়েল › বিস্তারিত পোস্টঃ

মধ্য রাত্রির কাব্য

২২ শে মে, ২০১৭ রাত ১:৩১

১.
কী এক মাদকতা নিয়ে আসো
কী এক আকর্ষণে আমাকে নাও টেনে
তোমার হাতে সর্বস্ব শপে দিয়ে
নির্ভার হয়ে যাই আমি।

কী এক আশ্চর্য নৈপূন্যে
কী এক অনবদ্য মোহাচ্ছন্নতায়
আমাকে করে তোলো তোমারই কবি
হে মধ্য রাত্রির কাব্য।

২.
বাক চাপল্য ভরে যায়
শব্দের খুনসুটিতে
অবসাদ কাটিয়ে জাগ্রত প্রাণের স্পন্দন
অনুভূতির অনুরণনে।

নৈঃসঙ্গ আবিষ্টতায়
ছুঁয়ে যাই অন্ধকারের দেহ
বেঁধে রাখে আষ্টেপৃষ্টে নিবিড় বন্ধন
মধ্য রাত্রির নৈপূন্যে।

৩.
কবি নই তবুও কথায় বসে পেয়ে
মধ্য রাত্রির স্পর্শকাতরতা
নিয়ে চলে অজানার পানে
গন্তব্যহীনতাই গন্তব্য হয়ে ওঠে।

লাগামহীন ঘোটকের মতন
অনুভূতিগুলোর ছোটাছুটি
তবুও মধ্যরাত্রির ভরে
চরণে চরণে তার কবি হয়ে উঠি।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.