![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার প্রতি ভালোলাগা অনেক ছোট কাল থেকেই । আবৃতিকে ভালোবাসা তারই একটি অংশ ছিল । বিশ্ববিদ্যালয়ে পড়াকালে রুমমেটের প্রেমিকের পিসি কিছুদিনের জন্য হলে দিয়ে যায় তখনই আবিষ্কার করি এই কবিতাগুলো । কবিতায় যে ভালোবাসা এতো আবেগী হয় যে , যে কোন উপমাই সেখানে খাটে সেটা সেদিন আবিষ্কার করলাম । প্রেমে পড়ে গেলাম অনেকদিন আবৃতি না করার পরও হঠাৎ করে প্রায় একটা সময় সুযোগ পেয়ে গেলাম । বিদায় এবং নবীন বরনে আবৃতি করলাম ,অনেক ছেলের হাত পা ধরে একজনকে রাজি করিয়েছিলাম যার জন্য পরে অনেক খেসারত দিতে হয়েছিল
সেই কবিতা আমি জানি না কতটা আনন্দ দিয়েছিল স্রোতাদের কিন্তু আমি অনেক আনন্দ পেয়েছিলাম । এখনও সময় পেলে কবিতা শুনি ভালো লাগে আজও শুনছি । ইচ্ছে ছিল কবিতার অডিও ফাইল আপলোডের কিন্তু সেই সুযোগ না থাকায় শুধু কবিতাই তুলে দিলাম , কার লেখা জানি না ।
ভালো লাগলে প্রিয় কাউকে উৎসর্গ করতে ভুল করবেন না ।
১।
আজ দুদিন দেখা হয়নি তোমার সাথে
তাতে কি আমি জানি তুমি ব্যস্ত ।
নিশ্চয়ই বিকেলে চুল আঁচড়াওনি ?
তুমি জানলে কি করে?
বিকেলে দেরী করে ভাত খেয়েছ !
কে বলল তোমাকে ?
দুপুরে গোসল করনি
তুমি নিশ্চয়ই মার সাথে কথা বলছ !
সারাদিন মুখ ভার করে ছিলে
ভাই কিছু বলেছে ?
চশমা বাড়িতে রেখে বাইরে গেছ
রাস্তায় দেখেছ নাকি ?
রিক্সাভাড়া দু-টাকা বেশী দিয়েছ
ও ওমা এটা কে বলল ?
সারাক্ষন টেলিফোনের কাছে ঘুরঘুর করেছ
ফোন করলেনা কেন ?
রাতে ইয়া বড় চিঠি লিখেছ ।
দিস ইজ টু মাচ এতোসব কে বলল ?
আরে পেত্নী আমিও যে সারাদিন এইসব করেছি ।
২।
আমার মনটা আকুপাকু করছে
আমারটা পাকুআকু করে ।
তোমার কথা মনে হলে আমার হার্টবিট বেড়ে যায়
আমার বিটহার্ট বাড়ে ।
তোমায় না দেখলে আমার ছটফট লাগে
আমার ফটছট লাগে ।
একদিন না দেখলে কান্না পায়
আমার নাক কাঁপায় ।
ওটা আবার কি ?
তোমার মাথা !
৩।
কাল ভীষণ চোখ ব্যাথা করছিল
আমায় সারাদিন দেখনি বলে ।
মাথাও তো ব্যাথা করছিল
আমার বুকে ওটা রাখনি বলে ।
তাহলে গলা ব্যাথা করছিল কেন ?
আমার সাথে কথা কও নি যে ।
এত বেশী চুল উঠছিল কেন ?
ওতে তাতে ঘুমাইনি যে ।
কিন্তু মনেতো ব্যাথা ছিল না
ওখানে আমি বসে ছিলাম যে ।
৪।
ওই দেখ এক শালিক
তাতে কি ?
বাসায় বকা খাব
ম হু এক শালিক মানে আমার একটি মন
তাতে কি ?
ওটা তোমার কাছে
দু শালিক ?
আমরা দুজন ?
আর তিন শালিক ?
