নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

*****************কবিতা ভালবাসার কাঙ্গাল*****************

২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৭



মনের ইচ্ছাগুলো যথাযথ
তাই হতাশাগুলো তথাতথ।
হতাশা ভরা এ জীবন
কাঁন্দে মন বিরহে শুধু সারাখন ।

যখন থাকি বসে একা
স্বপ্নগুলো এসে উঁকি দিয়ে দেয় দেখা ।
এইত বুঝি কাঁটবে একাকী জীবন
সে কথা মনে করে গ্লানি ভরা মন।

কবি লেখে কত গল্প কবিতা
কিছু কাল্পনীক কিছু মিলে বাস্তবতা ।
শিল্পী যেমন আঁকে তার নরম শোঁয়ায় মনে জমে থাকা ছবি
তেমনী লেখার গাঁতুনীতে গাঁতে কবি।

একটি কথা একটি আসা
একটি ছেলে একটি মেয়ে
জোয়ান থেকে ভাই বুড়ো
সে সকলে এক নামে চিনে ভালবাসা ।।

এ কথা গুলো বলেছিল ভাই বন্ধু জামাল
তাইতো সত্য দেখছি আমি ভালবাসার কাঙ্গাল ।
বন্ধু তোমায় আজ বড় বেশি করছি স্বরন
মরার আগে করে নিও কথাগুলো বরন ।
কি আর লেখব কিই বা লেখতে পারি
মনতা চায় তোমার প্রেমের রশিতা একবার ধরি ।
মরতে হলে মরবো বাঁচতে হলে বাঁচবো
দুজনে এক সাথেই জীবন নৌকা দিব পাড়ি ।

ওগো প্রিয়তমা একবার বন্ধু ভেবে এ হাত দুটো ধর
তবে দেখবে তোমার আমার প্রেম কত বড় ।
আলোর মাঝেই ডুবে সূর্য নামে আধাঁর
সেখানেই দেখে স্বপ্ন চাঁদ আলোর ঘর বাঁধার ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩১

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা

২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪০

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ ভাইয়া । শুভকামনা থাকলো।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৩

কালের সময় বলেছেন: ভালো লাগা রইলো কবিতায়+ এবং ২ ভালোলাগা

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৬

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২১

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

বাড্ডা ঢাকা বলেছেন: কবিকে কবিতা পাঠে ধন্যবাদ

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৪

এমএম মিন্টু বলেছেন: খুব সুন্দর কবিতা লেখে চলুন B-) ;)

২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১০

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ মিন্টু ভাই

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৯

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ।

আপনি কি বাড্ডাতেই থাকেন ?
নামের রহস্য কি?

অনেক শুভকামনা :)

২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১১

বাড্ডা ঢাকা বলেছেন: নামের রহস্য জানি না তবে থাকি বাডডায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.