নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

ছোট গল্পঃ একটি ঠক দাওয়াত

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৪৬

একটি মাছ পাখিকে এক শেয়াল মশাই দাওয়াত করলেন তার বাড়িতে ।পাখিটি সারাদিন গুরেফিরে বিকেলে আসলেন শিয়াল মশাইয়ের বাড়িতে দাওয়াত খেতে । পাখিটি বাড়ির বাহির থেকে ডাক ছাড়লেন পন্ডিত মশাই বাড়িতে আছেন শিয়াল জবাব দিলেন হ্যারে আছিলামতো তা কে বাড়ির বাহির থেকে আমায় ডাকছো ।
পাখিটি উত্তর দিলেন আরে আমি গো মশাই যাকে তুমি সকালে দাওয়াত দিয়েছিলে আমি সে মাছ পাখি ।

শিয়াল মশাই বললেন ও মাছ পাখি ভাই তা বাহিরে দাড়িয়ে কেন ভাই এসো ভিতরে এসো ।

পাখিটি শেয়ালমশাইয়ের ঘরের ভিতরে গেলেন শেয়াল তাকে বসতে দিলেন একটি ইটের উপরে বসো ভাই বসো আমি তোমার খাবারের
ব্যবস্তা করছি ।

পাখিটি শেয়ালকে জিজ্ঞাসা করলো তা মশাই রান্না করেছো নাকি এখন করবে । শেয়াল বললো রান্না এখন শেষ হয় নাই তবে বেশি সময় লাগবে না অল্প সময়ের ভিতরে হয়ে যাবে ।

আচ্ছা ঠিক আছে মশাই আমি একটু ঘুমিয়ে নেই তোমার রান্না শেষ হলে আমাকে ডেকো ।

শেয়াল রান্না শেষ করে মাছ পাখিটিকে ডাক দিলেন পাখিটি খাবারের সামনে বসলেন তা পাখিটিকে শেয়াল খুব কৌশলে এমন এক পাত্রে খাবার দিলেন যেখান থেকে পাখির ঠোট দিয়ে খাবার খাওয়া সম্ভব হোলো না পাখিটি সেখান থেকে খালি পেটে বিদায় নিতে হোলো ।

পাখিটি শেয়ালের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় শেয়াল মশাইকে পাখিটি তার বাড়িতে দাওয়াত দিয়ে গেলেন ।

শেয়াল মশাই পরদিন বিকেলে চলেগেলেন মাছ পাখির বাসায় ।
তা শেয়াল মশাই বাড়ির বাহির থেকে ডাক ছাড়লেন মাছ পাখি বাসায় আছো পাখি জবাব দিলেন হ্যা মশাই আছি ।

তা মশাই তুমি বাড়ির বাহিরে থাকো বাড়ির ভেতরে এসো না শেয়াল মশাই খুব রাগ করলেন কেন আমি বাড়ির ভেতরে যাবো না । শেয়াল মনে মনে পাখিটির উপরে খোপে রাগে বলছেন পাখি ভাই এ কেমন কথা তুমি কিন্তু আমাকে রিতিমত অপমান করছ তোমার বাড়িতে দাওয়াত দিয়ে এনে আমাকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দিচ্ছ না ।

পাখিটি শেয়ালকে বুঝিয়ে বললো ভাইরে তুমি শুধু আমার ওপরে রাগ করছো আচ্ছা মশাই তুমি নিজেই বলো তোমার অত বড় দেহটা নিয়ে
তুমি আমার এই ছোট কুটিরে ডুকতে পারবে শেয়াল কিছুক্ষন চুপ করে থেকে চিন্তা না পাখিটি মিছে কিছু বলে নাই কথা সত্য বলেছে ।
না পাখি ভাই আসলে তুমি দাওয়াত দিছো বলে আজ আমি সারাদিন কিছুই পেটে দেই নাই তাই খিদের পেটে কি বুঝতে কি বুঝেছি তোমায় ভুল বুঝে শুধু শুধু তোমার ওপরে রাগ করেছি ভাই তুমি মনে কিছু নিয় না ।

যাই হোক মাছ পাখি ভাই আমি তোমার বাড়ির সামনে বসি তারাতারি করে আমায় খাবার দেও পেটে ভিষন খিদে পেয়েছে ।
আচ্ছা মশাই তুমি ওখানটায় বসে একটু সময় বিশ্রাম নিতে থাকো
আমি কছুক্ষনে মধ্যে তোমার জন্য খাবার আনছি ।

পাখিটি রান্না শেষ করে শেয়ালের সামনে গরম খাবার দিলেন ।
পাখিটি খুব ছোট একটি পাত্রে খাবারটি দিলেন যেখান থেকে শেয়ালের
পক্ষে কোন ভাবে খাওয়াতো দুরের কথা খাবারে মুখ পযন্ত দিতে পারলেন না ।

কি আর করার বেচারা শেয়াল মশাই না খেতে পেরে খালি পেটে পাখির কাছ থেকে বিদায় নিলেন ।
শেয়াল মশাই চলে যাওয়ার সময় পাখিটি শেয়াল মশাইকে বললেন
মশাই মনে কোন কষ্ট নিয় না ভাই এরকম দাওয়াত খাওয়ানো আমি তোমার কাছ থেকে শিখেছি ।

বিনা কারনে কাউকে কষ্ট দিলে বা কাউকে ঠকালে একদিন নিজেরো ঠকটে হয় ।


মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৬

ব্লগার মাসুদ বলেছেন: ভালো ++++++++ :) :)

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩২

বাড্ডা ঢাকা বলেছেন: শুভেচ্ছা নিবেন

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৭

আহলান বলেছেন: ছোট বেলায় শুনছিলাম ... সারশ পাখি আর শেয়ালের গপ্প .... সেদিন গুলো আর ফিরে আসবে না জীবনে .....

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৫

বাড্ডা ঢাকা বলেছেন: ঠিক কথা ভাই সেদিন গুলো আর ফিরে আসবে না জীবনে । তাই কিছুটা

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৮

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো। মাছ পাখি কি ?

ভালো থাকবেন।।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪০

বাড্ডা ঢাকা বলেছেন: যে পাখি বেশি বেশি মাছ খায় ;) :)

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১২

কলমের কালি শেষ বলেছেন: মাছ পাখি নাকি মাছরাঙ্গা পাখি !!... শিক্ষনীয় গল্প ভালো লাগলো ।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩

বাড্ডা ঢাকা বলেছেন: আপনাকে ধন্যবাদ

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৭

স্বস্তি২০১৩ বলেছেন: ভালো লাগলো।

১৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৬

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ আপু ভাল থাকবেন আর এই ভাইটির জন্য দোয়া করিবেন B-) ;) :) :-* :P

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৩

স্বস্তি২০১৩ বলেছেন: দোয়া করলাম। !:#P

২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৫

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ আপু দোয়া পেলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.