নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষায় মুক্তি, মুক্তিতে ভাষা

নাজমুল হক জুয়েল

মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।

নাজমুল হক জুয়েল › বিস্তারিত পোস্টঃ

বিক্ষুব্ধ শব্দাবলি

১৩ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৩৯

গতকাল রাতে বিক্ষুব্ধ শব্দাবলি
করেছে অবরোধ আমার কবিতার খাতা।
তুমি আমির বলয়মুক্ত কবিতা চায় তারা।
শ্লোগানে শ্লোগানে করেছে উত্তাল
অলি গলি রাজপথ চেতনার।
গতকাল রাতে বিক্ষুব্ধ শব্দাবলি
মস্তিস্কের দেয়ালগুলো দিয়েছে ঢেকে
সোচ্চার দাবীতে দাবীতে।
কবিতায় তারা চায়
সোমালিয়ার হাড্ডিসার শিশুদের কথা,
ঋণগ্রস্থ কৃষকের আর্তনাদ,
সীমান্তে ঝুলে থাকা কিশোরীর কথা,
কাটাতারের বেড়ায় বিভাজিত মানবিক মূল্যবোধ,
সন্তান হারা মায়ের আর্তচিৎকার।
ক্ষুধার জ্বালা মেটাতে সন্তানকে বিকিয়ে দেয়া
মায়ের চোখের জল।
কবিতায় তারা চায়
রাতের অন্ধকারে দুগ্ধ পোষ্য শিশুর পাশে
মায়ের দেহ বিকোনোর কথা।
এক থালা ভাতের জন্য
সারা শরীর ঝলসে যাওয়া গৃহকর্মী কিশোরীর কথা।
পুঁজিবাদী সমাজের পুজে ভরা কলুষ চরিত্রের কথা।
কামোন্মাদ কুকুরগুলোর ভীতিকর তাণ্ডবের কথা।
সোচ্চার দাবী তাদের
প্রেমময়তার গলিত জ্যোৎস্নার আলো ছেড়ে
কবিতারা জ্বলে উঠুক সূর্যের তেজে।
কবিতারা ডেকে আনুক ভাঙ্গন
নতুন সৃষ্টির উম্মাদনায়।
কবিতারা হয়ে উঠুক মানবিক স্মারক।
কবিতারা হয়ে উঠুক চেতনার মশাল
ছড়িয়ে যাক আলো
করুক আলোকিত নিপীড়িত অন্তর
কবিতারা ঝরাক রক্ত শোষিত বুকে
শৃঙ্খল মুক্তির উন্মাদনায়।
কবিতারা হয়ে উঠুক মৃতপ্রায় চেতনার মূলে
প্রাণ সঞ্চারি সঞ্জীবনী ধারা।
কালো কুৎসিত লকলকে জিহ্বাগুলো
শুদ্ধহয়ে উঠুক কবিতায় অবগাহনে।
দুটি মানব মানবী শুধু নয়
কিংবা নয় শুধু প্রেম বিরহ গাথা
কবিতারা হয়ে উঠুক মানবিক আখ্যান,
কবিতারা হয়ে উঠুক প্রতিবাদী শ্লোগান।
বিক্ষুব্ধ শব্দাবলির দাবির সাথে সহমত আমি
ভাঙুক অবরোধ তাদের,
মুক্তি পাক কবিতারা আমার
অবরোধ ভাঙা জীবনের মতো জেগে উঠুক
আবার আমার কবিতার খাতা ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৯

শাহ আজিজ বলেছেন: বিদ্রোহী কবিতা । ছত্রে ছত্রে বিপ্লব ।





ভাল লেগেছে ।

২| ১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ৮:২১

আহমেদ জী এস বলেছেন: নাজমুল হক জুয়েল,





বিক্ষুব্ধ শব্দাবলীরা অবরোধ ভাঙলে আবার তো আপনাকে "তুমি আমি''র বলয়যুক্ত কবিতাতেই ফিরে যেতে হবে !
অথচ কবিতাটি তো সে বলয় থেকে বেরিয়ে বিদ্রোহী হওয়ার উপাখ্যান! সেই দাবির সাথে সহমতও প্রকাশ করেছেন। :(

যাই হোক - "কবিতারা হয়ে উঠুক মানবিক আখ্যান" লাইনটি সুন্দর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.