নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ১। গল্পঃ কৃষক ও সারস

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭



কতগুলি বক প্রতিদিন এক কৃষকের একটি ক্ষেতের শস্য নষ্ট করে যেত। তাই দেখে কৃষক বকগুলো ধরার চিন্তা করলো ।

কৃষক বকগুলোকে ধরার জন্য বাজার থেকে একটি জাল কিনে এনে ক্ষেতে পেতে দিলো ।



এবার কৃষক কিছু সময় পরে ক্ষেতে গেলেন জাল চেক করার জন্য । কৃষক যেয়ে দেখেন তার জালে অনেকগুলো বক ধরা পড়েছে ।তাদের সংঙ্গে একটি সারসও ধরা পড়েছে ।



সারসটি কৃষককে দেখে বললো ভাই কৃষক আমি বক নই আমি তোমার ক্ষেতের কোন শস্য নষ্ট করি নাই । আমায় ছাড়িয়া দেও ।



সারসটি কৃষককে আর বললো ভাই কৃষক তুমি একটু চিন্তা বিবেচনা করে দেখ আমার কোন অপরাধ নাই । যত পক্ষী আছে তাদের সকলের চেয়ে আমি অনেক ভাল ও অধিক ধর্মপরায়ণ। আমি কখন কারো কোন ক্ষতি করি না । আমি আমার বৃদ্ধ মা বাবাকে অনেক সম্মান করি এবং আমি সারা দিন গুরে ফিরে যা সংগ্রহ করি তা দিয়ে তাদের সংঙ্গে নিয়ে আহার করি ।



কৃষক সারসের কথা শুনে সারসকে বললো শুন ভাই সারস তুমি যে সকল কথা বলেছ তা সবই সত্য তাতে আমার কোন সন্দেহ নাই ।



কিন্ত যারা শস্য নষ্ট করেছে তুমি ভাই তাদের সঙ্গে ধরা পড়েছ । তাই তুমিও অপরাধী আর এ জন্যই তোমাকেও শাস্তিভোগ করতে হবে ।



বিদ্রঃ দশ জন চোরের সাথে একজন ভাল মানুষ থাকলে সেও চোর। অথবা দশ জন ভাল মানুষের সাথে একজন অপরাধী থাকলে সেও ভাল মানুষ । এ কথাগুলো আমাদের সব সময় স্বরন রাখা উচিত ।





মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

এমএম মিন্টু বলেছেন: সুন্দর লেখেছেন প্রথম ভাল লাগা

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৬

বাড্ডা ঢাকা বলেছেন: ভাল থাকবেন

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

খেলাঘর বলেছেন:


"বিদ্রঃ দশ জন চোরের সাথে একজন ভাল মানুষ থাকলে সেও চোর। অথবা দশ জন ভাল মানুষের সাথে একজন অপরাধী থাকলে সেও ভাল মানুষ । এ কথাগুলো আমাদের সব সময় স্বরন রাখা উচিত । "

-হাজার অপরাধীর মাঝে একজন নিরোপরাধী থাকলে সে যেন সঠিক বিচার পায়, সেটাই আধুনিক বিচার ব্যবস্হার মুল ধারণা।

গল্পকে বদলায়ে দেন।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৫

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন ভাইয়া।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

ব্লগার মাসুদ বলেছেন: দারুন গ্লপ পিলাচ ।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৭

বাড্ডা ঢাকা বলেছেন: ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.