নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

ইষিমুশি- পর্ব ২

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪১

১ম পর্বের লিঙ্ক
হঠাৎ করে এক কষা চড়ে দিব্য চোখে ঝাপসা দেখতে লাগলো।
নিউটন স্যার উনার গতির ৩য় সুত্রে বলেছিলেন,
" প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত ক্রিয়া থাকে "
দিব্য সেটা হাড়ে হাড়ে টের পেলো ।
সে মেয়েটার পিছু পিছু হাটছিলো , কিন্তু এলাকার বখাটে পোলাপান কখন যে তার পিছু নিয়েছে সেটা সে খেয়ালই করে নাই । হঠাৎ তার ঘাড়ে হাত পড়ায় সে ঘুরে দ্বাড়ালো । সাথেই সাথেই একটা জুতসই থাপ্পড় ।
দিব্য একদমই প্রস্তুত ছিলো না , পেছনে থাকা ইলেক্ট্রিক খাম্বার উপর গিয়ে আরেক দফা ধাক্কা খেলো । তাকিয়ে দেখে সানগ্লাস পড়া এক বডিবিল্ডার তার সামনে গম্বুজের মতো দ্বাড়িয়ে আছে ।
কোনরকমে বলল ,
- কে---কে --- কে , কি হইছে ভাই ?
বডিবিল্ডার বললো ,
- কি হইছে ? ঐ মাইয়াটারে চিনস ?
- ( আমতা আমতা করে ) মেয়ে ?
- হুম্ম , যে মেয়েটার পেছন পেছন আসছিলি ঐটা আমার বোন।
- ঐটা এই মনসুর ভাইয়ের বোন ।
দিব্য'র চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেলো ।
দিব্য মন্সুর ভাইকে কখনো না দেখলেও নাম শুনেছে । ৬ টা খুনের মামলা চলছে এর নামে । সে কিনা পিছু নিলো এই রকম একজন লোকের বোনের ?
দিব্য কিছুক্ষনের জন্য ভাবনায় পড়ে গিয়েছিল ।
হঠাৎ চোয়ালে একটা জাম্বো সাইজের ঘুষি লাগায় হুশ ফিরলো। জ্বিভে নোনতা এক স্বাদ পেলো , মনে হয় ঠোট ফেটেছে । দিব্য কে কোন বলার সূযোগ না দিয়ে এলোপাথারি মারধোর করে মনসুর বাহিনী চলে গেলো ।
এই ক্ষেত্রে নিউটন স্যারের সুত্র ভুল ,
দিব্য কোন প্রতিক্রিয়া দেখাতে পাচ্ছে না ।
বিজ্ঞান সবসময় পরিবর্তনশীল ।এইতো কিছুদিন আগে একদল লোক , আইন্সটাইন স্যারের , E= Mc2 সুত্র ভুল প্রমান করলেন ।
দিব্য কোন রকমে একটা রিকশা নিয়ে মেসে চলে আসলো ।
সতর্কতার সাথে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলো ।
ভাগ্যিস তার রুমে পেইন কিলার ছিলো । সেইটা খেয়ে দেয়ে শুয়ে পড়লো । ঘুমের মধ্যেই স্বপ্নে দেখলো সেই মেয়েটা ,
মাথা নিচু করে যাচ্ছে । হঠাৎ পেছন ফিরে তার দিকে একটা বিরক্তময় লুক দিলো ।
ঠিক সেই সময় তার ঘুম টা ভেঙ্গে গেলো ।
পাশে মোবাইল টাতে দেখে সকাল ৭ টা !!
১৭ ঘন্টা ঘুমিয়েছে !
কি জন্য ?
সকালে উঠে দিব্য বুঝতে পারলো কালকের ব্যাথাটা আর নাই।
ব্যাথাটা গায়েব হতে না হতেই মেয়েটিকে একনজর দেখার জন্য মনটা কেমন ছট ছট করতে লাগলো ।
ফ্রেশ হয়ে বাইরে নাস্তা করতে যেতে হবে ।
পাশের রুমের সুমন কে ডেকে পেস্ট চাইলো ।
সুমন দিব্য রে জিজ্ঞেস করলো ,
- কিরে কি হইছিলো কাল রাত্রে ?
- কি আবার হবে ?
- নাহ তোরে এতো ডাকলাম শুনলি না ।
- কিছু না ব্যাটা এমনি ঘুম পাইছিলো ।
- তোর ঠোটে কি হইছে রে ?
- ধুর ব্যাটা কিছু না , পেস্ট টা কই রাখছিস ?
দিব্য অনেক টা লুকাতে চাইলো । কিন্তু সুমন তার ক্লাস ফ্রেন্ড গত তিন বছর তারা এক মেসে থাকে । সে ঠিকই বুঝতে পারলো ।
এই সুমন এর বাসা সিলেট । তার সাথে দিব্য’র পরিচয় হয় এই মেসে এসেই ।
দিব্য অবশ্য একবার তাকে নিজের বাসায় নিয়ে গিয়েছিলো । দিব্য’কে সে খুব ভালো বন্ধু মানে । শুধু যে ক্লাস ফ্রেন্ড বা মেস মেট সেই জন্য নয় অন্য আরেকটা কারন আছে ।
দিব্য ফ্রেশ হয়ে বাইরে এসে নাস্তা করলো । তারপর চায়ের দোকানদারের টাকা পরিশোধ করে দিয়ে আনমনে হাটতে লাগলো , কই যাবে সে ?
নিউটনের ২য় সুত্র ভুল নয় এটা বোঝাতে ,
দিব্য আবার হাজির হলো সেই স্কুলের সামনে .........
চলবে

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:২১

বিজন রয় বলেছেন: ২য় পর্ব।
+++++, চলুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.