নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডা. অমিতাভ অরণ্য

ডা. অমিতাভ অরণ্য › বিস্তারিত পোস্টঃ

আমরা কি দিন দিন হিপোক্রেট হয়ে যাচ্ছি?

০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৭





গতকাল রাত থেকে একটি ভিডিওক্লিপ এবং তৎসংশ্লিষ্ট কিছু ছবি ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে।
একটি মেয়ে রাস্তায় পড়ে রয়েছে এবং একটি ছেলে তাকে চাপাতি দিয়ে তাকে কোপাচ্ছে।
ঘটনাটি কাল বিকেলে ঘটেছে সিলেটে।
ক্লিপটি দেখার মত ইচ্ছা বা রুচি কোনটাই আমার ছিল না।

কিন্তু তা সত্ত্বেও বলা যায়,
সমশ্রেণির না হলেও সমগোত্রীও বেশ কয়েকটি ভিডিও সোস্যাল মিডিয়া কল্যাণে আমাদের চক্ষুগোচর হয়েছে।
বিশ্বজিত হত্যা, সিলেটে রাজন হত্যা, পুরান ঢাকার গুটিবাজ জুনায়েদ এর ভিডিও ছাড়াও আরো অনেক ভিডিও এ তালিকায় রয়েছে।

ভিডিও করা এবং সোস্যাল মিডিয়ায় আপলোড দেওয়াটা বর্তমানে একটা ট্রেন্ড হয়ে গেছে।

যে ঘটনায় আমাদের সবার ছুটে যাওয়া উচিত ছিল, সেখানে আমরা স্মার্টফোন বের করে ভিডিও করতে এবং সুযোগমত ফেসবুকে দিয়ে ঘটনাটির সুক্ষ বিশ্লেষণ করতে ব্যস্ত হয়ে পড়ি। একসাথে সত্যজিত রায় আর বাট্রান্ড রাসেলের হাইব্রিড আমরা সব।

সিলেটের ঘটিনাটির একাধিক ক্লিপ ফেসবুকে আপলোড হয়েছে। একটা স্থিরচিত্রে দেখা যাচ্ছে, যেখানে ঘটনাটি ঘটেছে তার পেছনেই কয়েকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে।

স্বীকার করি, একার পক্ষে চাপাতির মোকাবেলা করতে যাওয়া মোটেও সুবুদ্ধির পরিচায়ক নয়।
কিন্তু, সে সব স্টিভেন স্পিলবার্গ ওখানে ছিলেন তারা যদি ফোন পকেটস্থ করে হাতটি উচু করে সামনে আগাতেন তবে আততায়ীর কি সাধ্য ছিল সেখানে দাড়ানোর?

জুনায়েদের ভিডিওতে দেখেছি, একটা গাঞ্জাখোর টাইপের ছেলে আরেকটি বাচ্চা ছেলেকে মারছে আর পাশ দিয়ে গাঁট্টাগোট্টা অনেকগুলা লোক দ্রুত হেটে যাচ্ছে যেন সেখানে অন্য কারো অস্তিত্ত্ব ই নেই।

আর রাজন হত্যা! তাকে তো 'আমরা' সবাই মিলে হত্যা করেছিলাম।
হ্যা, আমি আপনি সবাই এই সব ঘটনার প্রত্যেকটির জন্য দায়ী।

আমাদের ব্যর্থতাই তাদের নিষ্ঠুর আর ঘৃণ্য কাজগুলোকে সফলতা দান করে।
আমরা সুযোগ দেই বলে তারা সাহস পায়।

স্টিভেন স্পিলবার্গ হওয়ার নেশায় আমরা বোধহয় ভুলেই গেছি,
অন্যায় যে করে আর অন্যায় যে সএর;
তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে।


বি....দ্র...
ছবি তোলা ব সোস্যাল মিডিয়ায় প্রকাশ করার আমি বিরুদ্ধে নই।
বরং, অনেকক্ষেত্রে সেগুলো জনমত গঠন করতে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে।
কিন্তু, যেখানে জীবনের প্রশ্ন সেখানে স্থানুবত দাঁড়িয়ে থাকাটা কি আত্মপ্রবঞ্চনা নয়?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.