নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

নাস্তিকতা ও একজন লেখক

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৬

এখানকার সমস্ত চরিত্রএবং ঘটনা কাল্পনিক ।
নাস্তিকতা ও একজন লেখক - অমিত
বিখ্যাত উপন্যাসিক জনাব খলিল সাহেব । তার একটি বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে "যাযাবর স্বপ্ন "।
এই উপন্যাসের নায়ক চরিত্রে আছেন জনাব খলিল নিজেই ।সেখানে তিনি একজন প্রফেশনাল কিলার ।
বইটাতে বাস্তব বিভিন্ন সমস্যার করুণ চিত্র তুলে ধরার দরুণ সে বছর খলিল সাহেব সেরা উপন্যাসিকের

খেতাব পায় । উনার ঝুলিতে উঠে বাংলা একাডেমী পুরস্কার । এরপরে লেখক আরেক টি বই লিখলেন
" শুন্যতা " । সেখানেও মূল চরিত্র জনাব খলিল নিজেই । এবং সেই চরিত্রে তিনি একজন নাস্তিক ।
সে বছর বইটি প্রকাশের পর সবাই তার বিরুদ্ধে আন্দোলন করলো । এই সুযোগটা উনার শত্রুরাও নিলো ।

তারাও সবাইকে উস্কে দিলো । পত্র পত্রিকায় লেখা হলো জনাব খলিল নাস্তিক ? ছি ছি ছি ছি । উনার অনেক

ভক্ত (!) তার বাড়িতে ইট ছুড়ে মারলেন । ফেসবুকে উনাকে নিয়ে নোংড়া জোকস তৈরী হলো । এক কোথায়

সারাদেশেই উনি উপেক্ষিত ।
এরপর খলিল সাহেব নিজের ফেসবুক পেজে লিখলেন " নাস্তিক হিসেবে তো শাস্তি দিলেন , খুনি হিসেবে

দিবেন না ? ধর্ষক হিসেবে দিবেন না ?
কারন আরো অনেক উপন্যাস আছে যেগুলো আমি খুনী , আমি ধর্ষক , আমি ঘুষ খাই । ভালো কথা ,
আজকে থেকে আমি আর এসব অন্যায় কাজ করতে চাই না । আমি চাই না নাস্তিক হতে আমি চাই না খুনী হতে । আমি আমার লেখালেখির জগত কে আলবিদা জানালাম ।
আমার যে ভক্তরা (হেহেহেহ!!! ) আমার বাসায় আমার উদ্দেশে ইট ছুড়েছে তাদেরকে একটা সুখবর দিতে

চাই। আপনার ইট ছোড়া সফল হয়েছে । একটি ইটের টুকরো লেগেছে আমার ছোট ছেলেকে । সে এখন

অজ্ঞান হয়ে আছে , আর টিভিটাও ভেঙ্গেছে । ধন্যবাদ জানাই এবং আপনাদের উত্তরোত্তর জয় কামনা

করতেছি ।
হ্যাপী রিডিং । জয় সাহিত্যের পাঠক পাঠিকা ।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৩:৪৭

কিছুটা অসামাজিক বলেছেন: লেখা টা পড়ে যা লাগলো।
নাস্তিকতা একটা বাজে ব্যাপার। এক্ষেত্রে আমি অনেক দিন আগেই তোমাকে বলেছিলাম, কবছর পর যা জেনে আসছ সবকিছু ভুয়া লাগবে। সেদিন তোমার এই ধারনা টা আমুল বদলে যাবে। লজ্জিত হবা।

নাস্তিকতা শাস্তিযোগ্য অপরাধ। ভক্তরা! তাকে নাস্তিক ভেবে আঘাত করে ভুল করেছেন, নাস্তিক হইলে তাদের কাজ সঠিক হতো ?
আমি কিছুই নিজে থেকে বুঝতেছি না, লেখকের আবেগ দেখাইতে যায়া একটা লম্বা ভুল করে ফেলছো অমিত। তুমি যা বুঝাইছো বা দেখাইছো আমি তা দেখেই লিখলাম। তুমি স্টিল অন্ধত্ব থেকেই বেরতে পারো নাই।

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৮

অমিত বসুনিয়া বলেছেন: যখন আপনার কিছুই করার থাকবে না । আপনি যখন প্রচুর হতাশায় ভুগবেন তখন শেষ আশ্রয় বলে একটা কিছু থাকবে এর চেয়ে ভালো কি হতে পারে ? অবশ্য তাতে প্রব্লেম সলভ হবে না । কিন্তু মনের জোর বাড়বে এবং আপনি সমস্যা নিজে থেকেই সল্ভ করতে পারবেন । এইটাই কি আস্তিকতার সব চেয়ে বড় বেনিফিট না ?
অবশ্য কথাগুলো আপনার থেকেই ধার নেওয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.