নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

একাকীত্বের সুখ ---------- অমিত

০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:০৯


নিশ্চুপ রাত্রি ,
চাদটাও আজ ক্লান্ত ,
সেও তার রুপালী শোভা লুকিয়ে রেখছে ।
বাসায় ফিরে আসা পাখিরাও শান্ত ।
এমন এক রাতে আজ আমি একা ।
সিলিং ফ্যানের বিচ্ছিরি কচ কচ আওয়াজ,
আজকে যেন অজানা কোন সুরের ছোয়া দিয়েছে ।
মনে হয় আমার একা থাকা তার ভালো লাগছে না ।
সেও চাচ্ছে আমাকে কিছুটা সঙ্গ দিতে ।
কিন্তু আমি যে একা .........
এই একাকীত্বকেই আমি উপভোগ করি ।
এই রাতে যখন একাই কোন আওয়াজ করি ,
সেটা আমার কানেই ফিরে আসে ।
একাই গান গাই
আবার নিজেই হাততালি দেই ।
একাই কাঁদি , একাই হাসি ।
কেউ শুনতে পায় না ।
কেউ দেখতে পায় না ।
এটা আমার জগৎ
এখানেই আমিই রাজা হয়ে শাষন করি
আবার প্রজা হয়ে শোষিত হই ।
আমার সুখ গুলো একান্তই আমার ।
আমার দুঃখ গুলোও শুধু আমার
এর ভাগ আমি কাউকে দেবো না ।
সত্যি বলতে ......
নিজের সাথে ভালোবাসা করার মত সুখ
আর কি হতে পারে ?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:১৬

মুচি বলেছেন: "এখানেই আমিই রাজা হয়ে শাষন করি
আবার প্রজা হয়ে শোষিত হই ।"

সুন্দর ।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:৩৪

অমিত বসুনিয়া বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.