নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

সাইকো চিন্তা ভাবনা

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮


আর কখনো উপন্যাসের শেষের পরিচ্ছেদ পড়বো না ।
সব উপন্যাসের শেষেই শেষ পরিনতি দেখা যায় ।
কি দরকার ?
তার চেয়ে নিজের মতো করেই একটা শেষ পরিনতি বানিয়ে নিবো ।
নায়িকার বোনের সাথে মেইন ভিলেনের বিয়ে দিয়ে নায়িকাকে তার শ্যালিকা বানাবো ।
আবার নায়িকার বাপ নায়কের মা কে নিয়ে কক্সবাজারের সি বিচে হাত ধরাধরি করে হেটে বেড়াবে ।
নায়িকার বাবার পড়নে থাকবে একটা থ্রি কোয়ার্টার প্যান্ট যার বোতাম গুলো অতিরিক্ত ভুড়ির কারনে লাগানো যাবে না ।
আর নায়কের মা একটা শাড়ি পড়বে শুভ্র সাদা শাড়ি ।
হঠাৎ একটা জলোচ্ছাস তাদের ভাসিয়ে নিয়ে যাবে , তখনো তাদের হাত এক সাথে ধরা ।
এদিকের নায়িকার বিয়ে হবে ভিলেনের মামাতো ভাইয়ের সাথে , আর নায়ক থাকবেন সেই বিয়ের ইভেন্ট ম্যানেজমেন্ট এর দায়িত্বে । হঠাৎ একটা কাজের মেয়ে টাইপ মেয়ের সাথে ধাক্কা খাবে ,
মেয়েটি তার দিকে তাকিয়ে নারায়ণ গঞ্জের বেশ্যা পল্লির মেয়েগুলোর মতো হেসে দৌড়ে চলে যাবে , নায়ক ও সেদিকে দৌড়ে যাবে ।
সেই বিয়ের দাওয়াতে হঠাৎ উপস্থিত হবে এক বাবা টাইপের লোক ।
তার এক পাশে থাকবে গ্লাস ভর্তি বাংলা মদ । আরেক পাশে এক ছিলিম গাজা আর সামনে প্লেট ভর্তি গরুর মাংস । বাবা গরুর মাংস আর বাংলা মদ একসাথে খাবে । গরুর হাড় গুলোও ভালো ভাবে চিবিয়ে চিবিয়ে গুড়ো করবে । পরে সেইগুলো বা হাতে মুখ থেকে বের করে টেবিলে রাখবে । পরে তার ভক্ত রা সেই হাড়ের গুড়ো তাবিজের খোলে ভড়ে পাচশ টাকা পার পিস হিসেবে বিয়ে বাড়ির লোকজনের মধ্যে বিক্রি করবে ।
বিয়ের বাড়ির বাইরের গেটে একদল পাগল শ্রেনীর লোক বসে থাকবে ।
তাদের অপেক্ষা কখন এক মুঠো খেতে দেওয়া হবে । হঠাৎ কেউ একজন তাদের ভেতরে নিয়ে গিয়ে খাওয়াবে ।
ওদিকে নায়িকার বাবা আর নায়কের মা ভেসে গিয়ে উঠবে এক নরখাদক এর দ্বীপে।
তারা তাদের বেধে জ্যান্ত আগুনের উপর ঝলসাবে । তখনো তাদের হাত একসাথে ধরা ...............

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৬

মুসাফির নামা বলেছেন: একে বারে বস্তা পঁচা।

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০

মাসুদ মাহামুদ বলেছেন: =p~ =p~ :-P

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: তেমন ভালো লাগে নি লেখাটা পড়ে~ :(

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

অমিত বসুনিয়া বলেছেন: সাইকো লেখা বলে কথা

৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

জনৈক অচম ভুত বলেছেন: পুরাই সাইকো চিন্তা-ভাবনা। :-*

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.