ওটা তিন সত্যি তুমি আমার ।
আর চার ?
এক আমি দুই তুমি আর তিন চার হল আমাদের ইয়ে
পাজি কোথাকার !
৫।
স্যালাইন মানে কি জানো ?
হ্যাঁ ডায়রিয়া হলে খায়
কি দিয়ে বানায় জানো ?
এক চিমটি লবন ,গুড় ।
ভালোবাসা কি জানো ?
ওটা প্রেম করলে হয় ।
কি দিয়ে ওটা বানায় ?
এই এক চিমটি প্রেম ,এক মুঠ আদর আর এক সের চিঠি দিয়ে ।
ওমা কে বলল ?
তোমার নানী ।
হাহাহাহা
৬।
তোমরা শোন আমি পড়ে গেছি , আমি প্রেমে পড়ে গেছি ।
সমস্ত পৃথিবীর মানুষ জানুক আমি প্রেমে পড়েছি ,
আমি ভালোবাসি ।
আমি প্রেম করছি একজনের সাথে যাকে চিনেছি এইতো সেদিন ,
অথচ কি আশ্চর্য ও এখন সবচেয়ে প্রিয় আমার ।
আমার সবচেয়ে প্রিয় আমার জন্মদাত্রী সবচেয়ে কাছের মানুষটি
আমার এতো দিনের প্রিয় মানুষটি কেমন করে হয়ে গেল দ্বিতীয় প্রিয় মানুষটির তালিকায় ।
সমস্ত পৃথিবীর মানুষ জানুক আমি প্রেমে পড়েছি
পৃথিবীর সবচেয়ে পবিত্রতম কাজের স্রষ্টা এখন আমি ।
এখন আমি ভাবাতে জানি
এখন আমি ভাবতে জানি ,
এখন আমি সাজতে জানি
এখন আমি সাজাতে জানি,
আমি রাত জাগতে জানি
এখন আমি রাত জাগাতে জানি,
এখন আমি লিখতে জানি
এখন আমি লিখাতে জানি,
জানি জানি সব জানি ।
আমি এখন হাসতে জানি
আমি পার্কে বসতে জানি ,
আমি অপেক্ষা করতে জানি
আমি অপেক্ষা করাতে জানি ,
আমি অনেক জানি জানি ।
আমি চুমু খেতে জানি
আমি হাত ধরতে জানি ,
আমি মিছে কথা কইতে জানি ।
পৃথিবীর সর্বকনিষ্ঠ ছেলেটি জানুক , আমার কাজের লোকটি জানুক আমি প্রেমে পড়েছি ।
সবচেয়ে সুন্দর কাজটি এখন আমি করছি ।
আমরা এখন লেকের ধারে বসছি
কড়া রোদ মাথায় নিয়ে ঘুরছি ,
ঢাকা শহর দুজনে ঘুরে ফিরছি
এয়ারপোর্ট রোদ চষে ফিরছি ,
চোখে চোখে কথা বলছি
মনে মনে দিন গুনছি ,
আমরা আরও কাছে আসছি ।
পৃথিবীর সর্বজ্যেষ্ঠ লোকটি জানুক , ওই টোকাই জানুক আমরা প্রেমে পড়েছি ।
তোমরা শোন আমরা প্রেম করছি
৬ নং কবিতাটি অনেক অনেক প্রিয় আমার । শুভ কামনা সব প্রেমিক প্রেমিকার জন্য । ভাষার মাসে ভালোবাসার দিনের অগ্রিম পোস্ট দিলাম
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৬
আমিভূত বলেছেন: হুম এই বইমেলায় তবে প্রিয় মানুষটিকে কবিতার বই উপহার দেয়া হোক
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
একজন আরমান বলেছেন:
সরি ওইটা হেলাল হাফিজ হবে না হবে নিরমলেন্দু গুন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৬
আমিভূত বলেছেন: ওকে
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।
প্রেমের কবিতা পড়ে কাপলদের জন্য হিংসা
কবি'র নাম জানা গেলে দিয়ে দিয়েন কোনোদিন।
সুন্দর পোস্টে ভালোলাগা।।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭
আমিভূত বলেছেন: ধন্যবাদ ভাইয়া । খুঁজে পেলে অবশ্যই দিয়ে দিব । ভাল থাকবেন ।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
পৃথিবীর সর্বকনিষ্ঠ ছেলেটি জানুক , আমার কাজের লোকটি জানুক আমি প্রেমে পড়েছি ।
সবচেয়ে সুন্দর কাজটি এখন আমি করছি ।
+++++++++++++++
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮
আমিভূত বলেছেন: ধন্যবাদ কাণ্ডারী ভাই । ভালো থাকা হোক সবসময় ।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
প্রিয়তে রাখলাম, পরে পড়ব।
কালকে জানলাম, আপনি নাকি আপু?
