নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

৩ যুগ পর ( সায়েন্স ফিকশন ) - পর্ব ০১ ------ অমিত বসুনিয়া

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭


হঠাৎ কোথায় জানি থালা পরার ঝন ঝন আওয়াজ হলো । এই জেলে আসার পর থেকে না রকম সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে । তার ছোট্ট কোটর টার মধ্যে কোত্থেকে এক ইদুর এসেছে এখানে । এইরকম ভি আই পি কারাগারে ইদুর কেমন করে আসলো ? হয়তো মানসিক অত্যাচারের নতুন পদ্ধতি ।
জেলে বসেই অতীত জীবনের কথা চিন্তা করছে মার্ক জুকারবার্খ । হ্যা এ সেই জুকার বার্খ যে ২০০৪ সালে বানিয়েছিলো এক সময়ের জনপ্রিয় সোশয়াল নেটওয়ার্ক ফেসবুক । আজকে সেই ফেসবুক এর কারনেই সে জেলে । আজকে আর সেই টগবগে যুবক জুকারবার্খ নেই, বয়সের কড়াঘাতে আহত এক বৃদ্ধ কেবল মাত্র । সাল ২০৫০ জুকার বার্খ জেলে । তার অপরাধ হচ্ছে তার ফেসবুক এর কারনে পৃথিবীর মানুষ অলস হয়ে গেছে । এমন এক সময় তরুন বিজ্ঞানী প্রান্ত " প্লানেটবন্ড" নামে নতুন এক সোশ্যাল নেটওয়ার্ক চালু করেছেন । যেখানে পৃথিবী ছাড়াও ভিনগ্রহী প্রানীরাও যুক্ত হয়েছেন । দিনে দিনে বিশ্বব্রম্মান্ডের কাছে এর জনপ্রিয়তা বাড়ছে। শোনা যাচ্ছে কেউ কেউ নাকি এলিয়েন এর সাথে প্রেম করতেছে এই " প্লানেটবন্ড" এর সাহায্যে । যদি পৃথিবী থেকে মায়া মমতা আবেগ নামক জিনিস গুলা ১৫ বছর আগেই নিশ্চিহ্ন হয়ে গেছে । প্লানেট বন্ড এ লোকজন আর আগের মতো আড্ডা দিতে যায় না এখন সবাই যায় নিজের কাজকর্ম সম্পর্কে জানাতে এবং কে কখন কি করছে , কিভাবে তাকে টপকানো যায় এই সব জানতে । .........
( বিঃ দ্রঃ জীবনে কখনো সায়েন্স ফিকশন লিখি নাই , ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিচ্ছি )

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮

জনৈক অচম ভুত বলেছেন: কিছু বুঝে ওঠার আগেই পর্ব শেষ! একটু বেশি করে দিতে পারতেন। যাইহোক, চলুক... :)

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: একটা কাঠামো দাঁড় করিয়ে এগোন, আইডিয়াগুলো একটার পর একটা না লিখে প্রত্যেকটার পেছনে সময় দিন, অবশ্যি লেখা সুপাঠ্য হবে।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৯

বিজন রয় বলেছেন: লিখুন বড় করে।
+++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৩

অমিত বসুনিয়া বলেছেন: চেস্টা করবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.