নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজীব

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

রাজীব

যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে....

রাজীব › বিস্তারিত পোস্টঃ

২য় বার এমপি নির্বাচিত হওয়ায় প্রিয় এমপি মমতাজকে জানাই বুক ফাটা অভিনন্দন

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৯

আমার প্রিয় এমপি মমতাজ (তাজ মহলের মমতাজ নয়, আমাদের দেশের রাজনিতিবিদ ও শিল্পী মমতাজ) আবার এমপি হয়েছেন। সংরক্ষিত আসন থেকে নয় এবার তিনি সরাসরি এমপি হয়েছেন। তিনি দেখিয়ে দি্যেছেন যে তিনি সরাসরি প্রতিদন্দিতা করেও এমপি হতে পারেন। যদিও তার সাথে প্রতিদ্বন্দিতা করার মত সাহসী কোন নারী বা পুরুষ পাওয়া যায় নি, তাই তিনি বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হচ্ছেন।

প্রিয় শিল্পী মমতাজ কে এমপি নির্বাচিত হওয়ায় অনাকে জানাচ্ছি বুক ফাটা অভিনন্দন (আপনারা চাইলে ব্যাকগ্রউন্ডে বুকটা ফাইট্টা যায় গানটি শুনে নিতে পারেন)।



আমাদের দেশের জন্য এমন এমপি খুবই দরকার, যিনি হরতাল দিয়ে মানুষ মারবেন না বরং গান শুনিয়ে আমাদেরকে বিনোদন দিবেন ও মন জয় করবেন।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৯

মাজহারুল হুসাইন বলেছেন: অভিনন্দন মমতাজ । আপনার গানের আমি বড় দেড় টনি এসি ম্যাম । ম্যা ।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

রাজীব বলেছেন: আমিও এসি ৫ টনের !!! ;) ;)

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৬

পাঠক১৯৭১ বলেছেন: আমাদের মতো সম্পদ হীন জাতির জন্য পার্লামেন্ট ও শিক্ষিত, দক্ষ এমপি খুবই প্রয়োজন, আপনার সে ব্যাপারে কোন ধারণাই নেই; তাই মমতাজকে হঊকাউ অভিনন্দন জানাচ্ছেন।
গান গায়, ঠিক আছে; পার্লামেন্টে তার কেন যাওয়া?

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

রাজীব বলেছেন: শুধু এমপি নয় বিনাপ্রতিদ্বন্দীতায় এমপি নির্বাচিত হয়েছেন।

তিনি দেখিয়ে দি্যেছেন যে তিনি সরাসরি প্রতিদন্দিতা করেও এমপি হতে পারেন। যদিও তার সাথে প্রতিদ্বন্দিতা করার মত সাহসী কোন নারী বা পুরুষ পাওয়া যায় নি, তাই তিনি বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হচ্ছেন।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২৭

ভিটামিন সি বলেছেন: ৩ বিয়া কইরা যদি এই মহিলা এখনও স্ব-সম্মানে সংসদে টিইক্কা থাকে, তাইলে এরশাদরে লুইচ্চা কয় কোন হালায় রে? এর গান শুনলেই মন কয় এর ভলিউম চাইপ্প্যা ধরি নইলে কানে তুলা দেই। জীবনে এই হালীর একটা গান শুনছিলাম, রিটার্ন টিকিট...

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১

রাজীব বলেছেন: এত বড় শাহস?? এরশাদরে নিয়া কথা???
এরশাদের চেয়ে বড় গনতান্ত্রিক নেতা দেশে আর কে আছে?? বলুন?


তোরে লইয়া উদাসী হইয়া
হানিমুনে যামু
ও ভাতিজার মামু!!!



উপরের লাইন গুলো আমার কোন ডায়লগ নয় এটি আমার প্রিয় এমপির একটি গানের কয়েকটি লাইন মাত্র!! ;) ;)

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:০৪

মিতক্ষরা বলেছেন: অভিনন্দন মমতাজ। সংসদে তিনি কার্যকর ভূমিকা রাখলে ভাল।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৩

শফিক১৯৪৮ বলেছেন: বুক ফাটা অভিনন্দন কি জিনিস? আর এরা যদি এমপি হয় তাহলে সেই দেশের মান বোঝা কঠিন নয়!

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৬

রাজীব বলেছেন: প্রিয় শিল্পী মমতাজ কে এমপি নির্বাচিত হওয়ায় অনাকে জানাচ্ছি বুক ফাটা অভিনন্দন (আপনারা চাইলে ব্যাকগ্রউন্ডে বুকটা ফাইট্টা যায় গানটি শুনেনিতে পারেন)

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৩

পথহারা সৈকত বলেছেন: এরা যদি এমপি হয় তাহলে সেই দেশের মান বোঝা কঠিন নয়!

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩

নিজাম বলেছেন: অভিনন্দন তাকে। কিন্তু তিনি তো প্রতিদন্দ্বিতা করে এপপি হননি। যখন সবদল নির্বাচনে আসবে তখন বোঝা যাবে।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৮

রাজীব বলেছেন: কারো শাহস হয় নি ওনার প্রতিদ্বন্দি হবার। উনি কি সবাইকে ডাইকা ডাইকা আনবেন নির্বাচন করতে???

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

মনজুর রােশদ ৯৬ বলেছেন: ei sorkar to katogulo sagol die desh chalasse........ etao tar ekta nomuna...........

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

ভারসাম্য বলেছেন: বুকটা ফাইট্যা যায় .... /:)

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৫

রাজীব বলেছেন: আসেন গান গাই,

যৌবন একটা গোল্ডলীফ সিগারেট...

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬

শিকদার ০০৮ বলেছেন: আজকাল পাগল ছাগল দেখি এম পি হয়.।.।.।.।.।।

১১| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

আমার বাংলা পোষ্ট বলেছেন: :>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.