নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

প্রশান্তির জয়গান ( একটি আজাইরা ব্লগ )

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৩৯

আমি শান্তি চাই প্রতিটা প্রহরে , প্রশান্তি চাই প্রতিটা প্রশ্বাসে ।
শান্তি আর প্রশান্তির মাঝে ছোট্ট একটা পার্থক্য আছে ইদানিং সেটা অনুভব করি

চলুন জেনে আসি কারা কিসে প্রশান্তি পায়ঃ

আমি সারারাত কাজ করার পর সকালে উঠে একটা ডিম পোচ এর সাথে এক প্লেট ভূনা খিচুড়ির মাঝেই প্রশান্তি খুজে পাই ।

একজন ফকির পায় সারাদিনে ৪৩ টাকা ভিক্ষা পাওয়ার পর হঠাৎ একজনের কাছে একটা ১০০০ টাকার নোট পাওয়ার পর ।

একজন রিকশাওয়ালা পায় , একজোড়া প্রেমিক,প্রেমিকাকে রিকশায় তোলার পর ।

ব্যাংকার রা পায় একজন ভালো সচ্ছল লোকের উপর মোটা অংকের ঋণ গছাতে পারলে ।

শিক্ষক রা পায় মোটা বেতের বাড়ির সাহায্যে একজন খারাপ ছাত্রের ভবিষ্যৎ পালটে দিতে পারলে ।

বাবা মা রা পায় যখন শুনে তার ছেলে বা মেয়ে চারিদিকে সুনাম করতেছে ।

খেলোয়াড় রা পায় নিশ্চিত হারা ম্যাচ জিতিয়ে দিতে পারলে ।

ছাত্ররা পায় মাত্র ঘন্টাখানেক পড়ে পরীক্ষার হলে গিয়ে সব প্রশ্নের উত্তর করে আসতে পারলে ।

অনলাইন ওয়ার্কার রা পায় , তার করা কাজ যখন সবার কাছে জনপ্রিয়তা পায় ।
________
থাক আর লিখলাম না বেশী লিখলে আপনাদের অসহ্য লাগতে পারে ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২২

হাসান মাহমুদ তানভীর বলেছেন: সকালে খিচুরীর সাথে সিঁদল শুটকীর ভর্তা আর আস্ত জলপাই এর টক আচার রাইখেন(ডিম তো মাস্ট বি)। প্রশান্তিটা (আপনার ভাষায়) চড়ম হবে।

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২৮

অমিত বসুনিয়া বলেছেন: কই পাই ভাই ?
আমার মেসে থাকি । সকালে সামনের হোটেল এ গিয়ে এইটা পাই এইটাই খাই ।
সিদল এর নাম বলে তো মনের মধ্যে লোভ জাগায় দিলেন , খুব তারাতারি বাসায় গিয়ে আম্মুকে সিদল রাধতে বলবো ,আর আচার মনে হয় আছেই ।
ভাই দাওয়াত থাকলো

২| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৭

বিজন রয় বলেছেন: শান্তি নাই।

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫০

অমিত বসুনিয়া বলেছেন: খুজে দেখেন পাবেন ।

৩| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০৯

হাসান মাহমুদ তানভীর বলেছেন: এইতো লাইনে আসছেন।

কবি বলেছেন-
বন্য শকূর খুঁজে পাবে তার প্রিয় কাদা
মাছরাঙা খুঁজে পাবে অন্বেষণের মাছ
কালো রাতগুলো বৃষ্টিতে হবে সাদা
ঘন জঙ্গলে ময়ুর দেখাবে নাচ!

প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই
কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না।

(শান্তির বাড়ি কই ভাই? ঠিকানাটা দিয়েন)

৪| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৮

মুসাফির নামা বলেছেন: অসহ্য লেগেছে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.