নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষায় মুক্তি, মুক্তিতে ভাষা

নাজমুল হক জুয়েল

মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।

নাজমুল হক জুয়েল › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রস্তুতি

০৯ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫৯

ও চাঁদ তুমি একলা জাগো
সারা রাত ধরে একলাই থাকো
আমার বড্ড ঘুম পেয়েছে
ঘুমোবো আমি ভীষণ রকম।

ঘুম না ভাঙা ভোরের আলো
দুষলে তোমায় নীরব থেকো
তুমি তো জানো ঘুমটা আমার
বড্ড বেশী ছিলো প্রয়োজন।

আমার ভেতরে লুকানো আমায়
খুঁজবে ধারালো ছুরি ও কাচি
বেদূইন এই মনটা কি পায়
যদি সে হারায় দিয়ে ফাঁকি।

ও চাঁদ তোমার নীরবতায়
অব্যক্ত থাক আমাদের কথা
মহাকালে বিলীন হয়ে যাক
স্মৃতি কাতরতার একটি পাতা।

আজ জ্যোৎস্নায় স্নাত হবো
মাখবো গায়ে জোছনার ঘ্রাণ
বৃষ্টি ধোয়া চাঁদটা জেগে শোনাবে
আমায় ঘুমপাড়ানী গান।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর কবিতা +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.