শুভ সকাল, আপনি ভূত।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯
আমিভূত বলেছেন: জী আপু আমি ভূত আপি
শুভ রাত্রি
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮
ইখতামিন বলেছেন:
৩য় ভালো লাগা.
স্যালাইনের কবিতাটা ভালো লাগে.
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯
আমিভূত বলেছেন: ধন্যবাদ ইখতামিন । শুভ কামনা ।
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
মেহেরুন বলেছেন: প্রিয় তে নিলাম আপুনি ভালো লাগা রইলো +++++
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২২
আমিভূত বলেছেন: ধন্যবাদ আপু ।শুভ কামনা ।
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
একজন আরমান বলেছেন:
প্রিয় মানুষ এখন আমার থেকে দূরে !
দেবার চেষ্টা করাও বৃথা।
তবে কিনে রাখবো।
যদি কখনো সে ফিরে আসে তবে তখন তাকে দিয়ে দিবো।
আর না আসলে আমার কাছেই থাকবে সৃতি হিসেবে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪
আমিভূত বলেছেন: আশা করছি প্রিয় মানুষটি খুব তাড়াতাড়ি ফিরে আসুক কাছে ,শুভ কামনা আরমান ভাই ।
৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪
shfikul বলেছেন: +++
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
আমিভূত বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা ।
১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৫
একজন আরমান বলেছেন:
ভালোবেসে ভুল করি,
ভুল করে ভালোবাসি !
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৫
আমিভূত বলেছেন: না ভাইয়া ভুল করে ভালোবাসা হয়না ,হয় আবেগ , তবে সেই আবেগের যদি সঠিক প্রয়োগ না হয় তবে কেবল তখনি ভুলের মাশুল দিতে হয় ।
মন খারাপের কিছু নেই ,কারো জন্য জীবন থেমে থাকে না ,ভালোবাশার অভাবেও মানুষ মরে যায় না ,কেবল জীবনে কিছু অনুভূতির ব্যাঘাত ঘটে । সব ঠিক হয়ে যাবে ।
আগে নিজেকে প্রস্তুত কর ,দায়িত্ব নেয়ার মত এরপর ভালোবাসার জন্য প্রস্তুত হইও ,আবেগের মোহে জীবনের অতি মূল্যবান সময়কে খারাপ হতে দিও না ।
শুভ কামনা
ভালোবেসে ভুল করি,
ভুল করে ভালোবাসি !
তবুও বার বার ভালোবাসি
১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৭
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
++++
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৮
আমিভূত বলেছেন: ধন্যবাদ রাজকন্যা
শুভ কামনা ।
১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
একজন আরমান বলেছেন:
হুম।
ভালো বলেছেন।
কিন্তু আবেগ ছাড়া মানুষ কিন্তু মানুষ থাকে না। হয়ে যায় রোবট !
তবে মূল্যবান সময় নষ্ট ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে।
তবে আর নষ্ট করছি না। এখনও সময় আছে রিকোভার করার।
দেখি না কি হয়।
কিউকি পিকচার আভি বাকি হে মেরে আপু।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৫
আমিভূত বলেছেন: ওরে ভাইতো দেখতাছি বহুত শেয়ানা
এমনি হওয়া উচিত ,একটা গান আছে শুনেছ ?
