নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

ইষিমুশি - পর্ব ৩

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:১৩



দিব্য চোখ খুলে নিজেকে আবিস্কার করলো হাসপাতালে ।
কি হইছিলো তার ?
সে রাস্তা দিয়ে সে হাটছিলো , হঠাৎ মাথার পেছন দিকে গরম অনুভুতি হলো তারপর কি হয়েছে সে জানেনা ।
সুমন মেসে ওয়েট করতেছে , দিব্য'র আসার জন্য । আজকে তাদের মেসে রান্না হয় নাই । দুজনকেই বাইরে খেতে হবে । অনেক্ষন না আসায় সে ফোন দিলো , ফোন ধরলো এক লোক ।
- হ্যালো কে?
- আমি সুমন, দিব্য'র বন্ধু ওর ফোন আপনার কাছে কেন ?
- আমি সদর হাসপাতাল থেকে ডাঃ আসিফ বলছি । আপনার ফ্রেন্ড তো হাসপাতালে ।
- কি হইছে ?
- কে জানি মাথার পেছনে বাড়ি মারছে ।
- কি বলেন !
- জ্বি , আপনি তারাতারি আসুন ।
সুমন কোনরকমে মানিব্যাগ টা সাথে নিয়ে বের হলো । গিয়ে দেখে দিব্য'র তখনো জ্ঞান ফিরে নাই । আচ্ছা হইছিলো কি ?
ডাক্তার কে জিজ্ঞেস করায় উনি বললেন যে , এক রিকশাওয়ালা নাকি হাসপাতালে রেখে গেছেন ।
সুমন চিন্তায় পরে গেলো , এই কথাটা কি দিব্য'র বাসায় বলবে ?
আচ্ছা মিলি ফোন দিলে সে বলবে ?
তাকে তো কখনো মিথ্যা বলে নাই ।
মিলি হচ্ছে দিব্য'র ছোট বোন আর সুমন এর গার্লফ্রেন্ড । এসব চিন্তা করতে করতে ধপ করে দিব্য'র বেডের পাশের চেয়ার টায় বসে পড়লো ।
মিলির সাথে সুমন এর প্রথম পরিচয় হয় দেড় বছর আগে । সেবারই প্রথম দিব্য তাকে তাদের গ্রামের বাড়ি নিয়ে গিয়েছিলো ।
( নেক্সট আসছে )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.