নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালীরা কি এমনই হয় ? দাঁতের মর্যাদা কি কখনই বুঝবে না ?

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৫

আজকে বিপিএল এর ওপেনিং কনসার্ট হয়ে গেলো । সবাই জানেন এটা ।
এইখানে পারফর্ম করলো বাংলাদেশি ব্যান্ড চিরকুট, এল আর বি , জ্যাকুলিন ফার্নান্দেজ, হৃত্ত্বিক রোশন সহ আরো অনেকে ।
সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন ?
বাংলাদেশের সব অনলাইন নিউজ পেপার গুলো ( প্রথম আলো , বিডিনিউজ২৪ সহ ) হৃত্ত্বিক রোশনের রিহ্যার্সাল নিয়েও নিউজ বানালেন ।
এমন কি কোন কোন অনলাইন নিউজপেপার জ্যাকুলিন রে নিয়া ৩/৪ টাও পোস্ট দিলেন ( সময়ের কণ্ঠস্বর ) । কিন্তু কোন নিউজ পেপারই বাংলাদেশি ব্যান্ড চিরকুট কিংবা রক লেজেন্ড
এল আর বি এর আইয়ুব বাচ্চুর কথা ২ লাইনেও লিখলেন না ।
কিন্তু কেনো ?
এদের পারফর্ম্যান্স কি খারাপ ছিলো ?
বাচ্চু কি স্টেজ মাতায় নাই ?
যারা অনুষ্ঠানটা সরাসরি মাঠে বসে বা টিভিতে দেখেছেন তারাই ভালো জানেন ।
এল আর বি এর গিটার এর তালে আমি টিভির সামনে বসেও সেইরকম স্বাদ পাইছি আর আমার মনে হয় মাঠে থাকা দর্শক ও দারুন মজা পাইছে ।
আফসোস শুধু মিডিয়ার লোক গুলোই পেলো না ।
কথায় আছে ,
"বাড়ির গরু আঙ্গিনার ঘাস খায় না "

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.