ভালো বাসার কচকচানি ভাল্লাগে না আর
তোরে নিয়া স্বপ্ন দেখার পরছে ঠেকা কার ?
ভালো থাকা হোক সবসময় ।
১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
একজন আরমান বলেছেন:
শেয়ানার কি দেখলেন?
আমি খুব সহজ ভাবে বুঝি সব কিছু।
গানের লিরিক্স টা মজার তবে গানটা শুনি নি।
মায়াবন বিহারিণী হরিণী,
গহন স্বপ্ন সঞ্চারিণী,
কেন তারে ধরিবারে করি পণ?
অকারণ-
মায়াবন বিহারিণী হরিণী।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
আমিভূত বলেছেন: গানটা ফেসবুকে পেয়েছিলাম অনেক খুঁজছিলাম কোন লিঙ্ক পেলাম না
কেমন আছেন ভাই ?
ভালো থাকুন সবসময় ।
১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
যাযাবর৮১ বলেছেন:
গণদাবি একটাই
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১১
আমিভূত বলেছেন: অবশ্যই গণদাবি একটাই ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই ।
১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০
যাযাবর৮১ বলেছেন:
কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৩
আমিভূত বলেছেন: গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০২
নীল-দর্পণ বলেছেন: মজা পেলাম অনেক
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৩
আমিভূত বলেছেন: ধন্যবাদ নীলু আপু
১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১
মশামামা বলেছেন:
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।
১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
আমিভূত বলেছেন: ধন্যবাদ
১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০০
মনিরা সুলতানা বলেছেন: প্রথম কবিতা টা সবচাইতে ভাল লেগেছে
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
আমিভূত বলেছেন: ধন্যবাদ আপু ,আমার অবশ্য ৬নং টা প্রিয়
ভালো থাকবেন ।
২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৫
মাক্স বলেছেন: চমত্কার!!!+++
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪
আমিভূত বলেছেন: ধন্যবাদ ,ভালো থাকবেন
২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০
সায়েম মুন বলেছেন: কবি আর কবিতার নাম পেলাম না। তাতে কি! কবিতাগুলো খুব সুন্দর লেগেছে। সুন্দর প্রেম কাব্য।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
আমিভূত বলেছেন: আমিও পাই নি ,আমি কবিতা গুলো অডিও শুনেছি ,সেটাই তুলে দিয়েছি ,খুঁজেছিলাম নেটে কিন্তু পাই নি ।
ভালো থাকবেন
২২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬
মেহেরুন বলেছেন: Click This Link
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
আমিভূত বলেছেন: থ্যাংকস আপু
২৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩০
মেহেরুন বলেছেন: Click This Link
২৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
ফারাহ দিবা জামান বলেছেন:
পৃথিবীর সর্বকনিষ্ঠ ছেলেটি জানুক , আমার কাজের লোকটি জানুক আমি প্রেমে পড়েছি ।
সবচেয়ে সুন্দর কাজটি এখন আমি করছি ।
আমরা এখন লেকের ধারে বসছি
কড়া রোদ মাথায় নিয়ে ঘুরছি ,
ঢাকা শহর দুজনে ঘুরে ফিরছি
এয়ারপোর্ট রোদ চষে ফিরছি ,
চোখে চোখে কথা বলছি
মনে মনে দিন গুনছি ,
আমরা আরও কাছে আসছি ।
পৃথিবীর সর্বজ্যেষ্ঠ লোকটি জানুক , ওই টোকাই জানুক আমরা প্রেমে পড়েছি ।
তোমরা শোন আমরা প্রেম করছি
=========================
খুব সুন্দর কবিতা আপি।
তোমার সাথে আমার পছন্দও মিলে গেলো।
প্রেম যে এমনই।
প্রেমের মতনই।
তাই তো এর নাম প্রেম।
