নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

এতা তারোয় একটা থিম

১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬



===============================================
কি করছো মাধুরী কেন তোমায় বলতে হবে
হ্যা হবে
কেন যোদি না বলি কি করবে
এই তুমি কি বললে মাধুরী আমি কি করবো মানে এক থাপরে
তোমার যে কটি দাঁত আছে তা তুলে ফেলবো

কি ব্যপার লিটন আজ তুমি এরকম কেন করতেছো ।

কেন তুমি বুঝনা আজ আমি কেন রকম করছি
নাতো আমি বুঝতেছি না

বুঝবে একটু পরে সব বুঝবে কেন আমি এরকম করছি ।

ও লিটন তুমি মনে হচ্ছে আজ অসুস্থ চল বাসায় চলে যাই
চুপ কর মাধুরী আর এখানে চুপ করে বস আজ তোমায় দেখাব মজা

কত ধানে কত চাউল ।

প্লীজ লিটন বলনা কি হয়েছে । আমি কোনো ভুল করে থাকলে আমাকে
ক্ষমা করে দেও ।

কোনো ক্ষমা নাই মাধুরী কোনো ক্ষমা নাই ।

তাহলে থাকো তুমি এখানে বসে আমি চললাম ।

এই মাধুরী এই মাধুরী ছোনো ।
আরে বোকা মেয়ে তোমার সাথে এতক্ষন দুষ্টমি করতেছিলাম
তোমার মনে নাই আমিযে একটা নাটক বানানের কথা বলেছিলাম
এতা তারোয় একটা থিম ।
===============================================

জীবন একটা রেল গাড়ি

যখন তখন সে দেয় যে জীবন নগর পাড়ি ।

একদিন আগে আর একদিন পরে
সবায় চলে যাবো সেই ট্রেনে বাড়ি ।

===============================================

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৪

এহসান সাবির বলেছেন: কোনো ক্ষমা নাই মাধুরী কোনো ক্ষমা নাই ।

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫৩

বাড্ডা ঢাকা বলেছেন: শুভকামনা থাকলো

২| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৫

ভূতের কেচ্ছা বলেছেন: ;) :| :| :| :|

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৩

বাড্ডা ঢাকা বলেছেন: বেশ ভূতের কেচ্ছা আমি ভয় পেলাম নিকের নাম শুনে । ভাল থাকবেন ।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩০

ভূতের কেচ্ছা বলেছেন: নাম শুনেই ভয়.. দেখলে না জানি কি করতেন..
অাপনি ো ভাল থাকবেন..

২৪ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:৫৪

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.