ভালো থেকো আপি।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
আমিভূত বলেছেন: আপনারও ভালো লেগেছে আপু ? আমার খুব প্রিয় কবিতা আফসোসের বিষয় কবি ও কবিতার নামই জানি না ।
ভালো থাকবেন আপু সবসময়
২৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১
একটু স্বপ্ন বলেছেন:
সবগুলোই মন নাড়িয়ে দেয়। তবে ১ আর ৩ অনেক সুইট। অতি গম্ভীর কাওকেও নস্টালজিক করে ফেলবে। নিয়ে যাবে তাঁর যৌবনে। এমনকি তাঁর জীবনটি সরলরৈখিক হলেও।
কবিতাগুলোর উপজীব্য আপনার সত্যিকার জীবনে ভর করুক আর না সড়ে যাক কখনও।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩
আমিভূত বলেছেন: ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য ।
আপনার জন্য শুভ কামনা ।ভালো থাকুন সবসময় ।
২৬| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৬
জাওয়াদ তাহমিদ বলেছেন: অনেক সুন্দর। :#> :#> :#>
০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫২
আমিভূত বলেছেন: ধন্যবাদ
২৭| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:৩৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ২ নাম্বারটা পাঠায়া দিলাম গার্লফ্রেন্ডরে।
০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:৫৭
আমিভূত বলেছেন:
ওক্কে
২৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০০
বটবৃক্ষ~ বলেছেন: অন্নেক অন্নেক বেশি সুন্দর!!!!!!!!!!! আমি এত্তোদিনে দেখলাম!!!!
সবগুলৈ এত্তোগুলা কিউট!! ৬নাম্বার টা আসলেই বেশি সুন্দর!!
আপডেট চাই কবিতার!!! প্লিজ!!
প্রিয়তে নিলাম!!
ভালোথাকবেন ভুত!!
২৯| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৫
রাজীব নুর বলেছেন: সমস্ত পৃথিবীর মানুষ জানুক আমি প্রেমে পড়েছি ,
৩০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩২
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৩১| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৯
সোহেল মামা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর ভালোবাসার কবিতা গুলো উপস্থাপন করার জন্য ।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
একজন আরমান বলেছেন:

স্যালাইন মানে কি জানো ?
হ্যাঁ ডায়রিয়া হলে খায়
কি দিয়ে বানায় জানো ?
এক চিমটি লবন ,গুড় ।
ভালোবাসা কি জানো ?
ওটা প্রেম করলে হয় ।
কি দিয়ে ওটা বানায় ?
এই এক চিমটি প্রেম ,এক মুঠ আদর আর এক সের চিঠি দিয়ে ।
ওমা কে বলল ?
তোমার নানী ।
হাহাহাহা
এইটা বেশি ভালো লেগেছে।
শুধু তোমাকে একবার ছোঁব,
ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন।
শুধু তোমাকে একবার ছোঁব,
অহংকারে মুছে যাবে সকল দীনতা।
শুধু তোমাকে একবার ছোঁব,
স্পশসুখে লিখা হবে অজস্র কবিতা।
শুধু তোমাকে একবার ছোঁব,
শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ।
শুধু তোমাকে একবার ছোঁব,
অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়।
শুধু তোমাকে একবার ছোঁব,
তারপর হব ইতিহাস।
হেলাল হাফিজের এই কবিতাটা আমার খুব পছন্দের।
ভালোবাসি তোমায় নিঝুম রাতে,
ভালোবাসি তোমায় ক্লান্ত দুপুরে,
খুঁজে ফিরি তোমায়-
গোধূলি লগ্নের রক্তিম আকাশে,
অথবা সমুদ্রের মাতাল ঢেউয়ের মাঝে,
কিংবা কোন এক কচু পাতার ভেতর জমে থাকা -
এক ফোঁটা উজ্জ্বল শিশিররের মাঝে।
তোমার অস্তিত্ব আবিষ্কারের -
নিস্ফল চেষ্টা করি সর্বদা।
ভালোবাসি তোমায় সর্বদা সর্বস্থল,
এটা কি শুধুই ভালোবাসা নাকি পাগলামো ?
আর আমার লেখা এই কবিতাটা নিজের কাছে ভালো লাগে।